Skip to content

ঢাকা থেকে রাজশাহী ট্রেন সময়সূচী, ভাড়ার তালিকা, বন্ধের দিন 2024

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই পোস্ট জুরে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ট্রেন নিয়ে তাই আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। ভ্রমণের জন্য ট্রেনে বেশি আরাম পাওয়া যায় অন্য কোন পরিবহন এর চেয়ে ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। যারা এর আগে ট্রেনে একবার ভ্রমণ করেছেন তারাই বুঝে ট্রেনে ভ্রমণ করার আন্দটা কেমন। সুতরাং আপনারা যারা ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী খুজতেছেন তাদেরকে আমাদের এই পোস্টটে স্বাগতম আপনারা  এই পোস্ট থেকে ঢাকা থেকে রাজশাহী আসার জন্য ট্রেনের ভাড়া এখান থেকে পেয়ে যাবেন

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের নাম গুলো জানতে হবে এবং কোন ট্রেন কোন সময় যায় ঢাকা থেকে রাজশাহীতে সেটা ভালোভাবে জানতে হবে আপনাকে আরো জানতে হবে ট্রেনের টিকিট এর মূল্য কত ট্রেন ঢাকা থেকে রাজশাহী আসার পথে কতগুলো স্টেশন এর সাথে দেখা হবে আর এই সম্পূর্ণ তথ্য আমরা এই পোস্টটে তুলে ধরবো। তাই আপনারা এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন ও আপনার সময় অনুযায়ী যে ট্রেনে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ তথ্য ভালোভাবে জেনে নিবেন।

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে যতগুলো স্টেশন

এর সাথে আপনার দেখা হবে  সেগুলো নিচে দেওয়া হল

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার স্টেশনগুলো হল — বিমানবন্দর রেলস্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব , শহীদ মনসুর আলী চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর জংশন, টাঙ্গাইল জামতৈল জংশন, আব্দুল্লাপুর জংশন ও সারদা রোড এগুলো স্টেশন ঢাকা থেকে রাজশাহীর আশার সময় ট্রেনগুলো থামে এবং এবং যাত্রীদের কিছু সময় দেওয়া হয় তাদের সুবিধার জন্য তাদের কোনো চাপ থাকলে  তারা সেটা সেরে নেয়, যাত্রী সুবিধার জন্য ঢাকা থেকে রাজশাহী আসার সময় প্রতিটি ট্রেন স্টেশনগুলোতে থামে এবং যাত্রীদের কিছুটা সময় বিরতি দেয়।

তবে এখন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে রাজশাহী আসার প্রত্যেকটা ট্রেনের সময়সূচী আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হল প্রতিটি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা টেবিল আকারে –

প্রথমে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২

ঢাকা থেকে রাজশাহী আসার জন্য চারটি ট্রেন রয়েছে আর চারটি ট্রেনের মধ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন টি তাড়াতাড়ি গন্তব্য স্থানে পৌছিয়ে দেয় আমি তার টিকিট কাউন্টার থেকে সময় কালেক্ট করেছি যে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয় রাত 11. 00 টা এবং গন্তব্য স্থান রাজশাহী 7:30 পৌঁছায় ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে না সপ্তাহে ছয়দিন ট্রেনটি যাতায়াত করে এবং প্রতি মঙ্গলবার ট্রেনটি বন্ধ থাকে নিচে দেওয়া হল পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি –

ট্রেন নাম্বার বন্ধের দিন উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৭৫৯ মঙ্গলবার রাজশাহী ৪.০০ কমলাপুর ৯.৪০
৭৬০ কমলাপুর ১১.০০ রাজশাহী ৭.৩০

ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসার পথে অনেক কয়েকটি স্থান বা স্টেশনে থামায় যাত্রা বিরতি দিয়ে থাকে।

দ্বিতীয় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২

ধুমকেতু ট্রেনটি নিয়মিত ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করতেছে তবে ট্রেনটি সপ্তাহে ‍দু’দিন বন্ধ থাকে অথাৎ বুধবার ও বৃহষ্পতিবার বন্ধ থাকে।রাত ৬.০০ মিনিটে ট্রেনটি কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্য ছারে ট্রেনটি রাজশাহী রেল স্টেশনে পৌছায় ১১.৪০ মিনিটে। নিচে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি–

ট্রেন নাম্বার বন্ধের দিন উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৭৬৯ বুধবার

