আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুড়ে বাংলাদেশের পরিবহন খাতে সর্ব্বোচ্চ ভূমিকা রাখা প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন নিয়ে। নামটি যেমন প্রেসিডেন্ট পরিবহন কামটিও তার প্রেসিডেন্ট এরমত গাড়িটি যথা সমায়ে গন্তব্য স্থানে পৌছে দিতে চেষ্টা করে যাত্রীদের। তাই আপনারা যারা প্রেসিডেন্ট পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন, তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম ।আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন প্রেসিডেন্ট পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়মিত চলাচল করতেছে প্রেসিডেন্ট পরিবহনটি। যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য কতগুলো প্রশিক্ষিত সুদক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে পরিবহনের কর্মীরা।
সুতরাং আপনি যদি প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনে ভ্রমণ করতে চান, আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না থাকলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই প্রেসিডেন্ট পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে গন্তব্য স্থানে ভ্র্রমন করতে পারবেন।
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:
আপনি যদি প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ:
স্বপ্নের শহর ঢাকা শহরে অনেকেই প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টার খুঁজে পায় না তখন আমরা অনলাইনে সার্চ করে থাকি। মূলত তাদেরেই জন্য আ্মাদের আজকের এই পোষ্টটি আপনারা এখান থেকে অতি সহজেই প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার পেয়ে যাবেন। নিম্নে ঢাকা অঞ্চলের প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের সকল টিকিট কাউন্টার দেওয়া হলো—
সিরিয়াল নং | কাউন্টার (Name) | মোবাইল/ফোন (Number) |
01 | সায়দাবাদ কাউন্টার, ঢাকা | মোবাইল: 01640-414521 |
02 | কল্যাণপুর কাউন্টার, ঢাকা | মোবাইল: 01640-414513 |
03 | ফকিরাপুল কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414511 |
04 | গাজীপুর বাইপাস কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414515 |
05 | আরামবাগ বাস কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414510 |
06 | চিটাগাংরোড কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414522 |
07 | যমুনা ফিউচার পার্ক কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414519 |
08 | পান্থপথ কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414512 |
09 | উত্তরা কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414518 |
10 | নর্দা কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414520 |
11 | আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414517 |
12 | মালাকা বাড়ি কাউন্টার, ঢাকা | মেবাইল: 01640-414514 |
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের কক্সবাজার অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ:
সিরিয়াল নং | কাউন্টার (Name) | মোবাইল/ফোন (Number) |
01 | কলাতলী কাউন্টার, কক্সবাজার | মোবাইল: 01640-414531 |
02 | জেটিঘাট কাউন্টার টেকনাফ কক্সবাজার | মোবাইল: 01640-414533 |
03 | ঝালতলা কাউন্টার, কক্সবাজার | মেবাইল: 01640-414528 |
04 | টেকনাফ কাউন্টার, কক্সবাজার | মেবাইল: 01640-414532 |
05 | ডলফিন মোড় কাউন্টার, কক্সবাজার | মেবাইল: 01640-414529 |
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের চট্রগ্রাম অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ:
সিরিয়াল নং | কাউন্টার (Name) | মোবাইল/ফোন (Number) |
01 | একে খান মোড় কাউন্টার, চট্টগ্রাম | মোবাইল: 01640-414526 |
02 | দামপাড়া গরীবুল্লাহ শাহ মাজার কাউন্টার চট্টগ্রাম | মোবাইল: 01640-414526 |
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের রুট সমূহ:
আমরা অনেকেই প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন রুট সম্পর্কে জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকে তাই আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন রুট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা ঠিক জায়গায় রয়েছেন এখান থেকে জানতে পেরে যাবে প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন রুট সম্পর্কে নিচে তা দেওয়া হল —
- ঢাকা থেকে কক্সবাজার
- কক্সবাজার থেকে ঢাকা
- ঢাকা থেকে চট্টগ্রাম
- চট্টগ্রাম থেকে ঢাকা
- ঢাকা থেকে ফেনী
- ফেনী থেকে ঢাকা ইত্যাদি রুটে নিয়মিত চলাচল করে প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনটি
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহনের নিয়মাবলী:
- বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
- গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
- অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
- অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
- বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
- যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।
প্রেসিডেন্ট ট্রাভেলস পরিবহন এর বৈশিষ্ট্য :
গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।