Skip to content

ধাঁধাঁ সেরা কালেকশন সেরা আপডেট 2024

ধাঁধা আজকে আমরা আলোচনা করব ধাঁধা নিয়ে এই সম্পুর্ন পোস্ট জুরে ধাঁধা হচ্ছে এমন একটি বিষয় যা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বা অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় পোস্ট দিয়ে থাকি ।

শুধু তাই নয় আমাদের চলার ক্ষেত্রে অনেকে ধাঁধা সম্পর্কে প্রশ্ন করে এমন কি বিভিন্ন অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ অনুষ্ঠান ইত্যাদি জায়গায় ধাঁধার ব্যবহার হয়ে থাকে অনেক সময় আমরা বন্ধু বান্ধবীদের মাঝে ধাঁধা নিয়ে প্রশ্ন করে থাকি তাই আপনারা যারা সেরা ধাঁধা খুঁজতেছেন । তাদের কে আমাদের এই পোষ্টে স্বাগতম চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে

ধাঁধা সেরা কালেকশন 2022

ধাঁধা আমরা এখানে 2022 এর সেরা কালেকশন ধাঁধা তুলে ধরেছি আশা করি আপনারা এই পোস্ট থেকে আপনাদের পছন্দের ধাঁধা টি পেয়ে যাবেন নিচে তা দেওয়া হল পর্যায়ক্রমে

  • দিনে আসে মাসে খায়

দিনে না খেয়ে রাতে খায়

বলুনতো কি?

উত্তর: রোজা

  • মায়ের পেটে জন্ম নিয়ে

মায়ের মাংস খায় মাটিতে পড়লে

ছয় পায়ে দৌড়ায়

উত্তর: আম

  • তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়,

অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়।

মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা।

শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা?

উত্তরঃ বিছানা ।

  • ফস করে রেগে যাই জ্বলি দপ করে,

বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?

উত্তরঃ দেশলাই।

  • হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে,

 ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে

উত্তরঃ লজ্জাবতী গাছ।

  • চারপাশে মাললি পানি

সালা আইল কোদি?

উত্তর: নারিকেল ।

  • আমাকে না পেলে সবাই

  করে হায় হায়

ইচ্ছমতো আসি যদি

দেয় আমাকে বিদায়

বলুন তো উত্তর কি?

উত্তর: পানি ।

  • মধ্যখানে একটু পানি

চুনকাম করা ঘর

ভেঙ্গে গড়তে বললে

গাঁয়ে আসে জ্বর

বলুন তো কি হবে?

উত্তর: ডিম

ধাঁধা সেরা কালেকশন 2022

  • আমি যাকে মামা বলি

বাবাও বলে তাই

ছেলেও তাকে মামা বলে

মাও বলে তাই

বলুন তো সবাই কাকে মামা বলে?

উত্তর: চাঁদ।

 

  • একটি মোরগ চালের উপরে বসে আছে

মোরগটি ডিম পারলে কোন দিকে পড়বে

বলুন তো?

উত্তর: মোরগ তো ডিমই পারে না।

  • কোন টেবিলের পাঁ থাকে না

শুধু ঝুলে থাকে,

পারলে বলুন তো উত্তর কি?

উত্তর: টাইম টেবিল।

  • আমি হাসাই আমি কাদাই

নই আমি প্রানি

দেখতে এসে সবাই ভোলে

ক্ষনিক ভোলে ব্যথার বানি

উত্তর: সিনেমা বা নাটক।

ধাঁধা সেরা কালেকশন 2022

  • এক যে আছে কালো জঙ্গল

তার মাঝে একটি রানী

রক্ষা করে ৩২টি সৈনিক

বলেন তো কি?

উত্তর: মুখ।

 

  • প্রশ্ন হলো উত্তর কি?

পারলে উত্ত র দেন

উত্তর: উত্তর হচ্ছে একটা দিক।

  • আকাশে বাতাসে আছি

   পৃথীবিতে নেই

চাঁদ আর তারায় আছি

   সূর্যতে নাই

উত্তর: আকার।

  • আকাশেতে জন্ম তার

দিবা রাত্র্রিতে মানুষ

কেবল দেখে

উত্তর: সেটা হচ্ছে তারা।

  • খুললে দিতে হয়

না দিলে লস হয়

বলুন কি হবে?

উত্তর:

 

 

  • আল্লাহর কি মেহের বানী

লাঠির মাঝে শরবতের খনি

উত্তর: আখঁ (কুশাইর)।

  • আল্লার কি বেরেন

পাছায় লাগে

দিয়েছে কারেন ।

উত্তর: জোনাকি পোকা।

  • হাত পা তার ইটের সমান

অতি পুরু ছাল পেটে দিলে

বাড়ে তার মান

উত্তর: গম গাছ।

ধাঁধা সেরা কালেকশন 2022

  • ডাল নেই শাখাঁ নেই

আছে শুধু পাতা

উত্তর: আনারস গাছ।

  • কথা আছে প্রান নাই

পাতা আছে শাখা নাই

বলুন তো কি?

উত্তর: বই।

  • বিঁয়ের সময় দাদা দেয় একবার

আর বৌদে দেয় বারবার

বলুন তো কি?

উত্তর: সিঁদুর।

  • আট পায়ে চলি আমি

চার পায়ে বসি কুমির নই

আস্ত মানুষ কিন্তু গিলি

সেটার উত্তর কি?

উত্তর: পালকি।

  • চার দিকে বাধাঁ পানি সালা

আসলো কি করে?

উত্তর: নারিকেল।

  • কি তুমি ভাঙতে পারো সহজে

আচার না দিয়ে ?

উত্তর: প্রতিজ্ঞা

  • দিলে লাভ হয় না

দিলে ক্ষতি হয়

বলুনতো কি হবে নিজে আগে চেষ্টা করুন ?

উত্তর: দরজা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *