কষ্ট নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস, ও বাণী (Kosto Niye Islamic Ukti, Status, Bani 2025) | কুরআন হাদিসের আলোকে
কষ্ট নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস, ও বাণী (Kosto Niye Islamic Ukti, Status, Bani 2025) | কুরআন হাদিসের আলোকে! জীবনে কষ্ট এমন একটি অবিচ্ছেদ্য অংশ যা মানুষকে পরীক্ষা এবং উন্নত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসে। ইসলাম আমাদের শেখায় যে কষ্ট শুধু দুঃখ নয়; এটি ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর আস্থা রাখার একটি সুযোগ। এই ব্লগে কুরআন, হাদিস এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কষ্ট নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস এবং বাণী তুলে ধরা হয়েছে, যা আপনাকে এবং আপনার প্রিয়জনকে সান্ত্বনা দিতে পারে।
কষ্ট নিয়ে কুরআনের উক্তি (Quranic Quotes on Pain and Suffering)
১. কষ্টের পরে স্বস্তি:
“অবশ্যই প্রতিটি কষ্টের পরে স্বস্তি রয়েছে।”
– (সূরা ইনশিরাহ, আয়াত ৫-৬)
২. আল্লাহর পরীক্ষা:
“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফল-ফলাদির ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।”
– (সূরা আল-বাকারা, আয়াত ১৫৫)
৩. আল্লাহর উপর নির্ভরশীলতা:
“যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।”
– (সূরা আত-তালাক, আয়াত ৩)
৪. ধৈর্যের মর্যাদা:
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”
– (সূরা আল-বাকারা, আয়াত ১৫৩)
কষ্ট নিয়ে হাদিসের আলো (Hadith Quotes on Pain and Suffering)
১. কষ্টের মাধ্যমে পাপমোচন:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“যে কোনো কষ্ট, দুঃখ বা ব্যথা একজন মুসলিমের ওপর আসে, তা তার পাপকে মুছে দেয়, এমনকি যদি তা একটি কাঁটার ক্ষত হয়।”
– (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪১)
২. বিপদে ধৈর্য ধারণ:
“মুমিনের অবস্থার কতই না চমৎকার! তার জন্য প্রতিটি বিষয় কল্যাণকর। সুখ এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণ। কষ্ট এলে সে ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণ।”
– (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)
৩. বিপদে ঈমানের পরীক্ষা:
“যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন।”
– (তিরমিজি, হাদিস: ২৩৯৬)
কষ্ট নিয়ে ইসলামিক স্ট্যাটাস (Islamic Status on Suffering)
১. “জীবনে যে কষ্ট আসে, তা আল্লাহর রহমতের অংশ। তিনি আমাদের পরীক্ষা করছেন যেন আমরা আরও শক্তিশালী এবং ধৈর্যশীল হতে পারি।”
২. “তোমার দুঃখগুলো আল্লাহকে জানাও। তিনিই একমাত্র জানেন কীভাবে তা মুছে দিতে হয়।”
৩. “কষ্ট শুধু দুঃখ নয়; এটি একটি শিক্ষার অংশ। আল্লাহর উপর আস্থা রাখুন, তিনি সব দেখেন।”
৪. “যখন মনে হবে সবকিছু শেষ, তখনই আল্লাহর রহমত শুরু হয়।”
৫. “যে আল্লাহকে বিশ্বাস করে, তার জীবন কখনো হতাশায় নিমজ্জিত হতে পারে না।”
কষ্ট নিয়ে ইসলামিক বাণী (Islamic Sayings on Pain and Suffering)
১. “তুমি যদি ধৈর্য ধারণ কর, আল্লাহ তোমার পুরস্কার দ্বিগুণ করবেন।”
২. “কষ্ট তোমাকে ভেঙে ফেলার জন্য নয়; বরং তোমার ঈমানকে শক্তিশালী করার জন্য।”
৩. “প্রত্যেক কষ্টেই একটি লুকানো রহমত থাকে।”
৪. “দুঃখের সময়ে যারা আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্যই প্রকৃত শান্তি।”
৫. “তোমার চোখের জল আল্লাহ দেখেন, তোমার দুঃখের জন্য তিনি সর্বদা তোমার পাশে আছেন।”
কষ্ট নিয়ে অনুপ্রেরণামূলক ইসলামিক কবিতা (Inspirational Islamic Poems on Pain)
কবিতা ১:
কষ্ট এলো জীবনে, আল্লাহর পরীক্ষা,
ধৈর্য ধরে রাখো মন, দেখবে আলোর রেখা।
সুখের পেছনে দুঃখ আসে, এটাই জীবন,
তুমি শুধু বলো, “আলহামদুলিল্লাহ,”
যে আছে সবার সৃষ্টিকর্তা।
কবিতা ২:
দুঃখ তুমি আমার সাথী,
তবু জানি আমি একা নই।
আল্লাহ আমার মনের সব কথা জানেন,
তাঁর দয়ায় সব কষ্ট শেষ হয়ে যায়।
কবিতা ৩:
চোখের জলে যদি মুছে যায় ব্যথা,
তবে কেন মনে রাখি দুঃখের কথা?
