বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে ঢাক যাওয়ার জন্য কুমিল্লার অধিকাংশ মানুষই ট্রেন কে বেশি বেচে নেয়। ট্রেনের মাধ্যমে ভ্রমন করতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে ট্রেন যানজট ও নিরিবিলি ভাবে ভ্রমন করা যায়। তাইতো আপনারা যারা ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও আপডেট ভাড়ার তালিকা জানতে চেয়ে অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম ।আপনি এখান থেকে ঢাকা টু কুমিল্লা ট্রেনের সমস্ত আপডেট তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই আপনারা আর্টিকেলটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন।
ঢাকা টু চট্রগ্রাম ট্রেনের সময়সূচী:
ঢাকা টু কুমিল্লা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী জানা একান্ত আবশ্যজনক ঢাকা টু কুমিল্লা যাওয়ার জন্য প্রতিদিন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে একটি একটি ট্রেন নিয়মিত চলাচল করে। ঢাকা টু কুমিল্লা রুটে চলাচল করে কুমিল্লা কম্পিউটার (৯০) ট্রেনটি নিচে সময়সূচী দেওয়া হলো —
ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
কুমিল্লা কমিউটার(৯০) | ১৩: ৩০ | ১৯: ৫২ | সোমবার |
ঢাকা টু কুমিল্লা ট্রেনের ভাড়ার তালিকা:
আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক কিন্তু অনেকেই ট্রেনের টিকিটের মূল্য অর্থাৎ ভাড়া সম্পর্কে অনেকেরেই জানা থাকে না। তবে জানা না থাকলে কাউন্টার থেকেই জেনে নীতি পারেন তবে অনেক সময় কাউন্টারে অনেক ঝামেলা হয়। সেজন্য আগে থেকে যদি টিকিটের মূল্য জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় তাইতো আপনারা যারা ঢাকা টু কুমিল্লা ট্রেনের ভাড়া তালিকা জানতে আগ্রহী,ও অনলাইনে সার্চ করতেছেন। মূলত তাদেরই জন্য আজকের এই আর্টিকেলটি —
ঢাকা টু কুমিল্লা :
আসনের নাম | টিকিটের মূল্য |
শোভন | ১৭০ টাকা |
শোভন চেয়ার | ২০৫ টাকা |
প্রথম আসন | ২৭০ টাকা |
প্রথম বার্থ | ৪০৫ টাকা |
স্নিগ্ধা | ৩৯১ টাকা |
এসি | ৪৬৬ টাকা |
এসি বার্থ | ৭০২ টাকা |