হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটি অন্যরকম নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আর তা আমরা সকলেই জানি বা আমাদের সকলের জীবনে একবার হলেও এসেছিল তা হচ্ছে অভাব। আর এই অভাব অনটন যখন জীবনে চলে আসে তখন আমরা দিশেহারা হয়ে যাই অভাবের তাড়নায় অনেকেরেই জীবন ধ্বংস করে দেয়। আর এই অভাব নিয়ে বিভিন্ন সময়ে মনীষীরা বিভিন্ন ধরনের উক্তি বা বাণী দিয়েছেন
অভাব নিয়ে কিছু কথা:
অভাব নিয়ে কিছু বলার দরকার পড়ে না কারণ অভাব মানুষের জীবনে একবার হলেও আসে আর অভাব যে কত কষ্টের সে ভালোভাবেই সেটা অনুভব করতে পারে বা বুঝতে পারে। অভাবের তাড়নায় মানুষ এক দেশ থেকেই অন্য দেশ পাড়ি জমায় শুধু অভাবের কারণে মানুষ নিজেকেই বদলে ফেলে লজ্জাবোধ থেকে নিজেকে বদলে ফেলার চেষ্টা করে।
অভাব নিয়ে কিছু উক্তি:
অভাব নিয়ে বিখ্যাত মনীষীরা ও পন্ডিত্ব ব্যক্তিত্বরা বাণী বা উক্তি দিয়েছেন আমরা চেষ্টা করেছি অভাব নিয়ে কিছু সেরা উক্তি দেওয়ার, আশা করি আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে নিচে পর্যায়ক্রমে দেওয়া হল আপনাদের সুবিধার্থে —
অভাব মানুষ কে পরিবর্তন করে দেয় ওভাবে তাড়নায় মানুষ অনেক কিছু করে ফেলে।
— (বিল গেটস)
জীবনে অভাব না আসলে অভাবের কষ্ট বোঝা যায় না তাই প্রত্যেকের জীবনে অভাব আসাটা একবার হলেও আসা দরকার।
— (বিল গেটস)
জীবনে চলার ক্ষেত্রে অভাব আসবে এটা একটা স্বাভাবিক বিষয়।
— (টম হেরি)
দারিদ্রতা হলো কোনো পাপের সাজার মতো যা আপনি কোনোদিন করেননি।
— (এলি খামারভ)
প্রতিটি মানুষই অভাবের মধ্যে বসবাস করে কেউ কম আবার কেউ বেশি।
— (সংগৃহীত)
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
— (সুকান্ত ভট্টাচার্য)
অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এবং তা থেকে মানুষ অনেক শিক্ষা গ্রহণও করে।
— (ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ)
যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে আপনার কোনো দোষ নেই। তবে যদি আপনি দারিদ্রতা নিয়ে মারা যান তবে দোষটা আপনারই।
— (বিল গেটস)
সৃষ্টিকর্তা দারিদ্রতা তৈরি করে দেন না, বরং আমরা একে অপরের সহযোগিতা করি না বলেই দারিদ্রতা সৃষ্টি হয়।
— (মাদার তেরেসা)
দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা।
— (অমর্ত্য সেন)
শিক্ষা হলো সুযোগ তৈরির চাবিকাঠি। আর এর মাধ্যমেই আপনি দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
—( জর্জ )
যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতেও রাজি থাকো, তবে জেনে রেখো টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না।
— (জ্যাক মা)
বিপ্লব ও অন্যায় সৃষ্টির একমাত্র কারণ হলো জনগণের দারিদ্রতা।
— (এরিস্টটল)