ভ্রমন

মানিক এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার রুটম্যাপ ভাড়ার তালিকা 2023

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা পরিবহন মানিক এক্সপ্রেস পরিবহন এই পরিবহনটি একটি জনপ্রিয় পরিবহন। এই পরিবহনটি বাংলাদেশের বেশ কয়েকটি রুটে চলাচল করে নিয়মিত পরিবহনটি চলাচল করে মানিক এক্সপ্রেস পরিবহন । পরিবহনটির একটি বৈশিষ্ট খুবই ভালো যা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবহনটি গন্তব্য স্থানে পৌছে দিতে চেষ্টা করে। যাত্রীদের সবোর্চ্চ সেবা প্রদার করার লক্ষে পরিবহনের কর্তপক্ষরা সূদক্ষ কিছু কর্মচারী নিয়োগ করেছেন যাতে করে যাত্রীরা কোন অসূবিধা মনে না করে।তবে আপনারা যারা মানিক এক্সপ্রেস পরিবহন এর টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। এখান থেকে প্রয়োজনীয় মানিক এক্সপ্রেস পরিবহনের সব তথ্য পেয়ে যাবেন। নিচে তথ্য গুলো দেওয়া হলো —

মানিক এক্সপ্রেস পরিবহনের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

মানিক এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানিক পরিবহন এর টিকিট কাউন্টার লোকেশন ও মোবাইল নাম্বার জেনে রাখতে হবে। তাতে করে আপনার অনেক সুবিধা হবে আপনি তাড়াতাড়ি অতি সহজেই টিকিট বুক করতে পারবেন কোন ঝামেলা পোহাতে হবে না। তাই আপনারা যারা মানিক এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে খুঁজতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। পর্যায়ক্রমে টিকিট কাউন্টার গুলোর নাম দেওয়া হল —

মানিক এক্সপ্রেস এর ঢাকা জেলার টিকিট কাউন্টার সমূহ:

ঢাকা শহর একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে নিজ নিজ কর্মে নিজ ব্যস্ত, মানুষেরা একে অপরের সাথে কথা বলার কোন সময় নেই। আর এই ব্যস্ত শহরে আপনি যদি রাজধানি এক্সপ্রেস পরিবহন টির কাউন্টার খুঁজে না পান। তাহলে এই পোস্টটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে, নিচে পর্যায়ক্রমে মানিক এক্সপ্রেস পরিবহনের ঢাকা জেলার টিকিট কাউন্টার গুলো তুলে ধরা হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল/ফোন নাম্বার:
০১ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01993339725
০২ গাবতলী কাউন্টার, মিরপুর, ঢাকা মোবাইল: 0 1993339726
০৩ মহাখালী কাউন্টার, ঢাকা মোবাইল:  01957165978
০৪ নন্দেরবাগ কাউন্টার, ঢাকা মোবাইল: 01938245035

মানিক এক্সপ্রেস পরিবহনের বগুড়া জেলার টিকিট কাউন্টার সমূহ:

মানিক এক্সপ্রেস পরিবহন ঢাকা থেকে নিয়মিত বগুড়া আসে অনেকেই কাউন্টারগুলো খুজে পায় না। তাদের জন্য আজকের এই আর্টিকেলটি নিচে পর্যায়ক্রমে টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল/ফোন নাম্বার:
০১ ঠনঠনিয়া বাসস্ট্যান্ড কাউন্টার, বগুড়া মোবাইল: 01978245042
০২ সাতমাথা কাউন্টার, বগুড়া মোবাইল: 01978245040
০৩ শাকপালা মোড় কাউন্টার, বগুড়া মোবাইল: 01712803423

মানিক এক্সপ্রেস পরিবহনের লালমনিরহাট জেলার টিকিট কাউন্টার সমূহ:

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল/ফোন নাম্বার:
০১ বুড়িমাড়ি কাউন্টার, লালমনিরহাট মোবাইল: 01938245029
০২ লালমনিরহাট কাউন্টার, সদর লালমনিরহাট মোবাইল: 01938245034

মানিক এক্সপ্রেস পরিবহনের রুট সমূহ:

নিচে তুলে ধরা হলো —

  • ঢাকা থেকে লালমনিরহাট
  • লালমনিরহাট থেকে ঢাকা
  • বগুড়া থেকে ঢাকা

মানিক এক্সপ্রেস পরিবহনের নিয়মাবলী:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button