উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস

বাস্তবতা নিয়ে কিছু উক্তি,২০২৩

বাস্তবতা আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো তা হচ্ছে বাস্তবতা উক্তি আমাদের জীবনের চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই জীবন সংগ্রামে আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয় আমাদের জীবনে একেকটা দিন একেক রকম করে কেটে যায় হাসি দুঃখ কান্না কষ্ট ইত্যাদি নিয়ে আমাদের জীবন গড়তে হয়।

সুতরাং আমাদের চলার পথে বাস্তবতা অনেক কঠিন আমাদের জীবন একেক দিন একেক রকম করে চলে যায়। বাস্তবতা হচ্ছে খুবই কঠিন কেউ তোমাকে তোমার কাজ করে দিবে না তোমার নিজের কাজ তোমাকে নিজেকেই করতে হবে। তাই আমি বলবো সময় থাকতে নিজের জীবনকে নিজেই সুন্দরভাবে গড়ে তুলুন জীবনে কারো উপর নির্ভর না করে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে সন্ধানের চেষ্টা করুন। কারণ আপনার এখন অনেক টাকা পয়সা আছে আপনার এখন ভালোবাসার মানুষের অভাব নাই, যেদিন দেখবেন যে আপনার টাকা পয়সা নাই সে দিন দেখবেন আপনার ভালোবাসার মানুষ নাই বাস্তবতা হচ্ছে এইরকমই। তাই বন্ধুরা আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলি। আর এই বাস্তবতা নিয়ে বিভিন্ন সময়ে বিখ্যাত মনীষীরা বিভিন্ন সময়ের ভিত্তিতে বিভিন্ন উক্তি বা বাণী দিয়েছেন নিশি বিখ্যাত মনীষীদের উক্তি আলোচনা করা হলো —

বাস্তবতা নিয়ে মনীষীদের উক্তি

  • জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই

   – ইমারসন

  • জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি

– ক্রিস্টিনা রসের্ট

  • জীবনে চলার পথে বাধাঁ আসবে তাই বলে থেমে যেওনা

-সংগৃহীত

  • ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোন লাভ নেই, আবার অনেকে আছেন যারা যেটা কোনদিন কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন।

-রেদোয়ান মাসুদ

  • নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

– রেদোয়ান মাসুদ

  • যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই।

-রেদোয়ান মাসুদ

  • এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায়।

-রেদোয়ান মাসুদ

  • কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।

-রেদোয়ান মাসুদ

  • নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

– রেদোয়ান মাসুদ

  • তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই

কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।

তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই

কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়।

– রেদোয়ান মাসুদ

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।

–শেক্সপিয়র

  • টাকা নাই সম্মানও নাই।

–সংগৃহীত

  • অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না

–আবুল ফজল

  • জীবন একটি সাইকেল চালানোর মত। পরে যেতে না চাইলে অবশ্যই আপনাকে চলতে থাকতে হবে।

—আইনস্টাইন

  • জীবনের প্রতিটি দিন আমাদের এমনভাবে কাটানো উচিত, যেন আজ আমার জীবনের শেষ দিন|

—-সেনেকা

  • মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে,৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং ৪০ বছর বয়সে চলে বিচার-বিবেচনার রাজত্ব।

–ফ্রাংকলিন

  • আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর চলমান নয়, বরং আমাদের কর্মের উপর চলমান।

–লিথা গোরাম

  • যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে,আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালো ভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।

-ফ্রান্সিস বেকন।

  •  তুমি যদি গরীব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরীব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ।

–বিল গেটস।

  •   জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা।

–টমাস আলভা এডিন

  • বাস্তবতা অনেক কল্পনা ছুঁড়ে দেয়।

–জন লেনন

  • আপনি বিশ্বের সর্বাধিক সুন্দর জায়গা ডিজাইন করতে, তৈরি করতে এবং সজ্জিত করতে পারেন। তবে মানুষ স্বপ্নকে বাস্তব হতে লাগে।

– ওয়াল্টডিজনি

  • আপনি একা যে স্বপ্ন দেখেন তা কেবল একটি স্বপ্ন। এবং আপনার সকলের স্বপ্ন একটি বাস্তবতা।

— জন লেনন

  • বাস্তবতায় মানুষকে অনেক কিছু শেখায়।

–সংগৃহীত

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button