সাধারণ তথ্য

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ | Important General Knowledge Questions and Answers Part-1 (Update 2025)!

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ | Important General Knowledge Questions and Answers Part-1 (Update 2025)! প্রিয় পাটক,  আসসালামু আলাইকুম আজকে আমি এই পুরো আর্টিকেল জুরে ২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান, নিয়ে আলোচনা করব তাই এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন ।

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান :

আজকে আমি এমন সাধারন জ্ঞান  নিয়ে আলোচনা করব, জানে অথচ জানে না,নিম্নে আলোচনা করা হলো—

১. ‍S.S.C এর পূণরুপ কি ?

    school secandery certificate

২. H.S.C এর পূণরুপ কি ?

    Haier school certificate

৩. G.P.A এর পূণরুপ কি ?

      Great point Average

৪. কত সালে মাধ্যমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি প্রবর্তিত হয় ?

     ২০০১ সালে

৫. ২৬,১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কত সালে জাতীয়করনের ঘোষনা                             দেয় ?    = প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি ২০১৩ সালে ।

৬. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

     কামরুল হাসান

৭. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত ?

    ১০:৬ বা ৫:৩

৮. বাংলাদেশের পতাকা দিবস কবে ?

    ২  মার্চ

৯. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ?

     ২৬ মাচ

১০. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?

         ১৯৩০ সালে

১১. মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?

        গোসাল

১২. ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?

       রুপা

১৩. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো

          সোডিয়াম

১৪. দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?

      কবি কাজী নজরুল ইসলাম

১৫. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?

        জ্যোতিরিন্দ্র বসু

১৬. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?

         ভিটামিন বি১২

১৭ . মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?

         নবাব নাজিম হুমায়ুন জাহ

১৮. তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?

             টি

 ১৯. মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?

        মেহেবুব খান

২০. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?

          দুর্গেশ নন্দিনী , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

২১. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?

       ৪ঠা ফেব্রুয়ারী

২২. “Forge your Future” বইটি কার লেখা?

       এ. পি. জে. আব্দুল কালাম

২৩. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?

         ভলিবল

২৪. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নামবুসেফালাসযে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?

        আলেক্সজান্ডার

২৫. আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?

         মুমতাজ

২৬. স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?

         থমাস আর্মহাস্ট ( প্রথম ভারতীয়সুব্রত মুখার্জী )

২৭. আইসিসি ক্রিকেট কখন থেকে শুরু হয় ?

        ১৯৭৯ সাল থেকে

২৮.ইতিহাসের জনক বলা হয় কাকে ?

      হেরোডোটাসকে

২৯.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?

       বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৩০.বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?

       ১০ ডিসেম্বর ১৯৭২ সালে

৩১.বাংলাদেশের বতমানে সরকারের নাম কি ?

      আওয়ামিলীগ সরকার

৩২.জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি ?

       বান্দরবান

৩৩.কোন গাছের ছাল থেকে রং প্রস্তত করা হয় ?

       গরান

৩৪. আকবর-নামার রচয়িতা কে?

আবুল ফজল

৩৫. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?

ফ্যাদোমিটার

৩৬. ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?

সিকিম ( পচিমবঙ্গের সাথে ), মেঘালয় ( আসামের সাথে )

৩৭.মহীশূর রাজ্যের নাম পাল্টে কর্ণাটক হয় কোন বছর?

১৯৭৩

৩৮. “বাংলার বিশ্বকর্মা” – নামে কে পরিচিত?

রাজেন্দ্রনাথ মুখার্জী

৩৯. ভারতের কোন উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থাকাকালীন মারা যান?

কৃষাণ কান্ত

৪০কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়?

১৯৩৭

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

৪১. নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্মোধন করেন?

ক্ষেত্রীর মহারাজ অজিত সিং

৪২. রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বপ্রথম বিশ্বকবি বলে কে সম্মোধন করেন?

ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৪৩. ভারতের শ্বেতবিপ্লবের জনক কাকে বলা হয়?

ভার্গিস কুরিয়েন

৪৪. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম কি?

সমাচার দর্পন ( সাপ্তাহিক )

৪৫. বিশ্বের প্রাচীনতম ক্রীড়া হিসেবে কোন খেলাটিকে ধরা হয়?

কুস্তি

৪৬. Lexicographer এর কাজ কি ?

অভিধান ( Dictionary ) সংকলন করা

৪৭. মুশির্দাবাদের সদর বহরমপুরে লালদিঘি নামে পরিচিত সরোবরটির আসল নাম কি?

সুভাষ সরোবর

৪৮. কোন সিনেমার শুটিং চলাকালীন সালমান খান কৃষ্ণসার হরিণ শিকার করেন?

হাম সাথ সাথ হ্যায়

৪৯. ওস্তাদ বিসমিল্লা খান কিসের সাথে যুক্ত?

সানাই

৫০. “‎শতরঞ্জ কি খিলারি” সত্যজিৎ রায়ের সিনেমাটি কোন লেখকের গল্পের ভিত্তিতে তৈরি?

মুন্সি প্রেমচাঁদ

৫১. ‎শেরসাহের সমাধি কোন রাজ্যে অবস্থিত?

বিহার ( বিহারের সাসারামে)

৫২. ‎হামপি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত?

কর্ণাটক

৫৩. ‎পুনরুজ্জীবন প্রকল্প কোন রাজ্য চালু করলো?

পশ্চিমবঙ্গ

৫৪. পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা ক্রেম পুরী কোথায় অবস্থিত?

মেঘালয়

৫৫. ভারতের কোথায় প্লাস্টিক পার্ক গড়ে তোলা হবে?

ঝাড়খন্ড

৫৬. আন্তর্জাতিক বন দিবস কবে?

২১ সে মার্চ

৫৭. ভারতের কোন রাজ্য 18 তম রাজ্য হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করলো?

মহারাষ্ট্র

৫৮. সরুহাসি প্রাইজ কাদের দেওয়া হয়?

জাপানের মহিলা ন্যাচারাল সায়েন্টিস্টস দের

৫৯. ভারতের কোন মন্দিরকে ‘Black Pagoda’ বলা হয়?

কোণারকের সূর্য মন্দির

৬০. ‘এ মেরে ওয়াতন কে লোগো’ গানটি কে লিখেছেন?

কবি প্রদীপ ( সুর দিয়েছেন সি. রামচন্দ্র )

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

৬১. ভারতের প্রথম মহিলা কুলি কে?

সন্ধ্যা মারয়ায়ী ( Sandhya Marawi ) – মধ্যপ্রদেশের জবলপুরের কাটনি জংশনে কুলিগিরি করেন

৬২. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?

আমাজন জঙ্গলকে

৬৩. UNESCO – এর সদর দপ্তর কোথায়?

প্যারিস

৬৪. ভারতের গোলাপি শহর জয়পুর কে বলা হয় | নীল শহর কোন শহর কে বলে?

যোধপুর

৬৫. ২১শে মে , কার মৃত্যুদিনে ভারতে “Anti Terrorism Day” পালন করা হয়?

রাজীব গান্ধী

৬৬. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?

সুরেখা যাদব

৬৭. প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলা কে ছিলেন?

=জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে এভারেস্ট জয় করেন

৬৮.ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?

ম্যাগনাকার্টা

৬৯. আগরতলা ষড়যন্ত মামলা দায়ের হয় কোথায় ?

ঢাকায়

৭০.বিসিবি প্রতিষ্ঠত হয় কত সালে ?

১৯৭২ সালে

৭১. জাতীয় ক্রীড়া পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯৭২ সালে

৭২.বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ?

পাট

৭৩.পৃথীবির এক তৃতীয়াংশ পাট উৎপন্ন হয় কোথায় ?

বাংলাদেশে

৭৪.প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার পান কে ?

ড. মুহম্মদ ইউনুস ( শান্তিতে )

৭৫.ক্রিকেট খেলার  জন্ম কোথায় ?

ইংল্যান্ডে

৭৬.এশিয়ায় কখন ফুটবল খেলা শুরু হয় ?

১৯৫৬ সালে

৭৭.আইসিসি ক্রিকেট কখন থেকে শুরু হয় ?

১৯৭৯ সাল থেকে

৭৮.বেলজিয়ামের মুদ্রার নাম কি ?

ফ্রাংক ( ইউরো )

৭৯.প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি ?

হীর

৮০.কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে ?

আখতার হামিদ খাঁন

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

৮১.সতীদাহ প্রথা কবে রহিত হয় ?

১৮২৯ সালে

৮২. আলেক্সজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর ধারে?

ঝিলাম (বিতস্তা )

৮৩. লাফিং গ্যাস আসলে কি?

নাইট্রাস অক্সাইড

৮৪. হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়?

ফিনল্যাণ্ড

৮৫. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের ডাকনাম কি ছিল?

