Skip to content

কনক পরিবহনের সকল টিকিট কাউন্টার নাম্বার, ভাড়ার তালিকা, রুটম্যাপ ও অন্যান্য তথ্য সমূহ 2024

আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুড়ে বাংলাদেশের পরিবহন খাতে সর্ব্বোচ্চ ভূমিকা রাখা কনক পরিবহন নিয়ে। তাই আপনারা যারা কনক পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম ।আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন কনক পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত চলাচল করতেছে কনক পরিবহনটি। যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য  কতগুলো প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে পরিবহনের কর্মীরা।

সুতরাং আপনি যদি কনক পরিবহনে ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না থাকলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই কনক পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে গন্তব্য স্থানে ভ্র্রমন করতে পারবেন।

কনক পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি কনক পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কনক পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা কনক পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে কনক পরিবহনের সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

প্রথমে আমরা আলোচনা করব কনক পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ:

স্বপ্নের শহর ঢাকা শহরে আমরা অনেকেই কনক পরিবহনের টিকিট কাউন্টার খুঁজে পাই না তখন আমরা অনলাইনে সার্চ করে থাকি। মূলত তাদেরেই জন্য আ্মাদের আজকের এই পোষ্টটি আপনারা এখান থেকে অতি সহজেই কনক পরিবহনের ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার পেয়ে যাবেন। নিম্নে ঢাকা অঞ্চলের কনক পরিবহনের সকল টিকিট কাউন্টার দেওয়া হলো—

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন (Number)
01 মালিবাগ কাঁচাবাজার কাউন্টার, ঢাকা মোবাইল: 01997-014028
02 যমুনা ফিউচার পার্ক কাউন্টার, ঢাকা মোবাইল: 01997-014025
03 মিরপুর-১২ কাউন্টার, ঢাকা মেবাইল: 01997-014004
04 নর্দা বাজার কাউন্টার, ঢাকা মেবাইল: 01997-014258.
05 গোলাপবাগ কাউন্টার, ঢাকা মেবাইল: 01997-014016

কনক পরিবহনের খুলনা অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ:

নিচে সুন্দরভাবে পর্যায়ক্রমে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন (Number)
01 নিউ মার্কেট কাউন্টার, খুলনা মোবাইল: 01997-914265
02 শিরোমণি কাউন্টার,খুলনা মোবাইল: 01997-014261
03 খুলনা সদর কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014013
04 রয়েল মোড় কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014266
05 ফুলতলা কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014260
06 নতুন রাস্তা কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014264
07 ফুলবাড়ি গেইট কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014263
08 সোনাডাঙ্গা কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014267
09 দৌলতপুর কাউন্টার, খুলনা মেবাইল: 01997-014262

কনক পরিবহনের ভাড়ার তালিকা:

কনক পরিবহনের ভাড়া সর্ম্পকে আমরা অনেকেই অনলাইনে সার্চ করে থাকি কনক পরিবহনের ঢাকা থেকে খুলনা যশোর কুয়াকাটা ইত্যাদি রুটের ভাড়ার তালিকা দেওয়া হলো —

স্থান ভাড়ার তালিকা
সিরিয়াল এসি নন এসি
ঢাকা থেকে যশোর ৯৫০ টাকা ৫৫০ টাকা
যশোর থেকে ঢাকা ৯৫০ টাকা ৫৫০ টাকা
ঢাকা থেকে বেনাপোল ১০৫০ টাকা —–
ঢাকা থেকে খুলনা ৭০০ টাকা —–

কনক পরিবহন এর রুট সমূহ :

কনক পরিবহন: পরিবহনটি বাংলাদেশের নির্দিষ্ট কতগুলো রুটে চলাচল করে থাকে. তবে এর রুট  সংখ্যা অনেক বেশি নয়। এবং বিভিন্ন জেলায় রুটগুলো রয়েছে. তবে অনেক যাত্রী রয়েছেন যারা এই কনক পরিবহনের রুটগুলো সম্পর্কে জানতে চায় । সুতরাং আজ আমরা সমস্ত বাংলাদেশের এই পরিবহনের রুটগুলো এখানে তুলে ধরেছি। নিচে থেকে রুটগুলো সম্পর্কে জানতে পারবেন।

  • ঢাকা থেকে খুলনা
  • ঢাকা থেকে যশোর
  • খুলনা থেকে ঢাকা
  • ঢাকা থেকে কুয়াকাটা
  • কুয়াকাটা থেকে ঢাকা
  • যশোর থেকে ঢাকা ইত্যদি রুটে নিয়মিত চলাচল করে কনক পরিবহনটি

কনক পরিবহনের নিয়মাবলী :

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে

কনক পরিবহনের গুনগতমান :

কনক পরিবহন অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

কনক পরিবহন এর বৈশিষ্ট্য সমূহ :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

উপসংহার: পরিশেষে একটি কথা কনক পরিবহনের যে, ভাড়ার তালিকা দেওয় হলো তা একটু গড়মিল হতে পারে। সেজন্য কাঙ্খিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে আপনার গন্তব্য স্থানের ভারা জেনে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *