Skip to content

অরিন ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টার রুটম্যাপ ও অন্যান্য সব আপডেট তথ্য

  • by

আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই আর্টিকেলটি জুড়ে বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা অরিন ট্রাভেলস পরিবহন নিয়ে। তাই আপনারা যারা অরিন ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম ।আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন অরিন ট্রাভেলস পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত চলাচল করতেছে অরিন ট্রাভেলস পরিবহন। যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য 200 টিরও বেশী প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে পরিবহনের কর্মীরা

শুধু তাই নয়, আপনি যদি অরিন ট্রাভেলস পরিবহন ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না থাকলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই অরিন ট্রাভেলস পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে ভ্রমণ করুন।

অরিন ট্রাভেলস পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি অরিন ট্রাভেলস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অরিন ট্রাভেলস পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা অরিন ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে অরিন ট্রাভেলস পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

অরিন ট্রাভেলস পরিবহনের ঢাকা জেলার টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ সাভার বাস ষ্ট্যান্ড কাউন্টার, ঢাকা মোবাইল: 01785-992996
০২ বাইপাইল( আজিজ ফিলিং ষ্টেশন) কাউন্টার,ঢাকা মোবাইল: 01755-431572
০৩ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01785-993004
০৪ কোনাবাড়ী কাউন্টার, ঢাকা মোবাইল: 01784-411053
০৫ গাবতলি কাউন্টার, ঢাকা মোবাইল: 01785-993008
০৬ সাইনবোর্ড কাউন্টার, ঢাকা মোবাইল: 01741-220408
০৭ হেমায়েতপুর কাউন্টার, সাভার, ঢাকা মোবাইল: 01737-534296
০৮ আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01741-220272
০৯ চন্দ্রা কাউন্টার,গাজীপুর, ঢাকা মোবাইল: 01709-989433
১০ জিরানি বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা মোবাইল: 01709-989433
১১ গাজীপুর বাইপাস কাউন্টার, ঢাকা মোবাইল: 01741-220346

অরিন ট্রাভেলস পরিবহনের গাইবান্ধা জেলার টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ পলাশ বাড়ী কাউন্টার, গাইবান্ধা মোবাইল: 01749-454967
০২ গাইবান্ধা কাউন্টার, ১নং ট্রাফিক মোড়। গাইবান্ধা মোবাইল: 01764-201108
০৩ গোবিন্দগঞ্জ কাউন্টার, গাইবান্ধা মোবাইল: 01761-084141
০৪ ঢোলভাঙ্গা কাউন্টার, গাইবান্ধা মোবাইল: 01761-086500
০৫ বাস টার্মিনাল কাউন্টার, গাইবান্ধা মোবাইল: 01764-201109

অরিন ট্রাভেলস পরিবহনের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

আপনারা যারা অরিন ট্রাভেলস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন এবং অরিন ট্রাভেলস পরিবহনের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার টিকিট কাউন্টার অনলাইনে অনুসন্ধান করতেছেন। তাদেরকে বলব আপনার এখান থেকে অরিন ট্রাভেলস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন। নিচে দেওয়া হল —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ সিরাজগঞ্জ রোড কাউন্টার, সিরাজগঞ্জ মোবাইল: 01782-050785
০২ মোকামতলা কাউন্টার, বগুড়া মোবাইল: 01751-431405

অরিন ট্রাভেলস পরিবহনের রুট সমূহ:

  • ঢাকা থেকে বগুড়া
  • বগুড়া থেকে ঢাকা
  • ঢাকা থেকে গাইবান্ধা
  • গাইবান্ধা থেকে ঢাকা

অরিন ট্রাভেলস পরিবহনের নিয়মাবলি:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে

অরিন ট্রাভেলস পরিবহনের গুনগতমান :

অরিন ট্রাভেলস অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

অরিন ট্রাভেলস পরিবহন এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *