আসসালামু আলাইকুম লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আমি একটি ইসলামিক কন্টিনিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর সেই বিষয়টি হলো হজ নিয়ে আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য হজ ফরজ যখন সে অর্থবান অর্থ শালী হয় তাদের জন্য অর্থ থাকলে পবিত্র হজ পালন করতে হবে। পবিত্র হজ্ব করোনার কারণে অনেক মানুষ হজ করতে পারে নাই।
কিন্তু ২০২৩ এ অনেক মুসলিম ব্যক্তি হজ করতে যাচ্ছে হজ হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে সকল গুনাহ মাফ করার একটি মাধ্যম হজের মধ্যেই কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতুল বাকিতে কবর হবে। এটা ওই হজ্ব কারি ব্যক্তির জন্য দারুন সুখবর। কারণ সেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, তবে আজকে আমরা হজ্ব নিয়ে যে বিষয়টি আলোচনা করব তা হল হজ্ব নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, আলোচনা করা হবে। এই আর্টিকেলে তাই আপনারা যারা হজ্ব নিয়ে অনলাইনে অনুসন্ধান করতেছেন। স্ট্যাটাস, উক্তি, ও ক্যাপশনের, জন্য তাদেরকে বলবো নো টেনশন আপনি এই আর্টিকেল থেকে হজ্ব নিয়ে সেরা স্ট্যাটাসগুলো পেয়ে যাবেন। তাই আর্টিকেলটি স্কিপ না দিয়ে মনোযোগ সহকারে পড়ুন এবং হজ নিয়ে সেরা উক্তি স্ট্যাটাস ক্যাপশন সংগ্রহ করুন।
হজ্জ নিয়ে স্ট্যাটাস
বন্ধুরা আমরা আগের মানুষদের কাছে শুনেছি আগে মানুষ হজ্ব করতে গিয়েছিল নদীপথে হজ্ব করতে লেগেছিল প্রায় এক মাসের মত কেউ কেউ বলে তারও বেশি, আর এই বর্তমান আধুনিক যুগে হজ্ব করার জন্য মাত্র কয়েক ঘন্টা র দরকার। আর এই ডিজিটাল যুগে মানুষ সবাই সচেতন সবার হাতে হাতে স্মার্টফোন তাই অনেকেই হজ্ব নিয়ে তার নিজস্ব সাময়িক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে চায় তবে অনেকেই স্ট্যাটাস অনলাইনে সার্চ করে থাকে, সেজন্য আজকে আমরা চেষ্টা করেছি হজ্ব নিয়ে সেরা কিছু স্ট্যাটাস তুলে ধরার —
আল্লাহ আপনাকে সাহস ও শক্তি দান করুন যাতে কোনো পাপ ছাড়াই আপনার হজ পুরোপুরিভাবে পালন করার। আমি প্রার্থনা করি যে তাঁর আশীর্বাদ আপনাকে পথ দেখাবে। হজ মোবারক
সমস্ত প্রয়োজনীয়তা সহ হজ করার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়! হজ মোবারক! যারা হজ করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে আল্লাহ আমাদের নাম উচ্চারণ করুন। আমীন।
আমি তোমাকে নিয়ে গর্বিত যে আল্লাহ তোমাকে হজ করার সুযোগ দিয়েছেন। আমাদের সকলকে আপনার প্রার্থনায় স্মরণ করুন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন
জীবনে যাইই আসুক না কেন, বিশ্বাস করুন যে আমরা সর্বদা আমাদের মধ্যে আল্লাহর সাথে সবকিছু কাটিয়ে উঠব। আল্লাহ আমাদের পথ দেখান। শুভ হজ
হজ্জ নিয়ে উক্তি
মুসলিম উম্মার যাদের টাকা পয়সা আছে তাদেরকে হজ্ব করতে হবে এটা পবিত্র কুরআন ও হাদিস শরীফ রয়েছে। যা আপনারা সবাই অবগত রয়েছেন হজ্ব নিয়ে আপনারা যারা উক্তি অনলাইনে খুজতেছেন তাদেরকে বলব পবিত্র হাদীস শরীফে হজ্ব নিয়ে অনেক বলা হয়েছে, যা প্রতিটি কথাই হজের উক্তি হতে পারে তবুও আমরা কয়েকটি লেটেস্ট হজ্ব নিয়ে উক্তি তুলে ধরার চেষ্টা করেছি নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হল —
আল্লাহর আশীর্বাদ আপনার পথকে আলোকিত করুক, আপনার বিশ্বাসকে শক্তিশালী করুক এবং আপনার হৃদয়ে আনন্দ আনুক কারণ আপনি আজ, আগামীকাল এবং সর্বদা তাঁর প্রশংসা ও সেবা করেন। হজ মোবারক
আপনি আজ উদযাপন করা একটি খুব আশীর্বাদ ব্যক্তি. আমি আপনাকে আমার আন্তরিক হৃদয়-ভরা শুভেচ্ছা পাঠাতে চাই এবং আপনাকে এবং আপনার পরিবারকে এই দিনটি দিতে পারে এমন সেরা কামনা করি। হজ মোবারক।
আপনার হজ্জের জন্য অভিনন্দন। আল্লাহ আপনাকে, আপনার পরিবার এবং বন্ধুদের এই বিশেষ দিনে আশীর্বাদ করুন। হজ মোবারক
আল্লাহ আজ আপনার সকল ইচ্ছা পূরণ করুন। এই হজের মাধ্যমে তিনি আপনার জীবনকে সুখ ও আনন্দে প্লাবিত করুন। আপনি একটি শুভ হজ কামনা করছি।
হজ্জ নিয়ে ক্যাপশন
আপনি কি হজে যাবেন হজ্বে যাওয়ার আগে আপনি কি আপনার নিজস্ব facebook এ ক্যাপশন দিতে চান হজ্ব নিয়ে তাহলে নো টেনশন আপনারা আমাদের এই আর্টিকেল থেকে হজ্ব নিয়ে সেরা কিছু ক্যাপশন পেয়ে যাবেন নিচে তা দেওয়া হল —
হজের পূর্বে পরিবার-পরিজন ও অধিনস্তদের প্রয়োজনীয় খরচ এর ব্যবস্থা করে দিতে হবে।
ঋণ বিহীন আজ আদায় করতে হবে। নিজের কাছে কারো থেকে ধার করা জিনিস বা কারো আমানত থাকলে তার মালিক কে বুঝিয়ে দিতে হবে।
হজের জন্য আমাদের নিয়ত খালেস করতে হবে। একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য হজ করতে হবে।
খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তওবা করতে হবে। কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। এবং ভবিষ্যতে গোনাহ না করার জন্য নিয়ত করতে হবে।
হজ্জ নিয়ে কবিতা
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা যারা হজ্ব নিয়ে সেরা কবিতা অনলাইনে অনুসন্ধান করতেছেন, তাদেরকে বলব আপনি বর্তমান যে জায়গায় রয়েছেন ঠিক জায়গায় রয়েছেন। এখান থেকে আপনি হজ্ব নিয়ে সেরা কবিতা পেয়ে যাবেন নিচে তা দেওয়া হল —
অপার্থিব
প্রিন্স মাহমুদের কবিতা
প্রথম বায়তুল্লাহ শরিফ,
রওজায়ে নববী দেখতে পারার অপার্থিব অনুভূতিতে,
একই পোশাকে একই কেন্দ্রবিন্দুতে সমবেত
হে ঈশ্বর প্রেমে বিলীন মানুষসকল,
এই মুহূর্তে শরীর নয় কিন্তু মন ঠিকই পড়ে আছে তোমাদের সঙ্গে।
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে,
যখন মুখর হবে আরাফাতের ময়দান সেই ধ্বনিতে
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা – লা – শারিকা – লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান্নি-’মাতা লাকা- ওয়াল মূলক, লা-শারীকা-লাক’।
‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই,
সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সমস্ত সাম্রাজ্যও তোমার’
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে,
ঠিক সেই মুহূর্তে শরীর নয়
কিন্তু মন ঠিকই পড়ে থাকবে তোমাদেরই সঙ্গে
ইহরাম বাঁধা মুহূর্ত থেকে,
মুজদালিফা রাতে খোলা মাঠে প্রত্যাশা ও প্রাপ্তির দোটানায়,
ফজর শেষে, মুঠো ভরে পাথর হাতে মিনায় তাঁবুতে ফিরছ যখন।
শয়তানকে পাথর নিক্ষেপে,
এহরাম ছেড়ে মিনা থেকে মক্কায় বায়তুল্লাহ তাওয়াফে,
সাফা-মারওয়ায়,
যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে।
ঠিক সেই মুহূর্তে শরীর নয়
কিন্তু মন ঠিকই পড়ে থাকবে তোমাদেরই সঙ্গে।
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে