ভ্রমন

ঢাকা টু ভেরব বাজার ট্রেনের সময়ষূচী ও ভাড়ার তালিকা ও আপডেট সব তথ্য ২০২৩

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ট্রেন বিষয়ক, ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা। ট্রেন হচ্ছে ভ্রমণের দিক থেকে একেবারেই আরামদায়ক ও অনেক কম্পিটেবল মনে হয় ,ট্রেনে কোন যানজট ছাড়াই ভ্রমণ করা যায় আর তাই আপনারা যারা অনলাইনে অর্থাৎ গুগলে সার্চ করতেছেন। ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা জানার জন্য তাদেরকে বলব আপনারা বর্তমান ঠিক জায়গায় অবস্থান করতেছেন। আমরা এই আর্টিকেলে চেষ্টা করেছি ঢাকা টু ভৈরব ট্রেনের সমস্ত আপডেট তথ্য তুলে ধরতে, তাই আপনারা আর্টিকেল টি স্কিপ করে না পরে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন, আশা করি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বিষয়ে —

ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের সময়সূচী:

ঢাকা টু ভৈরব বাজার যাওয়ার জন্য মানুষ বেশিরভাগ সময় ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নেয় আর এই ঢাকা টু ভৈরব বাজার রুটে যেসব ট্রেনগুলো চলাচল করে। আন্ত:নগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে আর এই ট্রেনগুলোর সময়সূচী অনেকেই জানে না। তবে নো টেনশন আজকে আমরা এই আর্টিকেলে তুলে ধরেছি, ঢাকা টু ভৈরব বাজার ট্রেন এর আপডেট সময়সূচী। তবে ঢাকা টু ভৈরব বাজার রুটে যেসব ট্রেনগুলো যাতায়াত করে তা আমাদেরকে আগে তা জানতে হবে নিচে তা দেওয়া হল —

ঢাকা টু ভৈরব বাজার রুটের মেইল এক্সপ্রেস ট্রেনের নাম :

সিরিয়াল নং ট্রেনের নাম উৎস ছাড়ার সময় গন্তব্য পৌছানোর সময় বন্ধের দিন
০১ ঢাকা মেইল (০১) ০৪:২৭ ০৬:৫৫ নাই
০২ কর্ণফুলী এক্সপ্রেস (০৩) ১৬:৩০ ১৯:৪৫ নাই
০৩ সুরমা মেইল (১০) ০৫:০৭ ০৯:১৫ নাই
০৪ ঢাকা এক্সপ্রেস (১০) ০২:১৭ ০৬:৪০ নাই
০৫ তিতাস কমিউটার (৩৩) ০৫:৫৭ ০৮:৩০ নাই
০৬ তিতাস কমিউটার (৩৫) ১২:৫৯ ১৫:১৫ নাই
০৭ ইশা খান এক্সপ্রেস (৪০) ১৭:৫০ ২৩:০০ নাই
০৮ চাটলা এক্সপ্রেস (৬৭) ১৩:৪৮ ১৫:০০ মঙ্গলবার
০৯ কুমিল্লা কমিউটার (৮৯) ০৮:৫৮ ১২:৫০ মঙ্গলবার

ঢাকা টু ভৈরব বাজার রুটের আন্ত:নগর ট্রেনের নাম :

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং ট্রেনের নাম উৎস ছাড়ার সময় গন্তব্য পৌছানোর সময় বন্ধের দিন
০১ মহানগর গোধুলি (৭০৩) ১৯:৪৪ ২১:২৫ নাই
০২ পার্বত এক্সপ্রেস (৭১০) ২০:৫৩ ২২:৪০ মঙ্গলবার
০৩ মহানগর এক্সপ্রেস (৭২১) ১৭:১০ ১৯:১০ রবিবার
০৪ এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) ০৮:১০ ১০:৪০ নাই
০৫ উপবন এক্সপ্রেস (৭৪০) ০৪:৪৭ ০৬:৪৫ নাই
০৬ তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ০৩:২৭ ০৫:১৫ নাই
০৭ এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) ১৪:৪৫ ১৭:০৫ বুধবার
০৮ কালনী এক্সপ্রেস (৭৭৪) ১০:৫৫ ১৩:০০ শুক্রবার
০৯ কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) ১৭:৪৫ ২০:১০ শুক্রবার

ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের ভাড়ার তালিকা :

আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক কিন্তু অনেকেই ট্রেনের টিকিটের মূল্য অর্থাৎ ভাড়া সম্পর্কে অনেকেরেই জানা থাকে না। তবে জানা না থাকলে কাউন্টার থেকেই জেনে নীতি পারেন তবে অনেক সময় কাউন্টারে অনেক ঝামেলা হয়। সেজন্য আগে থেকে যদি টিকিটের মূল্য জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় তাইতো আপনারা যারা ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের ভাড়া তালিকা জানতে আগ্রহী,ও অনলাইনে সার্চ করতেছেন। মূলত তাদেরই জন্য আজকের এই আর্টিকেলটি —

ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের ভাড়ার তালিকা :

সিরিয়াল নং আসন বিন্যাস টিকিটের মূল্য
০১ শোভন ৮৫ টাকা
০২ শোভন চেয়ার ১০৫ টাকা
০৩ প্রথম সিট ১৩৫ টাকা
০৪ স্নিগ্ধা ১৯৭ টাকা
০৫ প্রথম বার্থ ২০৫ টাকা
০৬ এসি সিট ২৩৬ টাকা
০৭ এসি বার্থ ৩৫১ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button