মনু

৮৬. নোবেল প্রাইজ , ভারতরত্ন , টেম্পলটন প্রাইজ, রমন ম্যাগশাসায় প্রাইজ , নেহেরু পুরস্কার, পদ্মশ্রী – এই সবগুলি পুরস্কার একমাত্র কে পেয়েছেন?

মাদার টেরেছা

৮৭. জহরলাল নেহুরুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন?

লাল বাহাদুর শাস্ত্রী

৮৮. ২০০১ সালে নেপালের কোন রাজা সপরিবারে পুত্রের গুলিতে নিহত হন?

রাজা বীরেন্দ্র (রাজার বড়ছেলে দীপেন্দ্র সবাইকে গুলি করে নিজে আত্মহত্যা করেন )

৮৯. ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দিল্লীতে রয়েছে?

১৩০

৯০. “In search of Gandhi” – বইটি কার লেখা?

রিচার্ড আটেনবুড়ো ( Richard Attenborough )

৯১. কোন ভারতীয় প্রথম ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?

আচার্য বিনোদা ভাবে

৯২. জহরলাল নেহেরুকে শপথবাক্য পাঠ করান কে?

লর্ড মাউন্ট ব্যাটেন

৯৩. কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?

জি. শঙ্কর কুরুপ

৯৪. কোন কোন নেতা তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন?

ড: বি. আর. আম্বেদকর, তেজ বাহাদুর সাপ্রু

৯৫. ভারতের কোন মুখ্য মন্ত্রী ২০০৬ সালে ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?

অরবিন্দ কেজরীবাল

৯৬. “মিত্রমেলা” যা পরবর্তীকালে রুপান্তরিত হয়ে “অভিনব ভারত” নামে পরিচিত হয় -তার প্রতিষ্ঠাতা কে ?

বিনায়ক দামোদর সাভারকার

৯৭. বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?

হীব্রূ

৯৮. সক্রেটিস যে বিষ পান করে মারা যান সেই বিষটি কি নামে পরিচিত?

হেমলক

৯৯. “New Dimensions of India’s Foreign Policy ” – বইটি কার লেখা?

অটল বিহারি বাজপেয়ী

১০০. বিশ্ব হাঁপানি দিবস কবে পালন করা হয়?

মে মাসের প্রথম মঙ্গলবার

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

১০১.কোন দেশে সব থেকে বেশি জঙ্গল রয়েছে?

রাশিয়া

১০২. “Economic Nightmare of India – Its Cause and Cure ” – বইটি ভারতের কোন প্রধামন্ত্রীর লেখা?

চৌধুরী চরণ সিং

১০৩. ১৯৪১ সালে, নেতাজি গৃহবন্দী অবস্থা থেকে পেশোয়ার পালানোর সময় যে গাড়িটি ব্যবহার করেন সেটির নম্বর কি ছিল?

BLA ৭১৬৯

১০৪. ভারতের কোন রেলমন্ত্রী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?

লাল বাহাদুর শাস্ত্রী

১০৫. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?

হেনরি ডুরান্ট

১০৬. জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা কোনটি?

ডক্টর নো

১০৭. ভারতের ইতিহাসে কোন আইন ‘কালা আইন’ নাম পরিচিত ছিল?

রাওলাট আইন

১০৮. মনিপুর শব্দের অর্থ কি ?

রত্নের রাজ্য

১০৯. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়েছিলেন?

নর্মদা

১১০. “A Nation in Making” বইটি কার আত্মজীবনী?

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

১১১. আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকায় কতগুলি তারা রয়েছে?

৫০ টি ( এই ৫০ টি তারা ৫০ টি স্টেট এর প্রতীক)

১১২. কোন ভারতীয় মহিলা প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন?

বিজয়লক্ষ্মী পণ্ডিত

১১৩. “Pakistan or partition of India” – গ্রন্থটির লেখক কে?

ভীমরাও আম্বেদকর

১১৪. পর্যায় সারণিতে সব থেকে ভারী ধাতু কোনটি?

অসমিয়াম

১১৬. ICC ( ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর পূর্ব নাম কি ছিল?

Imperial Cricket Conference

১১৭. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ দুর্গ থেকে তাঁর ঘোড়ায় লাফ দেন এবং পালান | তিনি পালিয়ে গেলেও তার প্রিয় ঘোড়াটি মারা যায়| এই ঘোড়াটির নাম কি ছিল?

বাদল

১১৮. পশ্চিমবঙ্গের স্টেট ট্রি কোনটি?

ছাতিম

১১৯. ভাইরাস শব্দের অর্থ কি?

