হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই সম্পূর্ণ নতুন আর্টিকেলে পরিশ্রম নিয়ে উক্তি ও কিছু কথা তাই আপনারা যারা পরিশ্রম নিয়ে উক্তি খুঁজতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আমরা এই আর্টিকেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি জীবনে সফলতা অর্জন করার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়, আর এই কঠোর পরিশ্রম করেছে অনেক মনীষীরা তাই যুগে যুগে কালে কালে পরিশ্রম নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ উক্তি বা বাণী দিয়েছেন।
সুতরাং এ কথা বলতে গেলে জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই, আমরা এখনো একটা ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি যে আমার ভাগ্যে যদি থাকে তাহলে এমনিতে হয়ে যাবে, না এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ভাগ্য নিজেকে তৈরি করে নিতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তবে হা আল্লাহর প্রতি অবশ্যই আস্তা রাখতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে পরিবর্তন করে নিতে হবে তবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল পর্বে —
কঠোর পরিশ্রম নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি:
আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে পরিবর্তন করে দিতে পারি তবেই একটি কথা আপনারা যে কাজই করেন না কেন সেই কাজে যদি সঠিক গাইডলাইন না থাকে তাহলে আপনি ওই কাজে সফলতা অর্জন করতে পারবেন না সেজন্য আপনি যে কাজেই করেন না কেন আপনাকে অবশ্যই গাইডলাইন ও মনোযোগ সহকারে পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন আপনি এই কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। আর কঠোর পরিশ্রম নিয়ে বিখ্যাত মনীষীদের তাদের পরিশ্রমের ভিত্তিতে বিভিন্ন সময় পরিশ্রম নিয়ে উক্তি বা বাণী দিয়েছেন নিচে তা দেওয়া হল —
পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দিবে যদি তুমি ধৈর্য্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।
(শাইফালি লাধা)
সাফল্য সিদ্ধতা, কঠোর পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা, আনুগত্য এবং অধ্যবসায়ের ফল।
(কলিন পাওয়েল)
যিনি পরিশ্রম করেননা, তাঁহার আহার গ্রহণ করিবার অধিকার কি করিয়া হইবে।
(মহাত্মাগান্ধী)
পরিশ্রম তোমার চরিত্রকে পরিস্ফুটিত করে তোলে এবং উজ্জ্বল।
(স্যাম এউইং)
তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও, তাহলে আজকে থেকে পরিশ্রম শুরু করে দেও।
(সোলায়মান সূখন)
সত্যি কেবল মাত্র পরিশ্রমের দ্বারাই যে কেউই যে কোন কিছুর শিল্পী হয়ে যেতে পারবে।
(রবার্ট ফ্রিপ)
যে ভাগ্যের উপর বসে থাকে, সে নিতান্তই অলস সে পরিশ্রমের মূল্য বুঝতে পারেনা।
(সংগৃহীত)
গত কালকের থেকেও বেশি পরিশ্রম কর কেননা তাই কেবল সাফল্য আনতে পারে।
(অ্যালেক্স এলি)
পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করেনা এবং পূর্বেও তা কখনো করেনি।
(সংগৃহীত)
তারাই আজকে সফল যারা নিজের দক্ষতা দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে গড়ে তুলেছে তারাই আজকে সার্থক।
(সংগৃহীত)
পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না এবং পূর্বেও দেয়নি।
(হাকিম্যান হিকিগায়া)
পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দিবে যদি তুমি ধৈর্য্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।
( শাইফালি লাকা)
পরিশ্রমের বিকল্প নেই, সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে হলে পরিশ্রম করা লাগবে।
(সংগৃহীত)
জীবনে ভালো কিছু করতে চাও তাহলে কঠোর পরিশ্রমের উপর ঝাঁপিয়ে পড়।
(টম লাথাম)
কঠোর পরিশ্রম আপনাকে অর্থ প্রদান করতে পারে। ও জীবনকে শান্তি দিতে পারে।
(ম্যাক্সিম লাগেজ)
পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি।
(সংগৃহীত)
আধুনিক জগতে যা কিছু আবিস্কার হয়েছে তা সবই গুনিজনদের কঠোর পরিশ্রমের ফসল।
(সংগৃহীত)
কঠোর পরিশ্রম মানুষের জীবন কে পরিবর্তন করে দেয়।
(সংগৃহীত)
জীবন শিল্পের মতো, এটিকে সহজ রাখতে এবং অর্থের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
(চার্লসডি লিন্ট)
শেষ কথা: আজকে আমরা এই পোস্টটি কঠোর পরিশ্রম নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরতে চেষ্টা করেছি আশা করি কঠোর পরিশ্রম নিয়ে উক্তি গুলো আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী সংস্কারে আমরা আরো ভালো উক্তি যুক্ত করতে চেষ্টা করব। |