আল্লাহর কাছে জানাই প্রার্থনা,
তিনি দুঃখকে সুখে রূপান্তরিত করেন।
ইসলামিক কষ্টের স্ট্যাটাস 2025
১। পৃথিবীর মানুষকে যদি আল্লাহর জন্য খুশি করেন, তাহলে আল্লাহ ও খুশি মানুষ ও খুশি, আর যদি শুধু দুনিয়ার জন্য খুশি করেন আখেরাতের জন্য নয়। তাহলে কখনোই আল্লাহ তায়ালাকে খুশি করতে পারবেন না।
২। আগে যদি জানতাম আমি জীবনের সব চাওয়া পূরণ হবে না , তাহলে কোনদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না ।
৩। রিলেশন করলে নামাযের সাথে করুন -ইনশাআল্লাহ কোনদিন ও ঠকবেন না ।
৪। মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম
৫। ভালবাসি ভালবাসি ভালবাসি তাই আমি কাদতেও জানি
৬। সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
৮। পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান।
৯। তোমার চোখে যতই অশ্রু আসুক তবুও তুমি মানুষকে হিংসা করবে না।
১০। আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন
১১। প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন- কে আমাকে ডাকে! আমি সাড়া দিব যা চাইবে তাই দিব। – বুখারি-১১৪৫
১২। আমি যদি কখনো জানতে পারতাম জীবনের সব আশা আকাঙ্খা কখনো পূরণ হয় না তাহলে তোমাকে কখনো আমার জীবনে চাইতাম না।
১৩। মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে কেউ ওজু করেনা আর কেউ কেউ ওজু করতে হবে দেখে মেকআপ করেনা।
১৪। পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ তায়ালা যিনি পরম দয়ালু, যিনি আমাদের সৃষ্টি কর্তার, পৃথিবীর সমস্ত কিছুই পেলেও কোন লাভ নেই, কারণ এসব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে পেলে, আল্লাহ পাক যেই জান্নাত দান করবেন তা কখনোই শেষ হবে না।
১৫। দুনিয়াতে ফেমাস হয়ে লাভ কি?? হাশরের ময়দানে তো কেউ কাউকে চিনবে না ।
১৬। আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যিই ভাগ্যবান -আলহামদুলিল্লাহ
১৭। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যাক্তিটি কে? ◑যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত!
১৮। ত্বকের অনেক রং । এক উম্মত। ইসলামে কোন বর্ণবাদ নেই। – ইসলামিক স্ট্যাটাস
১৯। কোন কিছু পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা সারাটি জীবন থাকে ।
২০। ধৈর্য এমন একটি কাজ যার সারা গায়ে কাটা থাকে, কিন্তু ফল হয় অত্যন্ত মজাদার।
কষ্ট নিয়ে ইসলামিক উক্তি 2025
২১। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ । — হযরত আলী (রাঃ)
২২। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিলিপ্স]
২৩। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
২৪। মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত।- হযরত মুহাম্মদ (সাঃ)
২৫। তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। [হযরত আলী (রহঃ)]
২৬। নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। -[ড. বিলাল ফিলিপ্স]
২৭। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র । — আল হাদিস
২৮। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও । — হযরত সুলাইমান (আ:)
২৯। শুনেছি প্রশ্ন ফাঁস হলে নাকি সবাই পাস করে। কবরের প্রশ্ন তো মহান আল্লাহ তা’আলা কবেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু তবুও যদি পাস করতে না পারি তাহলে আর দায়ভার কার?
