Skip to content

বেকারত্ব জীবন নিয়ে কিছু কথা, উক্তি, ও ফেসবুক স্ট্যাটাস সেরা কালেকশন ২০২৩

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে, আর তা হচ্ছে বেকারত্ব জীবন নিয়ে। আর এই বেকারত্ব জীবন হচ্ছে, আমাদের সমাজের মধ্যে একটি অভিশাপ ময় জীবন। আর এই বেকারত্ব জীবন নিয়ে আমরা অনেকেই অনেক সময় ফেসবুক স্ট্যাটাস ও উক্তি দিয়ে থাকি, বেকারত্ব জীবন কিছু কথা শেয়ার করি তাই আপনারা যারা বেকারত্ব জীবন নিয়ে ফেসবুক স্ট্যাটাস সেরা উক্তি খুঁজতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম।

বেকারত্ব জীবন নিয়ে কিছু কথা:

বেকারত্ব জীবন আসলে কি সেটা আগে আমাদেরকে জানতে হবে আমরা অনেকই বেকারত্ব জীবন নিয়ে অনেক ধরনের মন্তব্য করে থাকি যে কেন বেকার এখনো রয়েছে, কিন্তু কেন যে বেকার হয়েছে তা আমরা কেউ জানতে চেষ্টা করি না। আরেকটি কথা কেউ ইচ্ছা করে বেকার থাকতে চায় না সবারই চেষ্টা আছে বেকারত্ব জীবন থেকে রক্ষা পেতে বেকারত্ব জীবন নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের কটুক্তি করে থাকি। বা সমালোচনা করে থাকি আসলে বেকারত্ব জীবনের কষ্টটা সেই বোঝে যে লেখাপড়া শেষ করে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরতেছে কিন্তু চাকরির খোঁজ পাচ্ছে না। তার মনের ব্যাথা সেই বুঝে আসলে বেকারত্ব জিবনটা কি তাই আপনারা বেকারত্ব জীবন নিয়ে কেউ কখনও উস্কানিমূলক কথাবার্তা বলবেন না।

বেকারত্ব জীবন নিয়ে উক্তি:

বেকারত্ব জীবন নিয়ে মনীষীরা বিভিন্ন সময় বিভিন্ন উক্তি দিয়েছেন, বেকারত্ব জীবন নিয়ে আজকের এই নিবন্ধনে আমরা চেষ্টা করেছি। বেকারত্ব জীবন নিয়ে সেরা উক্তি গুলো দিতে নিম্নে তা আলোচনা করা হল —

যখন কাজ থেকে বেশির চেয়েও বেশি মানুষকে ছাটাই করা হয়, তখনই বেকারত্ব বিরাজ করে।
— ক্যালভিন কলিজ

সাফল্য তোমার কাছে আসবে না তোমাকে অর্জন করতে হবে। আর এটা না বুঝলেই তোমাকে বেকারত্বের শিকার হতে হবে।
— মারভা কলিন্স

বেকারত্ব জীবন অভিশাপ নয় অভিশাপকে দূর করতে হয় নিজের যোগ্যতা বলে

— সংগৃহীত

বেকারত্বের সবচেয়ে খারাপ দিক ক্ষুধা নয় বরং সবচেয়ে বড় খারাপ হলো আলসেমি।
— উইলিয়াম ই. ব্যারেট

বেকারত্ব জীবন তারাই ভয় পায় যারা জীবনের মানে খুঁজে পায়না

— সংগৃহীত

বেকারের কোনো আকার নেই। জীবনে কষ্ট সইতে সইতে সবই তার সয়ে যায়।
— রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

বেকারত্বের দুনিয়ার যুবসমাজ পরাধীন তবুও নির্লজ্জের মত বলতে হয় আমরা স্বাধীন।

— সংগৃহীত

খুব কম সরকারই দেশের কোনো সিদ্ধান্ত নেয়ার সময় বেকারত্ব এর কথা মাথায় রাখে। আর তাই আজ বেকারত্ব শব্দটা বিরাজ করছে।

— কফি আনান

জীবনকে এগিয়ে নিতে চাও বেকারত্ব থেকে তোমায় রক্ষা পেতেই হবে।

— সোলাইমান সূকন

বেকারত্ব জীবন গ্যালানি নয় বরং বেকারত্ব কে দূর করতে হয় নিজের যোগ্যতা বলে।

— সংগৃহীত

বেকারত্ব জীবন নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস:

আসলে বেকারত্ব জীবনটা হচ্ছে কষ্টের জীবন আর এই কষ্টের জীবন থেকে মনের ভাব প্রকাশ করাটা খুবই একটি কঠিন কাজ। তবুও আমরা অনেক সময় মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট ফেসবুকে শেয়ার করি স্ট্যাটাস দিয়ে থাকি, বেকারত্ব জীবনের কষ্ট গুলো তুলে ধরতে চেষ্টা করি।নিচে বেকারত্ব জীবন নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস দেওয়া হল —

## ভালোবাসা শিখতে হয় একাকীত্তের সংগী হতে প্রকৃত ভালোবাসা মরে যায় বেকারত্তের আঘাতে ##

## বেকারত্ব জীবন কষ্টের জীবন যদি তা লোকে বোঝে ##

## শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাদে ##

## বেকারত্বের কষ্ট সেই বোঝে যে বেকারত্ব আছে ##

## হায়রে বেকারত্ব সারাদিন লাইনে দুপায়ে দাঁড়িয়ে আশার হাত বাড়ায়ে তবুও চাকরির খোজ নাইরে। ##

## বেকারের অসফল গলিতে স্বপ্ন হারানোর গল্প মৃত প্রেম মৃত সব স্বপ্ন ##

শেষকথা: পরিশেষে একটি কথা যে, বেকারত্ব জীবন হচ্ছে একটি কষ্টময় জীবন তাই আমরা বেকারত্ব জীবন নিয়ে কখনো কাউরো সমালোচনা করবো না, পারলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *