ভ্রমন

ব্যর্থ প্রেমের সেরা ফেসবুক স্ট্যাটাস ও উক্তি 2023

হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বর্তমান সময়ে কে না প্রেম করে সবারই একটা করে হলেও গার্লফ্রেন্ড আছে। আর এই গার্লফ্রেন্ডের সাথে যখন ব্রেকআপ হয়ে যায় তখন সে ব্যর্থ প্রেমিকই পরিণত হয়। আর এই ব্যর্থ প্রেমিক হওয়া কতটা কষ্টের সেটা যে প্রেমে ব্যর্থ হয়ে যায় সে বুঝে, আর এই ব্যর্থ প্রেম নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি জায়গায় স্ট্যাটাস দিয়ে থাকে। নিজের কষ্টটাকে হালকা করার জন্য তাই আপনারা যারা ব্যর্থ প্রেমের সেরা কালেকশন সেরা ফেসবুক স্ট্যাটাস ও উক্তি অনলাইন বা google এ অনুসন্ধান করতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম।

ব্যর্থ প্রেম নিয়ে কিছু কথা:

প্রেম হচ্ছে একটা স্বর্গীয়ও বিষয় কিন্তু প্রেম এখন আর আগের মত নেই বর্তমান সময়ে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এর মাঝে একটু কথা কাটাকাটি হলে ব্রেকআপ, তারা আর এ রিলেশন আর রাখতে চায় না। কিন্তু বিষয়টা তারা একটু বোঝার চেষ্টাও করে না ডিরেক্ট ব্রেকআপ। কারণ বর্তমান সময়ে আজকে প্রেম চলে গেল দুই চার দিন একটু খারাপ লাগলো কিন্তু দু চার দিন পর ঠিকই তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড জুগিয়ে ফেলে। তাই বর্তমান সময়ে প্রেমের মূল্য সবাই দিতে পারেনা। যাইহোক একটি প্রেমিক যখন তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড ভুল বুঝে দূরে চলে যায়, তখন তার ব্যথা সে বুঝে যে কতটা কষ্টের।

ভুল কারোর সাথে থাকার চেয়ে একাই থাকাই শ্রেয়।

— চার্লি চ্যাপলিন

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

 — কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা।

 — নেপোলিয়ান।

যে ভালবাসা যত গোপন,সেই ভালবাসা তত গভীর।

 — হুমায়ুন আহমেদ

মন ভাঙ্গা খুবই সোজা কিন্তু মন গড়া খুবই কঠিন ।

— সংগৃহীত

কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নিবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দিবে এ ভালবাসা তোমার জন্য দুঃখের না সুখের।

 — মাসুদ

প্রেম ধোকা দেওয়ার বিষয় নয় প্রেম হচ্ছে একটি স্বর্গীয় বিষয়

 — সংগৃহীত

ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা, মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।

 — অ্যালবার্ট আইনস্টাইন

প্রেম করতে চাও করো তাতে কোন বাধা নেই তবে প্রেম করার আগে নিজেকে গড়ে তোলো দেখবে ভালোবাসার মানুষের অভাব থাকবে না।

 — বিল গেটস

ব্যর্থ প্রেম নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস:

আপনারা অনেকেই ব্যর্থ প্রেমের ফেসবুক স্ট্যাটাস অনলাইনে খুজে থাকেন, ব্যর্থ প্রেমের সেরা স্ট্যাটাস নিজ ফেসবুকে দেওয়ার জন্য গুগলে সার্চ করে থাকেন। তবে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চেষ্টা করেছি ব্যর্থ প্রেম নিয়ে কিছু সেরা স্ট্যাটাস দেওয়ার নিচে স্ট্যাটাসগুলো দেওয়া হলো —

দুটি মন একটি আশা

এরই নাম ভালবাসা আর

এই ভালোবাসা নিয়ে

করো না ছলনা

ভালোবেসেছি তোমায়

অন্ধের মত সেই ভালোবাসায়

তুমি করলে ছলনা

ভালো লাগেনা তোমায় ছাড়া

 মন যে বুঝতে চাইছে না

তোমায় শুধু কাছে পেতে চায়

যদি শাস্তি দুজনের সমান না

হয় এই মর্মে,

তবে যেন প্রেম হয়

 চুক্তিবদ্ধ কাগজ – কলমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button