জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবেই আর এটাই চিরন্তন সত্য তাই আমাদের কাছ থেকে অনেক মানুষ প্রতিনিয়ত বিদায় নিয়ে যাচ্ছে। এই পৃথিবী থেকে ছেড়ে আর তাই তো এই মানুষগুলোর কথা যখন মনে পড়ে তখন ভিতরটা কেদে উঠে, আর আমাদের কাছে আমাদের প্রিয় বাবা যদি এই পৃথিবী থেকে চলে যায়। তাহলে ওই পরিবারের মানুষেরা বুঝতে পারে যে আসলে বাবা কত বড় মূল্যবান আর এই বাবার মৃত্যুবার্ষিকীতে আসলে পরিবারের লোকেরা মর্মাহত হয়ে যায় বাবার কথা স্মরণ করে।
বাবা মানে পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল হ্যাঁ বন্ধুরা বাবাকে যারা হারিয়েছে তারাই বুঝে বাবার বেদনা। বাবা থাকা জীবনের যে কত বড় একটা মূল্যবান মানুষ সেটা তখনই বুঝা যায় যখন বাবা আমাদের কাছ থেকে অর্থাৎ এই দুনিয়া থেকে ছেড়ে চলে যায়। আর এই প্রিয় বাবা যখন মৃত্যুবার্ষিকী আসে তখন হৃদয়ের মাঝে সেই স্মৃতিগুলো ভেসে ওঠে আর হৃদয়ে শুধু রক্তক্ষরণ হতে থাকে। আর এই প্রিয় বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়ে থাকে বাবার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে।
বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে স্ট্যাটাস
বর্তমান সময়ে স্ট্যাটাস এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমরা প্রতিটি বিষয়ে যেন স্ট্যাটাস না দিলেই নয়, ঠিক সেরকম স্ট্যাটাস বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে ও অনেকেই দিতে চায় কিন্তু স্ট্যাটাস গুলো বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুলে ধরতে পারে না। মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি নিচে বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো—
বাবা, নামক ছাতা টা যদি মাথার উপরে না থাকে একলা পথ চলতে যে কতটা কষ্টের, যার বাবা নেই সেই বুঝে।
আমার প্রতিটি মোনাজাতে বাবা তুমি আছো যত দিন আমি পৃথিবীতে আছি।
বাবা তুমি কেমন আছো , ছোট্ট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তোমায় খুব মিস করি।
বাবা নামক ছায়াটা জীবন থেকে হারিয়ে গেছে অনেক দূর।
বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে উক্তি
পৃথিবীতে যার বাবা নেই তার এই পৃথিবীতে কেউ নেই, বাবা হারানোর যে কত বেদনা সেটা একমাত্র সেই বুঝে যে, বাবা কত মূল্যবান ছিল জীবনে আর এই বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে অনেকেই উক্তি শেয়ার করতে চায়। আর এই উক্তিগুলো পেতে হলে অবশ্যই আপনাকে google এর সাহায্য নিতে হবে।
বাবা তুমি যদি আজকে থাকতে তাহলে কথাও না ভালো হতো তুমি নিয়েই বাবা পৃথিবীটা শূন্য শূন্য লাগে
সংগৃহীত
বাবার সন্তুষ্টিতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট আর বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট।
– আল-হাদিস
বাবাকে হারানো মানে মাথার উপরের ছাদ হারিয়ে ফেলা।
– সংগৃহীত
বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে ক্যাপশন
বন্ধুরা বাবা জীবনে কত বড় একটা সম্পদ ছিল তখনই বোঝা যায়, যখন বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তখনই বুঝতে পারি বাবা আসলে জীবনের কত বড় মূল্যবান ছিল, আর সেই বাবার মৃত্যুবার্ষিকী আসলে স্মৃতিগুলো হৃদয়ে নাড়া দেয় আর এই মৃত্যুবার্ষিকী নিয়ে অনেকেই ক্যাপশন দিতে চায়। তবে এই ক্যাপশন গুলো অনেকেই সুন্দরভাবে দিতে পারে না তাদেরকে বলব নো টেনশন আপনি এখান থেকে বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে সেরা ক্যাপশন গুলো সংগ্রহ করতে পারবেন।
- বাবা তুমি কেমন আছ, আছ কোন অজানায় তোমার স্মৃতি গুলো আজও আমায়,অশ্রু জলে ভাসায় ।
- আমায় নিয়ে স্বপ্ন তোমার ছিল যত,সব সুখেরই কল্পনায়, পুষেছি আমি অবিরত।
- জীবন ভর এ পথ, পাড়ি দিতে গিয়ে হায়,বাবা তোমায় বারবারই মনে পড়ে যায়।
- আর কতকাল আমি বাবা থাকব একলা তোমায় ছেড়ে,বল তুমি আমায় একলা ফেলে একাই গেলে চলে।
- বাবা তুমি, যেথায় থাকো, ডাক শুনছো কি অসহ্য যন্ত্রণা বুকেবু পুষে আমি বড় একাকি।
- ছোট্ট থেকে ঘুমিয়েছি বাবা তোমার বুকে মাথা রেখে,বিনিদ্র রাত্রি কেটেছে তোমার স্নেহ মাখা স্পর্সে।
- সেই দিনগুলি আজ বাবা বড্ড বেশি মনে পড়ে,ছুটে যেতে তোমার কাছে বড় ইচ্ছে করে।
বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে কবিতা
বাবা কে উদ্দেশ্য করে কবিতা তো লেখাই যায়, আর এই কবিতা বাবার কথাগুলো অর্থাৎ স্মৃতিগুলো মনে করে দেয়। আর সে বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে একটি কবিতা তুলে ধরা হলো —
চোখ ভরে যায় নোনা জলে
বুক করে ধরফর,
আমার বাবা মরে যাওয়ার
হলো এক বছর।।
আমায় কত বাসত ভালো
আমার বাবাজান,
ডাকতো যখন মধুর সুরে
ভরে যেতো প্রাণ।।
যখন আমি রওনা দিতাম
দুরের কোনো গাঁ ‘তে
না ঘুমিয়ে থাকতো জেগে
বাবা সারা রাতে।।
প্রতি ঘন্টায় করতো যে ফোন
কোথায়, কেমন আছি,
স্বস্তি পেত ঠিক তখুনি
যখন পৌঁছে গেছি।।
আজকে কেহ এমন করে
নেয়না যে খোঁজ আর,
বাবার কথা তাইতো মনে
পড়ছে বারেবার।।
আজকে বাবা তোমায় ভেবে
ভাসছি অঝোর নয়ন ঝারে,
তোমায় পেলে ঐ চরণে
চুমু দিতাম বারে বারে।।
ভাবতে গিয়ে ডুকরে এ মন
কাঁদছে হতভাগার,
আদর সোহাগ বেশি পেতাম
সব ‘চে বেশি বাবার।।
বাবা আমার চলে গেছে
খোদার আরশে।
ও দয়াময় ওগো প্রভু
তোমার অপার দয়ায়,
জায়গা দিও বাবাকে মোর
তোমার আরশ ছায়ায়।।
বাবা তোমার কবরে আজ
জানাই হাজার সালাম,
তুমি মরে যাওয়ায় আমি
এতিম হয়ে গেলাম।।