বৃহষ্পতিবার

কমলাপুর ৬.০০ রাজশাহী ১১.৪০
৭৭০ রাজশাহী ৯.২০ কমলাপুর ৪.৪৫

ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনটি অনেকগুলো স্টেশনে থামায় থামিয়ে যাত্রা বিরতি দেয়।

তৃতীয় বনলতা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি ২০২২

বনলতা এক্সপ্রেস ট্রেনটি একটি আধুনিক মানের ট্রেন রাজশাহী আন্ত:নগর এই ট্রেনটি সেবা দিয়ে থাকে। অন্যান্য ট্রেনের মত এই ট্রেনটিও যাত্রাপথে অনেক স্টেশন এ বিরতি দেয়। ট্রেনটি আন:নগর সেবায় যাত্রীদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে ট্রেনটি দ্রুত গতিতে গন্তব্য স্থানে পৌছায় ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্য কমলাপুর স্টেশন থেকে ১.৪০ মিনিটে ছেরে দেয়া হয়। আর ট্রেনটি পৌছায় ৬.৪০ মিনিটে। নিচে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সুচী –

ট্রেন নাম্বার বন্ধের দিন উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৭৯১ শুক্রবার কমলাপুর ১.৪০ রাজশাহী ৬.৪০
৭৯২ রাজশাহী ৬.৩০ কমলাপুর ১১.৩০

ট্রেনটি অন্যান্য ট্রেনের মত ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে।

চতুর্থ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২

 ট্রেনটি একটি ডিজিটাল মডেলের ট্রেন, ট্রেনটি একটি দ্রুতগতি সম্পূন্ন ট্রেন হওয়ায় যাতায়াতের জন্য যাত্রীরা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনকে বেশী বেচে নেয়।ট্রেনটিতে যাতায়াতের সময় ট্রেনটি অনেক স্টেশনে থামায় থামিয়ে যাত্রা বিরতি দেয় তাতে করে যাত্রীরা তাদের প্রয়োজনীয় চাপ সেরে নেয়।ট্রেনটি যাত্রীদের পছন্দের আরেকটি কারন হলো-ট্রেনটি আধুনিক ও বিলাসবহুল মানের।প্রয়োজনে নিচে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হলো –

ট্রেন নাম্বার বন্ধের দিন উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৭৫৩ রোববার কমলাপুর ৭.৫০ রাজশাহী ১.৫০
৭৫৪ রাজশাহী ৩.২০ কমলাপুর ৮.২০

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে রাজশাহী আসার পথে ট্রেনটি অন্যান্য ট্রেনের চেয়ে এই ট্রেনটি অনেকগুলো স্টেশনে যাত্রাবিরতি দেয়।

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী:

ট্রেনে ভ্রমণ করতে কার না ভালো না লাগে আর তাই ট্রেন এর টিকিট এর দাম সম্পর্কে আমাদের কে জানতে হবে। ট্রেনের টিকিট নেওয়ার জন্য এখন আর রেলস্টেশনে যাওয়ার লাগে, কারণ ট্রেনের টিকিট এখন অনলাইনে সংগ্রহ করা যায় বা নেওয়া যায় তাই আপনারা স্টেশন না গিয়ে নিজেই ট্রেনের টিকিট অনলাইনে নিতে পারেন তবে ট্রেনের টিকিটের মূল্য ট্রেনের আসনের উপর ভিত্তি করে ভিন্ন রকম দামের হয়ে থাকে। নিছে ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হল ছক আকারে আপনাদের সুবিধার্থে –

আসন বিভাগ জনপ্রতি টিকিটের মূল্য
এসি বার্থ ১০২০ টাকা
এসি সিট ৬৮০ টাকা
স্নিগ্ধা ৫৭০ টাকা
শোভন চেয়ার ৩৪০ টাকা
শেষ কথা: পরিশেষে একটি যে, আপনারা ট্রেনে উঠবার সমায় দেখে শুনে চরবেন তাড়াহৃরা করে কখনো ট্রেনে উঠবেন না।বর্তমান সময়ে ট্রেনে তাড়াহুরা করে উঠবার গিয়ে অনেকের প্রান গেছে তাই আপনারা ট্রেনে উঠার সমায তাড়াহুরা করবেন না। একটি জীবনের দূর্ঘটনা সারা জীবনের কান্না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *