হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব এই আর্টিকেলে বর্ষা নিয়ে, বর্ষা কাল কার না ভালো লাগে বর্ষাকাল সবারই ভালো লাগে। আর ভালো লাগা নিয়ে আমরা অনেকেই যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার স্ট্যাটাস ও উক্তি দিয়ে থাকি। আর এই উক্তি দেওয়ার জন্য অনেকেই সেরা মনীষীদের উক্তি অনলাইনে অনুসন্ধান করে থাকে। তাদেরকে বলবো আপনারা বর্তমান ঠিক জায়গায় অবস্থান করতেছেন বর্ষা নিয়ে আপনার পছন্দের সেরা উক্তিটি এখান থেকে পেয়ে যাবেন নিচে দেওয়া হল —
বর্ষাকাল নিয়ে উক্তি:
বর্ষাকাল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মনিষীরা বিভিন্ন উক্তি বা বাণী দিয়েছেন পর্যায়ক্রমে সেরা কিছু মনীষীর বর্ষাকাল নিয়ে উক্তি দেওয়া হলো —
কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা
লিখে রেখেছে আকাশে,
সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি,
এই ভরা বর্ষা ।
— মহাদেব সাহা
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না
বাঁশি নদীর তীরে।
— জাতীয় কবি কাজি নজরুল ইসলাম
মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে-শব্দ।
আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়
সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠে,
আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি,
জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে,
একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি।
— হুমাযূন আহমেদ
বর্ষাকাল নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে
আসলে বর্ষাকাল হচ্ছে প্রকৃতির ডাক,
যা মানুষের অনেক উপকারে আসে।
— সংগৃহীত
কেয়া পাতার তরী ভাসায় কমল –ঝিলে
তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে
ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল
কাজলা দীঘির জলে ঢেউ তোলে
— জাতীয় কবি কাজি নজরুল ইসলাম
হ্যালো বন্ধুগণ বর্ষাকাল নিয়ে যে বাণী গুলো দেওয়া হলো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আজকে আমরা বেশি উক্তি বা বাণী দিতে পারলাম না। তবে হ্যাঁ পরবর্তী সংস্কারে আমরা আবারো হাজির হব বর্ষাকাল নিয়ে আরো কিছু ভালো উক্তি বা বাণী দেওয়ার চেষ্টা করব, ততদিন আপনারা সবাই ভাল থাকবেন।