বিষ

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

১২০. কোন ঐতিহাসিক বই থেকে জানা যাই যে চন্দ্রগুপ্ত মৌর্য শুদ্র ছিলেন?

মুদ্রারাক্ষস

১২১.“কর্নেল ক্লাইভের শেয়াল” বলে কাকে অভিহিত করা হতো?

মীরজাফর

১২২. আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল?

ফরাসি বিপ্লবের শতবর্ষ

১২৩. মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি?

হায়দ্রাবাদ

১২৪. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?

স্যার ডেভিড অক্টারলোনি

১২৫.“মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন ?

ক্যাথরিণ মেয়ো

১২৬. কাকে “লাখবক্স” বলা হত ?

কুতুবউদ্দিন আইবক

১২৭. “ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ” কাকে বলা হয় যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা?

অ্যালান অক্টাভিয়াম হিউম

১২৮. পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি?

রুশভোল্ট নগর

১২৯. “The Audacity Of Hope” বইটি কার লেখা?

বারাক ওবামা

১৩০.ভারতের প্রথম পরমানু কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?

মহারাষ্ট্রের তারাপুরে

১৩১. ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি ?

মুম্বাই এর শ্রী সম্মুখনন্দ হল

১৩২. ভারতের সর্বচ্চ সন্মান কি ?

ভারতরত্ন

১৩৩. ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি ?

পরমবীর চক্র

১৩৪. ভারতের প্রথম ব্যাঙ্ক কি ?

ব্যাঙ্ক অফ হিন্দুস্থান

১৩৫. ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কি ?

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক

১৩৬. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ( এই ব্যাঙ্কের দেশী ও বিদেশী শাখা সবথেকে বেশী )

১৩৭. ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি ?

চাটার্ড ব্যাঙ্ক

১৩৮. ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ?

গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ

১৩৯. ভারতের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি ?

সিয়াচেন

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

১৪০. ২০১৮ সালের অস্ট্রেলিয়াই কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষ থেকে পতাকা বহন কে করবে?

=  পি. ভি. সিন্ধু

১৪১.মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?

২৩ জোড়া

১৪২. ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম ( Insect Museum ) চালু হলো?

=কোয়েম্বাটুরে

১৪৩. ভারতের ইতিহাসের জনক ( Father of Indian History) কাকে বলা হয়?

মেগাস্থিনিস

১৪৪. দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন?

নাসিরুদ্দিন খসরু খাঁ

১৪৫. কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?

ফিনল্যান্ড

১৪৬. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?

গোয়া

১৪৭. সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন?

ক্যাথারিন হেপবার্ন

১৪৮. দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি?

ব্ল্যাক মার্টিন

১৪৯. পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি?

নীল তিমি

১৫০. ১ টঙ্কা = কত জিতল ?

=৪৮ ( 48)

১৫১. মানবদেহের সব থেকে বড় অঙ্গ ( Organ ) কোনটি?

ত্বক ( Skin )

১৫২. সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে?

কলকাতা

১৫৩. লিচু ফলের উৎপত্তি কোন দেশে?

চীন

১৫৪. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি?

সিংহ

১৫৫. STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?

নিউ দিল্লী ( STD কোড ০১১)

১৫৬. কোন শহরের ডাকনাম “The Big Apple” ?

নিউ ইয়র্ক

১৫৭. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?

ম্যাগনেসিয়াম

১৫৮. পঞ্চমবেদ কাকে বলা হয়?

মহাভারত

১৫৯. “আরাম হারাম হ্যায়” – এই উক্তিটি কার?

পণ্ডিত জহরলাল নেহেরু

১৬০. চেঙ্গিস খাঁ ছিলেন ইতিহাসে এক কুখ্যাত যোদ্ধা | “চেঙ্গিস” কথাটির আক্ষরিক অর্থ কি?

=অসীম শক্তিধর

১৬১. ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে?

জুলাই ( জুলিয়াস সীজার এর নামে )

১৬২. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?

ফ্যাদোমিটার (fathometer)

১৬৩. বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল?

সিকিম সংগ্রাম পরিষদ ( SSP – ১৯৮৯ )

১৬৪. আমাজন যখন তার যাত্রা শুরু করে ১৯৯৫ সালে, তখন প্রথম কোন জিনিসটি আমাজন বিক্রি করেছিল?

=একটি বই | বইটির নাম – Fluid Concepts & Creative Analogies: Computer Models of the Fundamental Mechanisms of Thought

১৬৫. “INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি?

