আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুড়ে বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা ও গুরুত্ব রাখা পরিবহন সাকুরা পরিবহন নিয়ে। তাই আপনারা যারা সাকুরা পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে বলবো আপনারা ঠিক জায়গাতে রয়েছেন।আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন। আর সাকুরা পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে সাকুরা পরিবহন। ও যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে পরিবহনের কর্মীরা এজন্যই গাড়ীটিই যাত্রীদের কাছে অধিক প্রিয়।
সতারাং আপনি যদি সাকুরা পরিবহনে ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই সাকুরা পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে আপনার গন্তব্য স্থানে ভ্রমণ করতে পারবেন।
সাকুরা পরিবহনের টিকিট কাউন্টার:
আমরা অনেকেই সাকুরা পরিবহনে ভ্রমণ করতে পছন্দ করি কিন্তু অনেক সময় আমরা সাকুরা পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও টিকিট কাউন্টার খুঁজে পাইনা। তাই আজকে আমরা এই পুরো নিবন্ধটি জুড়ে সাকুরা পরিবহনের সকল জেলার টিকিট কাউন্টার ও মোব্াইল নাম্বার এখানে তুলে ধরা হলো পর্যায়ক্রমে —
সাকুরা পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:
স্বপ্নের শহর ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে নিজ নিজ সবাই সবার কাজে ব্যস্ত, আর এই ব্যস্ত শহরে অনেকেই সাকুরা পরিবহনের টিকিট কাউন্টার সহজে খুজে পায়না মূলত তাদের জন্য আজকের এই পোষ্টটি ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টার নিচে তুলে ধরা হলো —
সিরিয়াল নং | কাউন্টার নাম | মোবাইল/ফোন: |
০১ | সায়দাবাদ কাউন্টার, ঢাকা | মোবাইল: 01714-080221 |
০২ | সাভার কাউন্টার, ঢাকা | মোবাইল: 01711-519191 |
০৩ | গাবতলি কাউন্টার, ঢাকা | মোবাইল: 01712-934430 |
০৪ | টিটি পাড়া কাউন্টার, ঢাকা | মোবাইল: 01718-296689 |
সাকুরা পরিবহনের পটুয়াখালী অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:
সিরিয়াল নং | কাউন্টার নাম | মোবাইল/ফোন: |
০১ | কুয়াকাটা বাস ষ্টেশন কাউন্টার, পটুয়াখালী | মোবাইল: 01716-068992 |
০২ | পটুয়াখালী বাস ষ্টেশন কাউন্টার, পটুয়াখালী | মোবাইল: 01712-099552 |
০৩ | ঝালকাটি বাস ষ্টেশন কাউন্টার, ঝালকাঠি | মোবাইল: 01712-073084 |
সাকুরা পরিবহনের পটুয়াখালী অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:
সিরিয়াল নং | কাউন্টার নাম | মোবাইল/ফোন: |
০১ | বরিশাল বাস ষ্টেশন কাউন্টার, বরিশাল | মোবাইল: 01714-022341 |
০২ | বরগুনা বাস ষ্টেশন কাউন্টার, বরগুনা | মোবাইল: 01712-986024 |
সাকুরা পরিবহনের রুট সমূহ:
সাকুরা পরিবহন একটি জনপ্রিয় পরিবহন আর এই সাকুরা পরিবহনের রুট সম্পর্কে জানতে চাই অনেকেই দেখি অনলাইনে সার্চ করে থাকে তাদেরকে বলব আপনারা ঠিক জায়গায় রয়েছেন আপনারা এখান থেকে সাকুরা পরিবহনের সকল রুট ম্যাপ জেনে নিতে পারবেন চলুন নিজ থেকে জেনে নেয়া যাক —
- ঢাকা টু বরিশাল
- বরিশাল টু ঢাকা
- ঢাকা টু ঝালকাঠি
- ঝালকাঠি টু ঢাকা
- বরগুনা টু ঢাকা
- ঢাকা টু বরগুনা
- ঢাকা টু পটুয়াখালী
- পটুয়াখালী টু ঢাকা ইত্যাদি রুটে নিয়মিত চলাচল করে সাকুরা পরিবহন।
সাকুরা পরিবহনের বাড়তি সুবিধা সমূহ:
সাকুরা পরিবহন রুটে চলার সময় যাত্রীদের সমস্ত প্রয়োজন মেটাতে সচেষ্ট থাকেন পরিবহনের কর্মীরা।
- গাড়িতে মিনারেল ওয়াটার সব সময় রয়েছে।
- গাড়িতে প্রয়োজন বোধে শীতের সময় কম্বল দেওয়া হয়।
- যাত্রীদের বমি বমি লাগলে পলি দেওয়া হয়।
- যাত্রীদের আরামদায়কভাবে ভ্রমণ করার জন্য গাড়িতে এলইডি টিভির ব্যবস্থা রয়েছে।
সাকুরা পরিবহন এর নিয়মাবলী:
সাকুরা পরিবহনের কতগুলো নিয়ম কানুণ রয়েছে সেগুলো সম্পর্কে জেনে রাখা খুব দরকার নিচে তা দেওয়া হল —
- বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
- গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
- অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
- অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
- বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
- যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।