সাধারণ তথ্য

গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন ও উত্তর পর্ব – ৪ (Important Bengali Questions and Answers Part – 4)

গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন ও উত্তর পর্ব – ৪ (Important Bengali Questions and Answers Part – 4)! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আবারো একটি নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়েছি, আপনাদের মাঝে আর আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব – ৪ এ আলোচনা করব বাংলা বিষয় নিয়ে আমরা দেখেছি অনেকেই আমাদের কে কমেন্ট করে বলছে, বাংলা নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব – ৪এ বাংলা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেজন্য আমরা চেষ্টা করেছি।

গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ (Important Bengali Questions and Answers Part - 4)

আজকের এই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব – ৪ আমরা বাংলা গুরুত্বপূর্ন অনেক প্রশ্ন উত্তর নিয়ে এই কনটেন্টটি সাজিয়েছি। যা আপনারা কনটেন্টি পড়লে বুঝতে পারবেন। সেজন্য আপনাদেরকে বলবো আর্টিকেলটি স্ক্রিপ না দিয়ে মনোযোগ সহকারে পড়ুন এবং গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন উত্তর গুলো সংগ্রহ করুণ।

গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন উত্তর পর্ব – ৪

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই আর্টিকেলে বর্তমান বাংলা প্রশ্ন উত্তর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো এই আর্টিকেলে তুলে ধরার  নিচে তা দেওয়া হল —

বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত?
= পাঁচটি

আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কি?
= আও ভায়োক

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
= কার

মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা কে?
= তারেক মাসুদ

চাকা গ্রন্থটির রচিয়তা কে?
= সেলিম আল দ্বীন

জন্ডিস একটি কি?
= নাটক

হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
= নন্দিত নরকে

বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক কে?
= হুমায়ূন আহমেদ

আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
= যদ্যপি আমার গুরু

সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেছেন?
= আখতারুজ্জামান ইলিয়াস

দুধ ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচিয়তা কে?
= আখতারুজ্জামান ইলিয়াস

কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
= আল মাহমুদ

বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
= সৈয়দ শামসুল হক

সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে?
= সৈয়দ শামসুল হক

পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে?
= সৈয়দ শামসুল হক

সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে?
= আল মাহমুদ

কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
= ঢাকা জেলায়

হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে?
= জহির রায়হান

ধান কন্নার লেখক কে?
= আলাউদ্দিন আল আজাদ

জসিম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
= কল্লোল

কোন কবিতা রচনায় কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়
= রক্তাম্বিনী মা

কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?
= উপন্যাস

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
= দীনেশচন্দ্র সেন

মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকার নাম কি?
= সওগাত

সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তন এ অগ্রণী ভূমিকা রেখেছে?
= চলিত ভাষা

নেমেছিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
= ৪৯ এর মন্বন্তর

জল শব্দের সমার্থক শব্দ কি?
= জলধি

নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি?
= নীলকরদের অত্যাচার

তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা?
= শামসুর রহমান

চর্যাপদ কোন ছন্দে লেখা?
= মাত্রাবৃত্ত

গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কি?
= সন্ন্যাসী

মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি কি?
= সরল বাক্য

বাংলা গদ্যের জনক কে?
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

অশোক সৈয়দ কার ছদ্মনাম?
= আব্দুল মান্নান সৈয়দ

মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য?
= পত্রকাব্য

বটতলার উপন্যাস গ্রন্থের লেখক এর নাম কি?
= রাজিয়া খান

সাহিত্যে অলংকার প্রধানত কত প্রকার?
= দুই প্রকার

কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
= ভুসুকু পা

অনিক শব্দের অর্থ কি?
= সৈনিক

ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন?
= রূপকথা উপকথা

বাংলা সাহিত্যের আদি কবি কে?
= লুইপা

চাচা কাহিনীর লেখক কে?
= সৈয়দ মুস্তাফা আলী

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
= দীনেশচন্দ্র সেন

মা যে জননী কান্দে কোন ধরনের রচনা?
= কাব্য

ফনিমনসা কাব্যের রচিয়তা কে?
= কাজী নজরুল ইসলাম

সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
= বিশেষ্য

বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন?
= মোঃ শহীদুল্লাহ

শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে?
= কাজী আব্দুল ওদুদ

দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা কে?
= আখতারুজ্জামান ইলিয়াস

ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ কে করেছেন?
= শাহ মোহাম্মদ সাগির

বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?
= প্রাকৃতক

হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা?
= শেখ ফজলুল করিম

ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
= আলালের ঘরের দুলাল

সোনালী কাবিন এর রচয়িতা কে?
= আল মাহমুদ

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button