স্ট্যাটাস

পহেলা বৈশাখ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও পিকচার 2024

পহেলা বৈশাখ হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুরে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস ও পহেলা বৈশাখের পিকচার। আরো আলোচনা করব পহেলা বৈশাখের উক্তি নিয়ে পহেলা বৈশাখে আমরা ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের একে অপরকে শুভেচ্ছা স্ট্যাটাস ও উক্তি দিয়ে থাকি। তাই আপনারা যারা পহেলা বৈশাখ 2022 এর লেটেস্ট ফেসবুক স্ট্যাটাস খুঁজতেছেন তাদের কি আমাদের এই পোস্টে স্বাগতম আপনারা আমাদের এই পোস্ট থেকে 2022 এর সেরা কালেকশন সেরা স্ট্যাটাস পেয়ে যাবেন তাই বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল বিষয়ে —

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস:

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস আমরা আমাদের প্রিয় বন্ধুদের ও বান্ধবীদের আগে দিয়ে থাকি সেরা বৈশাখের শুভেচ্ছা, তাই আমরা আজকে বৈশাখে সেরা স্ট্যাটাস এই পোস্টটে দিতে চেষ্টা করেছি আশা করি আপনাদের পছন্দের পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস পেয়ে যাবেন —

এলোরে ভাই এল বছর ঘুরে পহেলা বৈশাখ এলো পহেলা বৈশাখের শুভেচ্ছা নিন।

শুভ নববর্ষ

নতুন বছরের শপথ নিন জীবনটাকে রঙ্গিন করে গড়ে তুলুন

শুভ নববর্ষ

পুরনো যত হতাশা দুঃখ যত অবসান নতুন বছরের সেগুলো কি করুক ধুলিস্যাৎ সুগন্ধি মুছে যাক সকল যাতনা

শুভ নববর্ষ

পাতা দিয়ে নয় নতুন বছর শুরু হোক দু’রাকাত নামাজ দিয়ে

শুভ নববর্ষ

নতুন আশা নতুন প্রাণ নতুন হাসি নতুন গান নতুন সকাল নতুন আলো নতুন দিন হোকনা সবার জীবনে আনন্দ

শুভ নববর্ষ

দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই নতুন আঙ্গিকে জীবনকে সাজাই।

শুভ নববর্ষ

নতুন বছরের শপথ নিন অতীত দুঃখ ভুলে যান জীবনটাকে নতুন করে সাজিয়ে নেন।

শুভ নববর্ষ

শুভ নববর্ষ নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।

শুভ নববর্ষ

বারো মাসে তেরো পার্বণ এবার এলো বলে বাঙালির একটি বছর বয়ে গেল চলে নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই।

শুভ নববর্ষ

নববর্ষের নবরুপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমুদ্র হোক আগামীর চলার পথের দিনগুলো।

শুভ নববর্ষ

মনি আসুক বসন্ত অনন্ত স্বপ্ন হোক জীবন তো আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত অফুরন্ত।

শুভ নববর্ষ

ঢাক-ঢোল মাদলের তালে রং বিরংগের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক কালি কালি।

শুভ নববর্ষ

আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখ।

শুভ নববর্ষ

পান্তা দিয়ে নয় বছরের প্রথম দিনটি শুরু হোক আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে।

শুভ নববর্ষ

তোমার জীবনে বয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি প্রতিটি মুহূর্ত কাটুক ভালো করে।

শুভ নববর্ষ

উদিত রবির প্রথম আলো সকল কাল বছরের প্রথম দিনটি হোক তোমার জীবনের সবচেয়ে ভালো দিন।

শুভ নববর্ষ

মাধবী মন আনন্দধারায় সবাই হবে বাঁধনহারা দিনটি হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির জুরি।

শুভ নববর্ষ

পহেলা বৈশাখ নিয়ে উক্তি:

পহেলা বৈশাখ নিয়ে আপনারা যারা অনলাইনে সার্চ করতেছেন পহেলা বৈশাখ এর উক্তি নিয়ে তাহলে আপনাকে স্বাগতম আপনি আমাদের এই আর্টিকেলে পেয়ে যাবেন 2022 এর সেরা কালেকশন উক্তি বিখ্যাত মনীষীদের উক্তি এখানে দেওয়া আছে আশা করি আপনাদের পছন্দের উক্তিটি পেয়ে যাবেন —

বৈশাখী হে মৌনি তাপস কোন দলের বাণী এমন কোথায় খুঁজে পেলি তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্তর মেঘ খানি এল গভীর ছাপ হবে।

(রবীন্দ্রনাথ ঠাকুর)

বাঙালির সবচেয়ে ঐতিহ্যবাহী দিন পহেলা বৈশাখের দিন বাঙালিরা পহেলা বৈশাখে মেতে উঠে নতুন সাজে।

(সংগৃহীত)

রসের আবেশরাশি আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কোন জটিল যাক দূরে যাক।

(রবীন্দ্রনাথ ঠাকুর)

 দিন চলে যায় ঋতুর খেয়ায় আসে ও যায় বছর মাস কারো কাটে কষ্টে, আবার কেউবা করে সুখেই বাস বদল খেলায় রঙিন আলোয় সবুজ পাতায় লাগে দোল বছর ঘুরে বৈশাখ আসে একতারা বাজে আরো বাজে ঢোল।

(শাহানারা রশীদ)

ফিরে ফিরে বারবার এসে আমাদের মাঝে পহেলা বৈশাখ শুভকামনায় নববর্ষ রঙ্গিন করিয়ে।

(সংগৃহীত)

শোনা যায় ভোরের আজান আর কোকিলের কলতান আর ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বৈশাখীর জ্বলন্ত নববর্ষের জয় গান।

(সংগৃহীত)

আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে।
(রবীন্দ্রনাথ ঠাকুর)

এক হালি ইলিশের দাম ৪০ হাজার টাকা। গ্রামের মৃৎশিল্পীর পণ্য, বাঁশ ও বেতশিল্পীর কাজ, বিন্নি ধানের খই, সাজ-বাতাসার ব্যবসায়ীদের কী হবে। নিজেকে গ্রাম্য ও রক্ষণশীল পরিচয় দিতে আমার লজ্জা নেই। বৈশাখী মেলায় ঘুরে কেনাকাটার যে আনন্দ ‘হোম ডেলিভারি’তে কি তার চেয়ে বেশি সুখ।
(সৈয়দ আবুল মকসুদ)

পহেলা বৈশাখ এর পিকচার:

২০২২ এর সেরা নববর্ষের পিকচার  নিচে দেওয়া হলো —

এসো হে বৈশাখ

 

 

এসো হে বৈশাখ

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button