Skip to content

মা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও উক্তি সেরা কালেকশন 2024

  • by

মা মা শব্দটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক মায়ের অবদান কখনো পরিষধ হয় না মায়ের নাম টি একটি মধুময় নাম যে নামের সাথে কোন নামের তুলনা হয়না। তাই বন্ধুরা আপনারা যারা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও উক্তি খুঁজতেছেন, তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম আমরা এই সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে মায়ের সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস উক্তি আলোচনা করব। তবে হ্যাঁ বর্তমানে কেউ কেউ মাকে সম্মান করে না, মায়ের সাথে ভালো মতো আচরণ করে না মায়ের সাথে খারাপ আচরণ করে আবার কেউ কেউ মাকে সহ্য না করতে পেরে বৃদ্ধাশ্রমের রেখে আসে। তাই আমি এই পোস্টের মধ্যে তুলে ধরবো জার মা নেই সে বুঝে তার যন্ত্রণা তাই আপনারা সবাই মায়ের যত্ন করবেন মায়ের সাথে সদাচরণ করবেন। মায়ের সাথে কোন দুরব্যহার করবেন না কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তাই বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয় —

মাকে নিয়ে স্ট্যাটাস

মাকে নিয়ে সুন্দর সুন্দর যারা স্ট্যাটাস খুঁজতেছেন তারা আমাদের এই পোস্ট থেকে পেয়ে যাবেন তাই আপনারা মায়ের স্ট্যাটাসগুলো ভালোভাবে পড়ে নিবেন আশাকরি আপনার পছন্দের মায়ের ফেসবুক স্ট্যাটাসটি খুঁজে পাবেন আর নিচে মায়ের সম্পর্কে সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো দেওয়া হল —

মা নামটি হচ্ছে একটি মমতাময়ীর নাম মা নামটি হচ্ছে আশ্রয় কারীর নাম ।

মা কে ভালোবাসো আমাকে সেন্হ আদর দাও, মায়ের কাছ থেকে জান্নাতের চাবিকাঠি নেও।

পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায়,
সবাই সবাইকে ভুলে যায় শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না
আর সারা জীবন থাকবে সে মানুষটি হচ্ছে কে আমাদের সকলের প্রিয় মা ।

পৃথিবীর সকল নামের মধ্যে একটি নাম শ্রেষ্ঠ যে নামটি হচ্ছে
আমাদের সকলের প্রিয় মা নামটি মা নামে যতই ডাকি ততই ভালো লাগে ।

আমরা সবার কাছে প্রিয় না হলেও আমরা
একজনের কাছে সবার চেয়ে প্রিয় তিনি হচ্ছেন আমাদের মা ।

মাকে ভালোবাসো ভাই মাকে ভালোবাসো জান্নাতের চাবিকাঠি হাতে নিয়ে রাখ।

মা আমি কখনো ভাবি নি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাবো বা থাকবো,
আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে খুবই কষ্ট হয়,
না তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপ্তাহ থাকার পর অন্য সন্তানদের জন্য থাকতে পারো না,
মা তোমাকে অনেক আমি মিস করি ও আমার মা ।

মা তোমাকে একদিন আমি না দেখলে থাকতে পারিনা
সেই মাকে আমি ছেড়ে কি করে থাকবো ওগো মা ।

মা তুমি কতো কষ্ট করেছ আমার জন্য,
তোমাকে আমি ভুলি কি করে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ।

পৃথিবীতে ভালোবাসা মাপার জন্য যদি কোন যন্ত্র মাপকাঠি
তৈরি হতো তাহলে প্রথম স্থানে থাকতো মা এই নিঃস্বার্থ মা নামটি।

পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল-কোরআন,
সবচেয়ে নিষ্পাপ জিনিস হচ্ছে , সবচেয়ে সৌন্দর্য হচ্ছে
মানুষ সবচেয়ে মধুর নাম হচ্ছে আমাদের প্রিয় মা নামটি ।

মা মানে মমতা, মা মানে ক্ষমতা,
মা মানে নিরাপত্তা মা মানে আশ্রয়দাতা,
মনের সকল আশা মা মানে সারা পৃথিবীর ভালোবাসা ।

পৃথিবীতে যার মা নেই সে বুঝে তার ব্যথা ।

পৃথিবীর সকল নামের মধ্যে মা নাম টি হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত নাম।

আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী,
কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে আমার মা।

হাজারো কষ্টের মধ্যে যদি থাকি আর মা নাম টি যদি
একবার ডাকি তাহলে দুঃখ কষ্ট চলে যায় মাকে দেখার পরে।

পৃথিবীতে মাকে পেয়ে যারা মায়ের সাথে ভালো আচরণ করল
না তাদের মত পোড়া কপাল আর কপালি এই দুনিয়াতে আর কেউ নাই।

মা ও মা একটা প্রশ্নের জবাব দাও এই পৃথিবীতে কেন তোমার মত না ওগো মা।

মা মানে সুখ মনের ভালবাসা মা মানে পৃথিবীর সমস্ত সুখ।

মা ওগো মা তুমি আমায় করে দিও না
একা তোমায় ছাড়া থাকতে পারবো না মা ওগো মা।

হাজারো ভালোবাসার মানুষ বিপদে পড়লে থাকেনা
পাশে কিন্তু একজনই পাশে থাকে তিনি হচ্ছেন মা।

সন্তান যে অবস্থায় থাকুক না কেন মা সন্তানকে সব সময় আগলে রাখি

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত মা ।

পৃথিবীতে যার মা নেই সে বুঝে তার বেদনা।

পৃথীবির সবাই তোমাকে ঘৃণা করলেও একজন
তোমাকে কখনোই ঘৃণার চোখে দেখবেননা তিনি হলেন মা

মাকে নিয়ে উক্তি

মাকে নিয়ে বিশিষ্টজনেরা উক্তি দিয়েছেন

সকল সম্মানের অধিকারী মা (আল হাদিস)

মায়ের পদতলে সন্তানের বেহেশত ( আল হাদিস)

সন্তানেরা ধারালো চাকুর মত তারা না চাইলেও
মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু
পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে (জোয়ান হেরিস)

যার মা আছে সে কখনই গরীব হতে পারেনা ( আব্রাহাম লিংকন)

আমার মা বিস্ময়কর এবং আমার কাছে উৎকর্ষতার আরেক নাম  (রবার্ট ব্রাউনিং)

মা নামটি পৃথিবীর শ্রেষ্ঠ নাম  (সংগৃহীত)

একজন মা এ হৃদয় একটি গভীর অতল
গহবর এর মত যার তলদেশে আপনি সর্বদা ক্ষমা পাবেন (অন রিডি বিল যাক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *