ভ্রমন

সুপার সনি পরিবহনের কাউন্টার সমূহ ও নিয়মাবলী 2024

হ্যালো বন্ধুরা সুপার সনি পরিবহন একটি জনপ্রিয় পরিবহন যেটি প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ও ঢাকা থেকে বিভিন্ন জেলায চলাচল করে। সুপার সনি পরিবহন টি মানসম্মত সেবা প্রদান করার জন্য সুপার সনি পরিবহনের কর্তৃপক্ষরা সুদক্ষ কর্মচারী ও ড্রাইভার নিয়োগ করেছেন। যাতে করে মানুষ সঠিক সময়েই গন্তব্য স্থানে পৌঁছতে পারে আর এই সুপার সনি পরিবহনের কাউন্টার ও কন্টাক্ট নাম্বার দেখি অনলাইনে অনেকজনই সার্চ করে থাকে আর তাই আজকে আমরা এই আর্টিকেলে চেষ্টা করেছি সুপার সনি পরিবহনের সমস্ত আপডেট তথ্য তুলে ধরতে ।

তাই আপনি যদি সুপার সনি পরিবহন ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার জানতে হবে। তাহলে আপনি অতি সহজেই সুপার সনি পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে ভ্রমণ করে গন্তব্য স্থানে পৌছতে পারবেন।

Table of Contents:

সুপার সনি পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি সুপার সনি পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সুপার সনি পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা সুপার সনি পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে সুপার সনি পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

সুপার সনি পরিবহনের ঢাকা অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

স্বপ্নের শহর ঢাকা শহরে অনেকেই সুপার সনি পরিবহনের টিকিট কাউন্টার খুজে পায়না অনেক সময় তাই আজকে আমরা চেষ্টা করেছি সুপার সনি পরিবহনের সকল টিকিট কাউন্টার তুলে ধরেছি আপনাদের সকলের সূবির্ধাতে।

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ মোহনা পেট্রোল পাম্প কাউন্টার, টেকনিক্যাল, ঢাকা মোবাইল: 01701-082303
০২ সাভার কাউন্টার, ঢাকা মোবাইল: 01701-082306
০৩ গাবতলি কাউন্টার(১) ও (২), ঢাকা মোবাইল: 01701-082304
০৪ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01701-082301
০৫ ফুলবাড়ী কাউন্টার, সভার, ঢাকা মোবাইল: 01701-082305
০৬ চন্দ্রা কাউন্টার, গাজীপুর, ঢাকা মোবাইল: 01701-082308
০৭ হেমায়েতপুর কাউন্টার, সভার, ঢাকা মোবাইল: 01407-021369
০৮ টেকনিক্যাল কাউন্টার, ঢাকা মোবাইল: 01701-082302
০৯ বাইপাইল কাউন্টার, গাজীপুর, ঢাকা মোবাইল: 01701-082307

সুপার সনি পরিবহনের পাবনা ও নাটোর অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ দাশুড়িয়া কাউন্টার, পাবনা মোবাইল: 01701-082843
০২ ঈশ্বরদী কাউন্টার, পাবনা মোবাইল: 01701-082840
০৩ রূপপুর কাউন্টার, ঈশ্বরদী, পাবনা মোবাইল: 01701-082846
০৪ আওতাপাড়া কাউন্টার, ঈশ্বরদী, পাবনা মোবাইল: 01701-082848
০৫ বনপাড়া কাউন্টার, নাটোর মোবাইল: 01701-082845
০৬ লালপুর কাউন্টার, নাটোর মোবাইল: 01701-082842

সুপার সনি পরিবহনের চট্রগ্রাম ও কুমিল্লা অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টার, কুমিল্লা মোবাইল: 01407-021374
০২ গরিবউল্লা শাহ মাজার কাউন্টার, দামপাড়া, চট্টগ্রাম মোবাইল: 01407-021372
০৩ কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টার, কুমিল্লা মোবাইল: 01407-021374
০৪ এ কে খান মোড় কাউন্টার, চট্টগ্রাম মোবাইল: 01407-021370

সুপার সনি পরিবহনের কুষ্টিয়া অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ আমলা কাউন্টার, মিরপুর, কুষ্টিয়া মোবাইল: 01407-021376
০২ নিমতলা কাউন্টার, মিরপুর, কুষ্টিয়া মোবাইল: 01407-021378
০৩ ডাংমরকা কাউন্টার, ভেড়ামারা, কুষ্টিয়া মোবাইল: 01958-424625
০৪ কুষ্টিয়া কাউন্টার, সদর কুষ্টিয়া মোবাইল: 01407-021380
০৫ নিমতলা কাউন্টার, মিরপুর, কুষ্টিয়া মোবাইল: 01407-021378
০৬ প্রাগপুর কাউন্টার, কুষ্টিয়া মোবাইল: 01958-424624
০৭ ভেড়ামারা কাউন্টার, কুষ্টিয়া মোবাইল: 01958-424630
০৮ গরুড়া কাউন্টার, কুষ্টিয়া মোবাইল: 01958-424623
০৯ ভেড়ামারা কাউন্টার, কুষ্টিয়া মোবাইল: 01958-424630

সুপার সনি পরিবহনের রাজশাহী ও টাঙ্গাইল অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ বাঘা উপজেলা কাউন্টার, রাজশাহী মোবাইল: 01701-082841
০২ রাজাপুর কাউন্টার, বাঘা উপজেলা, রাজশাহী মোবাইল: 01701-082844
০৩ কাচিকাটা কাউন্টার, টাঙ্গাইল মোবাইল: 01701-082847
০৪ সিলিমপুর কাউন্টার, টাঙ্গাইল মোবাইল: 01723-627988

সুপার সনি পরিবহনের কক্সবাজার অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ পুরাতন বাস ষ্টেশন কাউন্টার, চকরিয়া, কক্সবাজার মোবাইল: 01407-021367
০২ রামু বাইপাস কাউন্টার, রামু, কক্সবাজার মোবাইল: 01407-021368
০৩ কক্সবাজার কলাতলি রোড কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01407-021366

সুপার সনি পরিবহনের নিয়মাবলী:

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।

সুপার সনি গাড়ির গুনগতমান :

সুপার সনি পরিবহন অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

সুপার সনি পরিবহন এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button