Skip to content

মোবাইল ফোন নিয়ে উক্তি, সেরা কালেকশন ২০২৩

  • by

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো ভিউয়ার্স এই আর্টিকেলে আমরা তুলে ধরেছি হাতে থাকা স্মার্টফোন অথবা মোবাইল নিয়ে উক্তি, মোবাইল ফোন কে কেন্দ্র করে একে অপরকে উক্তি দিয়ে থাকে। এক বন্ধু আরেক বন্ধুকে মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের উক্তি দিয়ে থাকে মোবাইল নিয়ে গুরুজনেরা বিভিন্ন ধরনের উক্তি দিয়েছেন। তাই আপনারা যারা অনলাইনে মোবাইল নিয়ে উক্তি অনুসন্ধান করতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আমরা এই আর্টিকেলে চেষ্টা করেছি মোবাইল ফোন নিয়ে কিছু সুন্দর উক্তি দেওয়ার তাই পোস্টটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন ভালো লাগবে, পড়ার অনুরোধ রইল।

মোবাইল ফোন নিয়ে কিছু কথা:

মোবাইল ফোন একটি সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন যখন পৃথিবীতে তৈরি হলো তখন মোবাইল ফোন এর ব্যবহার দেখে মানুষ চমকে গিয়েছিল। পৃথিবীতে আসতে আসতে মোবাইল ফোনের ব্যবহার ও বেরিয়ে চলছে মোবাইল ফোন এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছাড়া একটি মুহূর্ত যেন কাটে না এক কথায় বলতে মোবাইল ছাড়া জীবন চলে না। আর মোবাইল যেমন উপকারে আসে তেমনি মোবাইল অপকারে আসে। কারন মোবাইল ফোন ব্যবহারের ফলে মিথ্যা কথা দিন দিন বেড়েই চলছে যদি সে থাকে এক জায়গায় মোবাইল ফোনে সে বলতেছে আরেক জায়গায়, এভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে মোবাইল ফোন দিয়ে, মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি কথা শুধু বলব মোবাইল দিয়ে মিথ্যা কথা বলবেন না।

মোবাইল ফোন নিয়ে উক্তি:

মোবাইল যখন পৃথিবীতে তৈরি করা হলো ঠিক তখন থেকে বিখ্যাত পন্ডিত ও মনীষীরা উক্তি বা বাণী দেওয়া শুরু করেছিল নিম্নে মোবাইল নিয়ে উক্তি বাণী দেওয়া হল —

যখন সবকিছু ঠিক হয়ে যায়, তখন মোবাইল ফোন একটি কবিতার টুকরো।
 — আলেক জান্ডার

এখন পৃথিবীতে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল ফোন নিমেষেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করা যায়।

 — সংগৃহীত

মোবাইল ফোন এবং কম্পিউটার সকলকে পৃথক করে। আপনাকে ভাবায় যে আপনার আর কারোর দরকার নেই।
— বুটসি কলিন্স

মোবাইল ফোন মানুষকে বদলে দিয়েছে, মোবাইল ফোন দিয়ে অতি সহজে এক দেশ থেকে আরেক দেশ যোগাযোগ করা যাচ্ছে।

 — বিল গেটস

বাড়ি হলো সেই স্থান যেখানে হৃদয়ের অবস্থান করে। কিন্তু আজ মোবাইল হলো সেই স্থান যেখানে হৃদয়ের অবস্থান।
 — বিল গেটস

আপনি যখন মস্কোতে ভ্রমণ করবেন তখন দেখতে পাবেন প্রতিটি গাড়ি একটি করে স্মার্টফোন ব্যবহার করছে তার সামনে কি আছে তা দেখার জন্য।
— আরকাদি ভেলোজ

ত খুশি আলো জ্বলুক কিন্তু তোমার মোবাইলের আলো যেন তোমার কলমের আলোকে সংকুচিত না করে।
 — শায়েখ

মোবাইল বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল ফোন ছাড়া একটি মুহূর্ত যেন চলে না

 — মার্ক জুকারবাগ

আমরা বর্তমানে এমন একটি সময়ে আছি যেখানে মানুষ “প্রেমে পড়ে” শরীরকে স্পর্শ করতে দেয় কিন্তু তার মোবাইল ফোন স্পর্শ করতে দেয় না৷

 — রবার্ট মুগাবে

মোবাইলে বেশি সময় দেওয়ার দরকার নাই ওই সময়টা তুমি যদি তোমার ক্যারিয়ার গঠনের কাজে ব্যবহার করো দেখবে তুমি একদিন সফল হবে।

 — সোলায়মান সুখন

মোবাইল ফোন এখন প্রত্যেকের হাতে মোবাইল ফোন প্রত্যেকটি ব্যবহার করতে পারে না

 — মার্ক জুকারবার্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *