প্রবাসীদের রাতের কষ্টের ঘুম নিয়ে এই আর্টিকেলটি মূলত সাজানো প্রবাসীরা দেশে মা ভাই বোন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ছেড়ে বিদেশে প্রবাস জীবন পার করতেছে। অনেক কষ্টে কারণ একটি পরিবারকে ছেড়ে অন্য দেশে প্রবাস জীবন যে কত কষ্টের সেটা একমাত্র যারা প্রবাস জীবন পার করতেছে তারাই বলতে পারবে।
প্রবাসীরা সারাদিন পরিশ্রম করে রাতে যখন খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায়, তখন ঘুমের ঘোরে মা-বাবা বোন বড় ভাই ছোট ভাই আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রতিবেশী ইত্যাদি আপনজনের কথা যখন মনে পড়ে যায়। তখন তাদের হৃদয়টা হু হু করে ওঠে আমরা একটা প্রবাসী ভাইয়ের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তারা দিনের বেলা কাজের চাপে প্রিয়জনদের কথা মনে পড়ে না। কিন্তু রাতে ঘুমাতে গেলে তখন নাকি বাবা মা দের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আর এই মনে পড়া থেকে অনেকেই কিছু স্ট্যাটাস অনলাইনে খুজে থাকে। তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার জন্য যাতে করে একটু হলেও কষ্টটা যেন লাঘব হয়।
প্রবাসীদের রাতের কষ্ট নিয়ে স্ট্যাটাস
প্রবাসী ভাইয়েরা আপনারা যারা রাতে কষ্ট নিয়ে স্ট্যাটাস অনলাইনে খুজতেছেন, তাদেরকে বলব আপনার জন্য আমরা এই আর্টিকেলটি একটু ভিন্ন রকমে সাজিয়েছি। যা আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়বেন। এবং আপনাদের রাতে ঘুমাতে গিয়ে যে কষ্টগুলো অনুভব হয় সে কষ্ট নিয়ে আপনারা যারা স্ট্যাটাস খুঁজতেছেন। তাদেরকে আমরা বলব আপনি এই আর্টিকেল থেকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হল —
- যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত কর তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি ।
- প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
- হৃদয় বুজে কিন্তু চোখ বুজে না। ব্যাথা আছে বুকে চোখ তা মানে না। অশ্রুর জলে হারিয়েছি নিজেকে, তবুও পাইনা তাহার খোঁজ।
- পৃথিবীতে সব থেকে যদি নির্লজ্জ মনটা হয়তো আমার। ফিরে আসবে না জেনেও তার আশায় বসে থাকি।
- ভালো আছি কথার মাঝেপ হাজারো কষ্ট লুকিয়ে থাকে যা প্রকাশ পায় গভীর রাতেই কেবল।
- কাঁদতে ভুলেছি বলে ভেবো না ভুলে গিয়েছি। হারানোর ব্যাথা কেবল গভীর রাতেই প্রকাশ পায়৷
- একমাত্র ঝরে যাওয়া শুকনা পাতাই জানে, স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা বড্ড কঠিন।
- জীবনের যদি বলো বিরক্তিকর ও কষ্টের অধ্যায় তাহলে সেটা গভীর রাতের কষ্ট।
- গভীর রাতের কষ্ট খুব নীরব ও বেদনাদায়ক হয় যা কখনো কাউকে প্রকাশ করা যায় না।
- আজ কয়েক বছর হলো রাতের আধারে হারিয়েছি। ঘুমাতে পারিনি বহুদিন। তবুও নির্ঘুম রাতে একাকী জেগে থাকি।
- ভালোবাসাটা এতোটা তিব্র বুজতে পারিনি। যা গভীর রাতেও কষ্টে ভরিয়ে
তোলে। - যার হৃদয় একবার কষ্টে ভরে উঠে, সে হৃদয় আর মিথ্যা ভালোবাসায় হারিয়ে যায় না।
- ছেড়ে যাচ্ছো বাঁধা নেই,কিন্তু কখনো আমায় ভুলে যেতে বলোনা।
- রাতের স্বপ্ন আর ভালোবাসা এই দুইটিই কখনো সত্যি হয় না ।
- যদি ভালোবাসার জন্য নিজের সুখকে বিসর্জন দাও, তাহলে মনে রেখো গভীর রাতের কষ্টে তোমাকে কাঁদতেই হবে।কারন হারানো সুখ তুমি ফিরে পাবে না।
- আবেগের সাথে বিবেকও বিসর্জন দিতে নেই। এবার বিসর্জন দিলে গভীর রাতে কষ্টে ভরে উঠে জীবন। গভীর রাতের কষ্টের আগমন বার্তা তো তখনই প্রকাশ পায় যখন তুমি একটা মানুষকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে থাকো।
- যদি গভীর রাতের কষ্ট গুলো বিক্রি করা যেতো তাহলে হয়তো আজ ধনী ষ 9. হতাম। কারন হারানোর গভীর কষ্ট যার হারায় সে বুজে।
- কেউ পেয়ে হারিয়ে ফেলে আর কেউ পাবার জন্য অপেক্ষা করে। শুধু ২টি মানুষের মানসিকতার পার্থক্য
- একমাত্র মধ্যবিও পরিবারের ছেলেরা জানে হাজারো স্বপ্ন বুকে পুষে রেখে কিভাবে সারাটা জীবন কাটানো যায়।
- পরিবারের মানুষ গুলোকে খুশিতে রাখার কথা মস্তিষ্কে ঢুকে যায়, তখন সে পুরুষের বুকে মিথ্যা ভালোবাসার কোন স্থান পায় না।
- শুনেছি মানুষ দুইটি জায়গায় হেরে যায়। এক পরিবারের কাছে আর দুই ভালোবাসার কাছে। তাহলে নিজেকে হারিয়ে তার লাভ থাকে না।
- যে ইচ্ছে কখনো পূরণ হবে না, যে আশা কখনো পূর্ণতা পাবে না। সেই স্বপ্ন গুলো গভীর রাতের আধারে চোখের সামনে ভেসে উঠে।
- সত্যি বলছি শব্দ ছাড়া কান্না কাউকে কখনো পেতে শিখায়নি।
- প্রিয় অবহেলা এতোটাই তীব্র যেটা তোমাকে হারিয়ে ফেলার ভয়টাও তীলে তীলে শেষ করে দেয়।
- আমি মিথ্যা বলতে পারি কিন্তু চোখের জল মিথ্যা ছিল না।
- মানুষ একবার হারিয়ে গেলে ঠিক আগরে মতো করে ফিরে আসে না।
- জীবনে কি পেয়েছি কি পায়নি এটা নিয়ে ছিলনা কোন দ্বন্দ্ব, সময়ে সাথে তোমার প্রেমেতে হয়েছিলাম আমি অন্ধ। দিন যায় রাত আসে তবুও গভীর রাতে তেমায় মনে পড়ে।
- গভীর রাতে তাঁকেই মনে পড়ে যে বলেছিল রাত হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো।
- এখন আর তোমাকে মনে পড়ে না কেবল স্মৃতির দেয়ালে গভীর রাতে তোমার দেওয়া কথা মনে পড়ে।
- ঘন কালো আকাশে দিয়েছিল যে আশা, আজ সেই কারনে নির্ঘুম চোখের কারন সেই ভালোবাসা।
- তোমার প্রতি আমার নেই তো অভিযোগ। কারন তুমি আমার গভীর রাতের বেঁচে থাকার রোগ ।
- বিদেশে যতটা টাকাই ইনকাম করি না কেন, যত সুখ-শান্তিই থাকুক না কেন, চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়।