৩০। মক্কার বাগানে ফোটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল।সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে,আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে
৩১। সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় । — হযরত সুলাইমান (আঃ)
৩২। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। – [ড. বিলাল ফিলিপ্স]
৩৪। সৃষ্টিকর্তার উপর ভরসা থাকলে অসম্ভব ও সম্ভব হয়ে যায়
৩৫। যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।
৩৬। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে!
৩৭। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। — হযরত আলী (রাঃ)
৩৮। পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা। – (হযরত আলী রাঃ)
৩৯। যখনই আসবে রোজা হালকা করবে গুনাহের বোঝা যদি থাকে কোন পাপ চেয়েও নাও মাফ এসো নিয়ত করি আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
৪০। একাকি হয়ে যাওয়া মানে তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছ। __হযরত উমার (রা)
ইসলামিক কষ্টের বাণী ও ক্যাপশন 2025
৪১। মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই , যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর , আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর ।
৪২। একদিন সাদা কাপড় পড়ে, যেতে হবে অন্ধকার কবরে । তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে, একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে ? তাই আল্লাহকে ভয় করো ।
৪৩। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে। [আল-হাদিস]
৪৪। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। – হযরত মুহাম্মাদ সাঃ
৪৫। কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। – [লুকমান (আ:)]
৪৬। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
৪৭। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় । — ইবনে সিনা
৪৮। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে । — হযরত আলী (রাঃ)
৪৯। যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে। – জেরেমিয়াহ
৫০। শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। – ইবনে মাজাহ (৪২১৬)
৫১। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা!
৫২। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি?
গরিবের হক মারে যে!
৫৩। নয়ন জল কেন আসে জানো ভালবাসা আছে বলে। ভালবাসা না থাকলে নয়ন জলও থাকতো না।
৫৪। তোমার জন্য অপেক্ষা করে দাড়িয়ে থাকতে আমার ভালই লাগে। এজন্য আমার কোন কষ্ট অনুভূত হয় না।
৫৫। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
৫৬। শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। – ইবনে মাজাহ (৪২১৬)
৫৭। যে আপনার সফলতা কে সহ্য করতে পারে না সে আপনার আপনজন নয়, সে আপনার ঘুর দুশমন
৫৮। তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় ৷ -মজলুমের দোয়া -মুসাফিরের দোয়া -সন্তানের জন্যে মা বাবার দোয়া ৷ [ইবেনমাজাহ-৩৮৬২]
৫৯। হে মানুষ তোমরা মহান আল্লাহর নিকট তওবা করো কেননা নিশ্চয়ই আমি দিনে আল্লাহর নিকট একশতবার করে তওবা করি। (মুসলিম ২৭০২)
৬০। কোন ব্যক্তি যদি মহান আল্লাহ এবং পরকাল দিবসের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তবা চুপ থাকে। (বুখারী শরীফ ৬১৩৮)
উপসংহার
কষ্ট জীবনের একটি বাস্তবতা, কিন্তু ইসলাম আমাদের শেখায় কষ্টের সময় ধৈর্যশীল থাকা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা। এই উক্তি, স্ট্যাটাস এবং বাণী কষ্টের সময় আপনাকে সান্ত্বনা দেবে এবং মনে সাহস জোগাবে।
আপনার প্রিয় উক্তি কোনটি? কমেন্টে জানিয়ে আমাদের অনুপ্রাণিত করুন।
জীবনকে সহজ করতে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।