Skip to content

এস আর ট্রাভেলস পরিবহনের সকল টিকিট কাউন্টার, রুটম্যাপ, ভাড়ার তালিকা ও অন্যান্য তথ্যসমূহ 2024

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুড়ে বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা এস আর ট্রাভেলস পরিবহন নিয়ে। তাই আপনারা যারা এস আর ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম ।আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন এস আর ট্রাভেলস পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত চলাচল করতেছে এস আর ট্রাভেলস পরিবহন। যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য 200 টিরও বেশী প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে পরিবহনের কর্মীরা

শুধু তাই নয়, আপনি যদি এস আর ট্রাভেলস পরিবহন ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না থাকলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই এস আর ট্রাভেলস পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে ভ্রমণ করুন।

এস আর ট্রাভেলস পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি এস আর ট্রাভেলস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এস আর ট্রাভেলস পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা এস আর ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে এস আর ট্রাভেলস পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

এস আর ট্রাভেলস পরিবহনের ঢাকা অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

আব্দুল্লাহপুর- কাউন্টার ঢাকা মোবাইল: 01711944023

গাবতলী টার্মিনাল, কাউন্টার ঢাকা মোবাইল:01991177415

সাভার, কাউন্টার ঢাকামোবাইল:01711519191

গাজীপুর, কাউন্টার ঢাকা মোবাইল: 01991177425

খাজা মার্কেট, কাউন্টার মিরপুর মোবাইল:01991177421

পান্থপথ . কাউন্টার ঢাকা মোবাইল:01991-177456

বাইপাইল, কাউন্টার ঢাকা মোবাইল:01915410367

কাল্লিয়ানপুর, কাউন্টার ঢাকা মোবাইল:01711394801

টি এবং বি গাবতলী, কাউন্টার ঢাকা মোবাইল:01991177463

মহাখালী, কাউন্টার ঢাকা মোবাইল:01552315831

চন্দ্রা, কাউন্টার ঢাকা মোবাইল:01991177426

উত্তরা টিকেট কাউন্টার ঢাকা মোবাইল:01552315318

এস আর ট্রাভেলস পরিবহনের রাজশাহী অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

পলাশবাড়ী, কাউন্টার মোবাইল:01710-905592

বগুড়া-সাতমাথা কাউন্টার মোবাইল:01711394802

বগুড়া, বনানী কাউন্টারমোবাইল:01991177432

মোকামতলা কাউন্টার বগুড়া মোবাইল:01991177435

জয়পুরহাট কাউন্টার মোবাইল:01991177436

থান্থানিয়া কাউন্টার বগুড়া ফোন: 051-67055

বগুড়া শেরপুর বাসস্ট্যান্ড কাউন্টার মোবাইল:01712-568356

বগুড়া অভ্যন্তরীণ জেলা টার্মিনাল কাউন্টার ফোন:0644-5100066

নওগাঁ-ঢাকা কোচ স্ট্যান্ড কাউন্টার মোবাইল:01711394803

শেরপুর, কাউন্টারমোবাইল:01991-177431

নওগাঁ কাউন্টার মোবাইল:01552-323264

এস আর ট্রাভেলস পরিবহনের রংপুর অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

রংপুর কাউন্টার জাহাজ কো: অফিস মোবাইল:01193009310

শুটিবাড়ি রংপুর মোবাইল:01717973578

সান্তাহার রেলগেট, কাউন্টার রংপুর মোবাইল:01556-331033

কামারপাড়া বাস স্ট্যান্ড কাউন্টার মোবাইল:01552315392

গোবিন্দগঞ্জ কাউন্টার, সোনালী ব্যাংক ভবন মোবাইল:01712-260633

নীলফামারী সদর কাউন্টার মোবাইল:01991177448

সৈয়দপুর, কাউন্টার নীলফামারী মোবাইল:01991177447

ডোমার উপজেলা আমবাড়ীরহাট কাউন্টার মোবাইল:01991177460

ভাদুরিয়া কাউন্টার দিনাজপুর মোবাইল:01991177470

দিনাজপুর সদর কাউন্টার মোবাইল:01991177465

হিলি কাউন্টার মোবাইল:01991177438

ফুলবাড়ী, কাউন্টার দিনাজপুরমোবাইল:01991177458

রানীগঞ্জ, কাউন্টার দিনাজপুরমোবাইল:01991177471

বিরামপুর, কাউন্টার দিনাজপুর মোবাইল:01991177459

দেবীগঞ্জ থানা, কাউন্টার পঞ্চগড় মোবাইল:01991177472

লালমনিরহাট সদর কাউন্টার মোবাইল:01712218098

মিশন রোড কাউন্টার, লালমনিরহাট মোবাইল:01917-199993

রেলগেট কাউন্টার লালমনিরহাট মোবাইল: 01712-18098

হাতীবান্ধা, কাউন্টার লালমনিরহাট মোবাইল:01991177450

তুষার ভান্ডার বাস স্ট্যান্ড কাউন্টার মোবাইল:01717288540

গাইবান্ধা কাউন্টার গনেস মার্কেট মোবাইল:01712-579545

পলাশবাড়ী, কাউন্টার গাইবান্ধা মোবাইল:01710905592

 

এস আর ট্রাভেলস পরিবহন এর টিকিটের মূল্য:

এস আর ট্রাভেলস পরিবহন প্রতিটি জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন নিয়মিত যাতায়াত করতেছে আর আপনি যদি এস আর ট্রাভেলস পরিবহনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এস আর ট্রাভেলস পরিবহন এর টিকিটের মূল্য জেনে রাখবেন। তাতে করে আপনার অনেক সুবিধা হবে নিচে এস আর ট্রাভেলস পরিবহন এর জনপ্রতি টিকিটের মূল্য দেওয়া হল —

উৎস গন্তব্য জনপ্রতি  টিকিটের মূল্য নন এসিজনপ্রতি টিকিটের মূল্য  এসি ঢাকাগাইবান্ধা৪৫০ টাকা৬৫০ টাকা ঢাকা জয়পুরহাট৪৪০ টাকা৬০০ টাকা ঢাকানীলফামারী৬০০ টাকা৭০০ টাকা ঢাকাআমবাড়ীর হাট৬০০ টাকাঅনুঅপস্থিত ঢাকানওগাঁ৫৫০ টাকা৬০০ টাকা ঢাকাবগুড়া৩৫০ টাকা৫৫০ টাকা ঢাকারংপুর৫৫০ টাকা৬৫০ টাকা

আর ট্রাভেলস পরিবহনের রুট সমূহ:

এস আর ট্রাভেলস পরিবহন এর রুট সম্পর্কে আমরা অনেকেই জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকি এখান থেকে আপনারা জেনে নিতে পারেন, এস আর ট্রাভেলস পরিবহন এর রুটগুলো নিম্নে তা দেওয়া হল —

  • ঢাকা থেকে জয়পুরহাট
  • ঢাকা থেকে বুড়িমারী
  • ঢাকা থেকে নীলফামারী
  • ঢাকা থেকে নওগাঁ
  • ঢাকা থেকে দিনাজপুর
  • ঢাকা থেকে পঞ্চগড়
  • ঢাকা থেকে লালমনিরহাট
  • ঢাকা- থেকে-বগুড়া
  • ঢাকা থেকে গাইবান্ধা
  • ঢাকা থেকে রংপুর
  • ঢাকা থেকে জয়পুরহাট
  • ঢাকা থেকে বুড়িমারী ইত্যাদি রুটে নিয়মিত চলাচল করে।

এস আর ট্রাভেলস পরিবহনের নিয়মাবলী:

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *