বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের আর্টিকেলের মূল ও প্রধান উদ্দেশ্য হলো করতোয়া এক্সপ্রেস ট্রেন নিয়ে। করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের সান্তাহার টু বুড়িমুরী ট্রেনটি নিয়মিত চলাচল করে ট্রেনটি অত্যন্ত খুবই ভালো আর ট্রেনটিতে আধুনিক মানের বিলাসবহুল বসার আসনগুলো অনেক ভালো।যাত্রীদের অনেক সুযোগ সুবিধা সুব্যবস্থা রয়েছে তাই আপনি যদি করতোয়া এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জেনে রাখতে হবে।
ট্রেনে ভ্রমণ করতে কার না ভালো লাগে ট্রেনে সবাই ভ্রমন করতে চায় ট্রেন ভ্রমণ হচ্ছে এমন একটা বিষয় যা যানজট নেই। অনেক আরামদায়ক ভাবে ভ্রমন করা যায় বাংলাদেশের সান্তাহার টু বুড়িমরী তাই এতদূর রাস্তা পাড়ি দেওয়ার জন্য আপনার সফর সঙ্গী হতে পারে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি। আপনি ভাবতেছেন যে কখন ট্রেনের বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এখন মূল বিষয়ে —
করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিয়মাবলী:
করতোয়া এক্সপ্রেস ট্রেনের কিছু নিয়মাবলী আছে যা আমাদের সকলের জানা দরকার নিম্নে আলোচনা করা হলো
- স্টেশনে ট্রেন ভালোভাবে থামবে তারপর ট্রেনে উঠবেন।
- টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠবেন না।
- টিটি টিকেট চেক করার পরেও টিকিটটি সরবরাহে রাখুন যাতে স্টেশন থেকে বের হতে ঝামেলা না হয়।
- নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন।
- বিনা কারণে ট্রেনের স্টপ চেন টানবেন না।
- অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাবেন না ও নিবেন না।
করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:
টেনের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সময়সূচী ট্রেনে ভ্রমণ করতে হলে সময় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সময় মত আপনি যদি স্টেশনে পৌঁছাতে না পারেন তাহলে আপনি ট্রেনটি মিস করতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জেনে রাখতে হবে। তাহলে আপনি সময়মতো স্টেশনে উপস্থিত হয়ে আপনার গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন।
স্টেশন | ছাড়ায় সময় | করতোয়া এক্সপ্রেস ট্রেন | পৌছানোর সময় | করতোয়া কুরিয়ার এক্সপ্রেস ট্রেনের সপ্তাহে ৭দিনেই চলে। |
সান্তাহার টু বুড়িমারী | ০৯.১৫ | ১৫.৩৫ | ||
বুড়িমারী টু সান্তাহার | ১৬.০০ | ২২.২০ |
করতোয়া এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা :
আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক কিন্তু অনেকেই ট্রেনের টিকিটের মূল্য অর্থাৎ ভাড়া সম্পর্কে অনেকেরেই জানা থাকে না। তবে জানা না থাকলে কাউন্টার থেকেই জেনে নীতি পারেন তবে অনেক সময় কাউন্টারে অনেক ঝামেলা হয়। সেজন্য আগে থেকে যদি টিকিটের মূল্য জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় তাই তো আপনারা যারা করতোয়া এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা জানতে আগ্রহী,ও অনলাইনে সার্চ করতেছেন। মূলত তাদেরই জন্য আজকের এই মূল্যবান আর্টিকেলটি —
আসন বিন্যাস | ভাড়া/টিকিটের মূল্য |
শোভন | ১৪৫ টকা |
শোভন চেয়ার | ১৭৫ টাকা |
করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন গুলো:
করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলোর নাম নিচে তুলে ধরেছি আপনাদের সুবিধার্থে
- বগুড়া
- সোনাতলা
- মহিমাগঞ্জ
- বোনারপাড়া
- গাইবান্ধা
- বামন ডাঙ্গা
- পীরগাছা কাউনিয়া
- লালমনিরহাট
- আদিতমারী
- কাকিনা
- তুষভান্ডার
- হাতীবান্ধা
- বার কাঁথা
- পাটগ্রাম এগুলো স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিরতি দিয়ে থাকে।