হ্যালো বন্ধুরা ট্রেনে ভ্রমণ করতে কার না ভাল লাগে আমরা বেশির মানুষেই ট্রেনে ভ্রমন করতে বেশি ভালোবাসে, ট্রেনে ভ্রমন করার মজাটাই আলাদা তাইতো বন্ধুরা আমরা আজকে আবার হাজির হয়েছি ট্রেনের আর্টিকেল নিয়ে আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা। আর তাই আপনারা যারা ঢাকা টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা ও সময়সূচি জানতে চেয়ে অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আর এই গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার জন্য অধিকাংশ যাত্রীই ভ্রমন করার ট্রেনকে বেচে নেয়, ট্রেনকে বেঁচে নেওয়ার কারন হচ্ছে ট্রেন দ্রুত সময়ে গন্তব্য স্থানে পৌছিয়ে দেয়, ট্রেনে কোন যানযট নেই। তবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে —
ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সুচি:
বাংলাদেশের রাজধানি অথাৎ স্বপ্নের শহর ঢাকা শহর কমলাপুর রেল ষ্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়াগায় রেল লাইনের সংযোগ রয়েছে। আর এই কমলাপুর রেল ষ্টেশন থেকে গাইবান্ধা রুটে দুটি ট্রেন চলাচল করে, আর এই ট্রেন দুটি হলো —-
- লালমনিরহাট এক্সপ্রেস (৭৫১)
- রংপুর এক্সপ্রেস (৭৭১)
আপনাকে অবশ্যই এই ট্রেন দুটির সময়সুচি জেনে রাখতে হবে আগে থেকে জেনে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। তাই আপনাদের সুবির্ধাতে আমরা ট্রেনের সময়সুচি ও বন্ধের দিন নিচে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে আসবে। নিম্নে দেওয়া হলো —
ট্রেনের নাম | (উৎস) ছাড়ার সময় | (গন্তব্য) পৌছানোর সময় | বন্ধের দিন |
রংপুর এক্সপ্রেস (৭৭১) | ০৯. ১০ | ১৭. ১৪ | সোমবার |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | ২১. ৪৫ | ০৫. ৩৭ | শুক্রবার |
ঢাকা টু গাইবান্ধা ট্রেনের টিকিটের মূল্য ও ভাড়ার তালিকা :
ঢাকা টু গাইবান্ধা ট্রেনের টিকিটের মূল্য বিভিন্ন ধরনের অথাৎ ট্রেনে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা বা সিট রয়েছে।একেকটি আসনের একেক রকম ভাড়া শোভন চেয়ার এর দাম এক রকম প্রথম বার্থ আসনের আরেক রকম দাম। আর তাই আপনারা যারা ঢাকা টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা জানেন না তারা এখান থেকে জেনে নিতে পারেন, আসন অনুযায়ী আপনাদের সূবির্ধাতে নিচে টেবিল আকারে ভাড়ার তালিকা দেওয়া হলো —
সিরিয়াল নং | আসন বিভাগ | (১৫%ভ্যাট) টিকিটের মূল্য |
০১ | শোভন | ৩৭০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৪৪৫ টাকা |
০৩ | প্রথম সিট | ৫৯৫ টাকা |
০৪ | প্রথম বার্থ | ৮৯০ টাকা |
০৫ | স্নিগ্ধা | ৭৪০ টাকা |
০৬ | এসি সিট | ৮৯০ টাকা |
০৭ | এসি বার্থ | ১৩৩৫ টাকা |
শেষ কথা: পরিশেষে একটি কথা যে, ট্রেনে ভ্রমন করতে সকলেরেই আরামদায়ক লাগে, তবে একটি কথা যে, ট্রেন ভালেবাবে থামবে তারপর ট্রেনে ধীরস্থির ভাবে উঠবেন। |