ভ্রমন

শৌখিন পরিবহনের রুটম্যাপ, টিকিট কিউন্টার, ও অন্যান্য তথ্য ২০২৩

শৌখিন পরিবহন আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই নিবন্ধন জুড়ে বাংলাদেশের পরিবহনে ভূমিকা রাখা ও গুরুত্ব রাখা পরিবহন শৌখিন পরিবহন নিয়ে। তাই আপনারা যারা শৌখিন পরিবহন টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে বলবো আপনারা ঠিক জায়গায় রয়েছেন। আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন। আর শৌখিন পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ও যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করেছে পরিবহনের কর্তপক্ষরা । শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে দোলা পরিবহনের কর্মীরা এজন্যই গাড়ীটিই যাত্রীদের কাছে অধিক প্রিয়।

তাই আপনি যদি শৌখিন পরিবহনে ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই সৌখিন পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে আপনার গন্তব্য স্থানে ভ্রমণ করতে পারবেন।

শৌখিন পরিবহনের টিকিট কাউন্টার:

অনেকেই শৌখিন পরিবহনে ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু অনেক সময় কেউ কেউ দোলা পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও টিকিট কাউন্টার খুঁজে পায়না। তাই আজকে আমরা এই পুরো নিবন্ধটি জুড়ে শৌখিন পরিবহনের সকল রুটের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার এখানে তুলে ধরলাম পর্যায়ক্রমে আপনাদের সূবির্ধাাতে —

শৌখিন পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

স্বপ্নের শহর ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে নিজ নিজ সবাই সবার কাজে ব্যস্ত, আর এই ব্যস্ত শহরে অনেকেই শৌখিন পরিবহনের টিকিট কাউন্টার সহজে খুজে পায়না, মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টার নিচে তুলে ধরা হলো পর্যায়ক্রমে – নিম্নে তা আলোচনা করা হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ গাবতলী কাউন্টার, ঢাকা মোবাইল: 01727935077
০২ কলাবাগান কাউন্টার, ঢাকা মোবাইল: 01787116817
০৩ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01756114077

শৌখিন পরিবহনের রংপুর অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

আপনারা অনেকেই  রংপুর অঞ্জলের শৌখিন পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করে থাকেন তাদরকে বলবো আপনারা এখান থেকে রংপুর অঞ্জলের টিকিট কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন। নিচে তা দেওয় হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ কামারপাড়া কাউন্টার, রংপুর মোবাইল: 01723353171
০২ পলাশ বাড়ী কাউন্টার, রংপুর মোবাইল: 01713712659
০৩ গোবিন্দগঞ্জ কাউন্টার, রংপুর মোবাইল: 01731734122
০৪ শঠিবাড়ীর হাট কাউন্টার রংপুর মোবাইল: 01723428340
০৫ কড্ডা কাউন্টার, রংপুর মোবাইল: 01735453300

শৌখিন পরিবহনের নোয়াখালী অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে তা দেওয় হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ লক্ষীপুর নতুন বাস টার্মিনাল কাউন্টার, লক্ষীপুর নোয়াখালী মোবাইল: 01744137118
০২ মান্দারী কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01729044993
০৩ চৌমুহনী কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01836858599
০৪ সোনাইমুড়ী কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01811566011
০৫ চন্দ্রগঞ্জ কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01718635645

শৌখিন পরিবহনের খুলনা অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে তা দেওয় হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ সোনাডাঙ্গা কাউন্টার, খুলনা মোবাইল: 01711113928
০২ পাকিগাছ কাউন্টার, খুলনা মোবাইল: 01759201803
০৩ রয়েল কাউন্টার, খুলনা মোবাইল: 01724514132

শৌখিন পরিবহনের যশোর অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে তা দেওয় হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ নিউ মার্কেট কাউন্টার, যশোর মোবাইল: 01710701130
০২ মনিহার কাউন্টার, যশোর মোবাইল: 01796234544
০৩ গারি খানা কাউন্টার মোবাইল: 01791971491

শৌখিন পরিবহনের রুট সমূহ:

আপনারা অনেকেই শৌখিন পরিবহনের রুট সর্ম্পকে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন, তাই আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে তুরে ধরেছি। দোলা পরিবহনের রুট সমূহন —

  • ঢাকা থেকে যশোর
  • ঢাকা থেকে খুলনা
  • ঢাকা থেকে রংপুর
  • ঢাকা থেকে নোয়াখালী
  • গোপালগঞ্জ থেকে ঢাকা ইত্যদি রুটে নিয়মিত চলাচল করে শৌখিন পরিবহন ।

শৌখিন পরিবহনের গুনগতমান :

শৌখিন পরিবহন অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

শৌখিন পরিবহন এর বৈশিষ্ট্য:

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button