উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, উক্তি ও কিছু কথা 2023

আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিজেকে নিয়ে উক্তি ও ফেসবুক স্ট্যাটাস। আর আমরা অনেকেই নিজেকে নিয়ে উক্তি ও ফেসবুকে স্ট্যাটাস দিতে  অনলাইনে সার্চ করে থাকি, শুধু তাই নয় নিজেকে চেনার জন্য নিজেকে নিয়ে অনেক ধরণের উক্তি ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। তাই বন্ধুরা আজকের এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট হতে চলেছে তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল বিষয়ে —

নিজেকে নিয়ে সেরা উক্তি গুলো:

নিজেকে নিয়ে কেনা ভালো কিছু ফেসবুকে স্ট্যাটাস ও উক্তি দিতে না চায়, আমার নিজেকে সকলের কাছেই পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি দিয়ে থাকি আর এই উক্তি নিজেকে নিয়ে বিভিন্ন সময়ে মনীষীরা বিভিন্ন উক্তি বা বাণী দিয়েছেন নিচে তা দেওয়া হল —

নিজেকে জানা হল জ্ঞান অর্জনের প্রথম ধাপ।

(সক্রেটিস)

নিজেকে জানা একটি ভালো উক্তি, তবে সব পরিস্থিতিতে নয়।অনেকক্ষেত্রে এটা বলাই শ্রেয় যে অন্যকে জান।
(মেনাডর)

শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম। কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ বা ভয় নেই।

(উইলিয়াম পেন)

যে নিজেকে চিনতে পারে সে সহজেই জীবনে সফল হতে পারে।

(সংগৃহীত)

যে আপন কাজ কে মনেপ্রাণে ভালোবাসে সেইতো সত্তিকারের মহাপুরুষ।

(বিল গেটস)

 সব মানুষকেই লক্ষ্য কর, বিশেষ করে নিজেকে সবচেয়ে বেশি।
(বেঞ্জামিন ফ্রাঙ্কলিন)

এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিওনা যদি সে তোমার চেয়ে ভালো কেউ না হয়।
(কনফুসিয়াস)

যখন তুমি নিজেকে জানো তখন তুমি ক্ষমতাপ্রাপ্ত আর যখন নিজেকে গ্রহণ কর তখন তুমি অপরাজেয়।
(সংগৃহীত)

তুমি যদি না জানো যে তুমি কি চাও তবে অন্যরা তোমাকে সেভাবেই চাইবে তারা যা জানে।তাই তোমার অবশ্যই নিজেকে জানা উচিত।
(ইসরায়েলমোর এইভোর)

নিজেকে সফল দেখতে চাও, তাহলে প্রতিষ্ঠিত লোকদের দিকে তাকাতে হয়।

(সংগৃহীত)

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ।

(সাইরাস)

নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলোনা করবেন না, যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন।

(বিল গেটস)

জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন।

(জ্যাক মা)

ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা, মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।

(সমরেশ মজুমদার)

নিজেকে নিজেই  এমনিতেই তৈরি হয়না, নিজেকে বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করে নিতে হয়।

(সংগৃহীত)

নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাও, তাহলে নিজেকে আগে বদলে ফেলো।

(সোলাইমান সুখন)

নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”

(নরম্যান ভিনসেন্ট পীল)

নিজেকে সীমাবদ্ধ করো না। অনেকে সে যেটা করতে পারবে বলে মনে করে, সেখানে নিজেকে সীমাবদ্ধ করে দেয়। তুমি ততদূরই যেতপ পারবে যতদূর তুমি মনে করো নিজেকে নিয়ে যেতে পারবে। আপনি যা বিশ্বাস করেন, মনে রাখবেন, আপনি তাই অর্জন করতে পারেন।

(মেরি কে অ্যাশ)

অন্যকে জানা হল জ্ঞান অর্জন করা আর নিজেকে জানা হল জ্ঞানের প্রদীপকে প্রজ্জ্বলিত করা।

(লাও জু)

সব মানুষকেই লক্ষ্য কর, বিশেষ করে নিজেকে সবচেয়ে বেশি।

(বেঞ্জামিন ফ্রাঙ্কলিন)

 সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।
(উইলিয়াম শেক্সপিয়র)

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস:

আমরা সবাই নিজের সর্ম্পকে ফেসবুক স্ট্যাটাস ও লিখতে চাই আর যারা নিজের সর্ম্পকে লিখতে পারেনা মূলত তাদের জন্য এই পোষ্টটি। এখান থেকে সেরা ফেসবুক স্ট্যাটাসটি পেয়ে যাবেন নিচে ২০২২ এর সেরা নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসগুলো দেওযা হলো —

আমি নিজেকে সীমাবদ্ধ করতে যাচ্ছি না, কারণ লোকেরা এই বিষয়টি গ্রহণ করবে না যে, আমি অন্যরকম কিছু করতে পারি ।
(ডলি পার্টন)

শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম। কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ বা ভয় নেই।
(উইলিয়াম পেন)

 নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কর নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।
গৌতম বুদ্ধ)

 মানুষের সবার শুরুতে যা জানতে হবে তা হল নিজেকে, নিজেকে জানলে সে একজন দর্শকের মত নিজের সবকিছু খেয়াল করতে পারবে।
(এডাম স্মিথ)

একজন সত্যিকারের বিচারক শুধু অন্যকে বিচার করেনা, অন্যের থেকে বেশি সে নিজেকেই বিচার করে।
( আন্দ্রিজা জরিফ)

নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলোনা করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন।

(বিল গেটস)

নিজেকে জানা একটি ভালো উক্তি, তবে সব পরিস্থিতিতে নয়।অনেকক্ষেত্রে এটা বলাই শ্রেয় যে অন্যকে জান।
(মেনাডর)

নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।

(নরম্যান ভিনসেন্ট পীল)

পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য লাভ করা।

( র‌্যাল্ফ ওয়াল্ডো এমারসন)

নিজের সত্ত্বা নিজের মধ্যে খুব ভালভাবেই লুকনো থাকে, সব খনির মধ্যে এটি সবচেয়ে নিচে অবস্থান করে।
( ফেড্রিক নিয়েচি)

অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উচুমানের অনুভূতি।
(রিচেল ই গুডরিচ)

শেষ কথা: পরিশেষে একটি কথা যে, আমাদের এই পোষ্টে সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করেছি। নিজেকে নিয়ে সেরা উক্তি গুলো ও ফেসবুকে স্ট্যাটাস গুলো দেওয়ার আশা করি নিজেকে নিয়ে ফেসবুকে স্টাটাস ও উক্তি গুলো আপনাদের সকলের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button