Skip to content

আগমনী এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার, ভাড়ার তালিকা, নিয়মাবলী আপডেট তথ্য ২০২৩

 • by

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা পরিবহন আগমনী এক্সপ্রেস পরিবহন এই পরিবহনটি একটি জনপ্রিয় পরিবহন। এই পরিবহনটি বাংলাদেশের বেশ কয়েকটি রুটে চলাচল করে নিয়মিত পরিবহনটি চলাচল করে আগমনী এক্সপ্রেস পরিবহন । পরিবহনটির একটি বৈশিষ্ট খুবই ভালো যা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবহনটি গন্তব্য স্থানে পৌছে দিতে চেষ্টা করে। যাত্রীদের সবোর্চ্চ সেবা প্রদার করার লক্ষে পরিবহনের কর্তপক্ষরা সূদক্ষ কিছু কর্মচারী নিয়োগ করেছেন যাতে করে যাত্রীরা কোন অসূবিধা মনে না করে।তবে আপনারা যারা সার্বিক পরিবহন এর টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। এখান থেকে প্রয়োজনীয় সার্বিক পরিবহনের সব তথ্য পেয়ে যাবেন। নিচে তথ্য গুলো দেওয়া হলো —

আগমনী এক্সপ্রেস পরিবহনের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

আগমনী এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ময়নুল পরিবহন এর টিকিট কাউন্টার লোকেশন ও মোবাইল নাম্বার জেনে রাখতে হবে। তাতে করে আপনার অনেক সুবিধা হবে আপনি তাড়াতাড়ি অতি সহজেই টিকিট বুক করতে পারবেন কোন ঝামেলা পোহাতে হবে না। তাই আপনারা যারা আগমনী এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে খুঁজতেছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। পর্যায়ক্রমে টিকিট কাউন্টার গুলোর নাম দেওয়া হল —

আগমনী এক্সপ্রেস পরিবহন  ঢাকা জেলার টিকিট কাউন্টার সমূহ:

ঢাকা শহর একটি ব্যস্ত আর এই ব্যস্ত শহরে মানুষ নিজ কর্মে নিজ ব্যস্ত থাকে তাইতো কেউ কারো খবর নেয় না। আর এই ব্যস্ত শহরে  অনেকেই আগমনী এক্সপ্রেস পরিবহনের টিকিট খুজে পায় না মূলত তাদেরই জন্য আমাদের এই আর্টিকেলটি।

নিচে পযায়ক্রমে দেওযা হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল//ফোন
০১ গাবতলি কাউন্টার, ঢাকা মোবাইল: 02-8013149
০২ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01712-083653
০৩ মুহাম্মদপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01727215083

আগমনী এক্সপ্রেস পরিবহন  রাজশাহী ও বগুড়া জেলার টিকিট কাউন্টার সমূহ:

আপনারা যারা রাজশাহী ও বগুড়া অঞ্জলের মানুষ আগমনী এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে ভ্রমন করতে আগ্রহী কিন্ত টিকিট কাউন্টার এর নাম্বার অনলাইনে সার্চ কবরতেছেন তাদেরকে বলবো আপনারা এখান আগমনী এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন।

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল//ফোন
০১ রাজশাহী বাস স্ট্যান্ড কাউন্টার, রাজশাহী মোবাইল: 0721-774652
০২ শেরপুর রোড, সাতমাথা কাউন্টার, বগুড়া মোবাইল: 01726-557922

আগমনী এক্সপ্রেস পরিবহন রংপুর জেলার টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার নাম মোবাইল//ফোন
০১ জি এল রায় রোড কাউন্টার, রংপুর মোবাইল: 01712-092123
০২ জাহাজ কোম্পানি মোড় কাউন্টার, রংপুর মোবাইল: 01712-092123
০৩ কামারপাড়া বাস স্ট্যান্ড কাউন্টার, রংপুর মোবাইল: 01911-416861

আগমনী এক্সপ্রেস পরিবহনের রুট  সমূহ :

ময়নুল পরিবহন টি বাংলাদেশের বিভিন্ন রুটে চলাচল করে। রুট গুলো তুলে ধরা হলো আপনাদের সুবিধার্থে নিচে —

 • ঢাকা থেকে রংপুর
 • রংপুর থেকে ঢাকা
 • ঢাকা থেকে রাজশাহী
 • বগুড়া থেকে ঢাকা

আগমনী এক্সপ্রেস পরিবহনের নিয়মাবলী:

 • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
 • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
 • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
 • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
 • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
 • অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা

গাড়ির গুনগতমান :

আগমনী এক্সপ্রেস অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

আগমনী এক্সপ্রেস এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *