ভ্রমন

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার, রোডম্যাপ, নিয়মাবলী 2024

হ্যালো বন্ধুরা কুয়াকাটা এক্সপ্রেস একটি জনপ্রিয় পরিবহন যেটি প্রতিনিয়ত ঢাকা টু বরিশাল চলাচল রুটে চলাচল করে কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন টি মানসম্মত সেবা প্রদান করার জন্য কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের কর্তৃপক্ষরা সুদক্ষ কর্মচারী ও ড্রাইভার নিয়োগ করেছেন। যাতে করে মানুষ সঠিক সময়েই গন্তব্য স্থানে পৌঁছতে পারে আর এই কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের কাউন্টার ও কন্টাক্ট নাম্বার দেখি অনলাইনে অনেকজনই সার্চ করে থাকে আর তাই আজকে আমরা এই আর্টিকেলে চেষ্টা করেছি কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের সমস্ত আপডেট তথ্য তুলে ধরতে ।

তাই আপনি যদি কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার জানতে হবে। তাহলে আপনি অতি সহজেই কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে ভ্রমণ করে গন্তব্য স্থানে পৌছতে পারবেন।

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের ঢাকা জেলার টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ গাবতলী কাউন্টার, ঢাকা মোবাইল: 01761-784383
০২ সায়েদাবাদ কাউন্টার, ঢাকা মোবাইল: 01761-784382
০৩ সাভার কাউন্টার, ঢাকা মোবাইল: 01761-784384

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের বরিশাল ও খুলনা জেলার টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ মহিপুর কাউন্টার, বরিশাল মোবাইল: 01761784372
০২ কলাপাড়া কুয়াকাটা,  বরিশাল মোবাইল: 01761784373
০৩ কুয়াকাটা কুয়াকাটা, বরিশাল মোবাইল: 01761784371
০৪ খুলনা কাউন্টার, খুলনা মোবাইল: 01708820229

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের রোডসমূহ:

অনেকে অনলাইনে সার্চ করে থাকে কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের রোড সম্পর্কে জানতে চেয়ে তাই আজকে আমরা চেষ্টা করেছি। কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের সমস্ত রোড তুলে ধরার নিচে তা দেওয়া হল —

  • ঢাকা টু বরিশাল
  • বরিশাল টু ঢাকা
  • ঢাকা টু খুলনা
  • খুলনা টু ঢাকা

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের নিয়মাবলী:

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।

কুয়াকাটা এক্সপ্রেস পরিবহন এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

শেষ কথা: পরিশেষে একটি কথা যে, আপনারা বাসে ভ্রমণের সময় অবশ্যই খেয়াল রাখবেন জানালা দিয়ে কখনো মাথা বের করে দিবেন না, বি কেয়ার ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button