ISRO

১৬৬. কোন দেশকে রামধনুর দেশ ( Rainbow Country ) বলা হয়?

দক্ষিণ আফ্রিকা

১৬৭. ২৮ সে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকা এবং ফিলিপাইনসে “Día de los Santos Inocentes” নাম একটি দিবস পালন করা হয় | আমরা কবে, কি হিসেবে ওই দিনটি পালন করি?

=১লা এপ্রিল , এপ্রিল ফুল

১৬৮. গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়?

সোডিয়াম আজাইড ( NaN3 )

১৬৯. যমজরা ( Twins ) সর্বোচ্চ কতদিন অন্তর জন্মাতে পারে?

৮৪ দিন ( 84 Days )

১৭০. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন?

=বেলিন্ডা ক্লার্ক

১৭১. “Resurrection Sunday ” উৎসবটিকে আমরা আর কোন নাম জানি?

ইস্টার

১৭২. “Swamy & Friends” বইটির লেখক কে?

আর. কে. নারায়ণ

১৭৩. “The Complete Man” – কোন কোম্পানির স্লোগান?

Raymond

১৭৪. শাহজাহান শব্দের অর্থ কি?

জগতের রাজা ( King of the World)

১৭৫. ১৫ই আগস্ট, ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়?

=দক্ষিণ কোরিয়া

১৭৬. “Death of a City” বইটি কার লেখা?

অমৃতা প্রীতম

১৭৭. ভারতের যোগের শহর ( Yoga City ) কাকে বলা হয়?

ঋষিকেশ

১৭৮. কোন দেশ গান পাউডার আবিষ্কার করে?

চীন

১৭৯. স্টেট ব‍্যাঙ্ক অফ্ ইণ্ডিয়া কবে স্থাপিত হয়?

১৯৫৫ সালে

১৮০. মালবিকাগ্নি মিত্রম্ গ্রন্থের রচয়িতা কে?

কালিদাস

২০০ টি খুবই গুরুত্বপূণ  সাধারন জ্ঞান

১৮১. ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?

শিবাজীকে

১৮২. কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেন?

ধ্রুব ( Dhrubo)

১৮৩. বর্তমানে দিদি বললে যে রাজনীতিবিদের নাম মনে আসে তিনি হলেন মমতা ব্যানার্জী | কিন্তু এর আগে কোন গান্ধীবাদী নেত্রীকে দিদি বলে ডাকা হতো যিনি বিনোদা ভাবের সাথে “ভুদান” আন্দোলনে যোগ দিয়েছিলেন?

= নির্মলা দেশপান্ডে

১৮৪. “চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে” – এটি কার বিখ্যাত উক্তি?

=মহাত্মা গান্ধী

১৮৫. ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন?

নীলম সঞ্জীবা রেড্ডি

১৮৬. মানব দেহের কঠিনতম অংশ কোনটি?

এনামেল

১৮৭. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

আফ্রিকা

১৮৮. কোন দেশের রাজধানী তার প্রথম প্রেসিডেন্টের নাম

অনুসারে?

=আমেরিকা ( জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজধানীর নাম হয় ওয়াসিংটন, ডি. সি. )

১৮৯. দলীপ সিং রানা কি নামে বেশি পরিচিত?

দা গ্রেট খালি ( The Great Khali )

১৯০. চীনারা “Zhu Zhen Dan” নামে কাকে ডাকতেন?

রবীন্দ্রনাথ ঠাকুর

১৯১. ১৯৪৫ সালে ৬ই অগাস্ট হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি?

লিটল বয় (Little Boy )

১৯২. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

ইরাক

১৯৩. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?

টারটারিক অ্যাসিড

১৯৪. ব্রেইল ( অন্ধদের লেখার পদ্ধতি) অক্ষর গুলি লেখার জন্য সব থেকে বেশি কতগুলি বিন্দু ব্যবহার করা হয়?

=৬টি

১৯৫. ভারতের কত টাকার নোটের ওপরে মঙ্গল যানের ছবি রয়েছে?

২০০০ টাকার

১৯৬. ভারতের রকেট ম্যান কাকে বলা হয়?

কে. সিভান

১৯৭. তালাচাবির শহর ভারতের কোন শহরকে বলে?

আলিগড়

১৯৮. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে?

ফতিমা বিবি

১৯৯. নিমাই পণ্ডিত কার কাছ থেকে দীক্ষা নেন?

ঈশ্বরপুরী

২০০.  বাংলা পিডিয়া প্রকামিত হয় ?

এশিয়াটিক সোসাইটি থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button