জীবনী

তামিম ইকবালের জীবন কাহিনী ও অজানা তথ্য | Cricketer Tamim Iqbal Biography

তামিম ইকবালের জীবন কাহিনী ও অজানা তথ্য | Cricketer Tamim Iqbal Biography! তামিম ইকবাল আজকে আমরা হাজির হয়েছি বাংলাদেশের ড্রেসিং ওপেনার তামিম ইকবাল এর জীবন কাহিনী  ও অজানা তথ্য নিয়ে ।যদি বাংলাদেশের এই ওপেনারের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে আমাদের এই পোষ্টে স্বাগতম আপনারা এখান থেকে বাংলাদেশের ড্রেসিং ওপেনার তামিম ইকবাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন  ।বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল তিনি তিন ফরমেটে তার আধিপত্য দেখিয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনি তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের অধিকারী শুধু তাই নয় বাংলাদেশের ক্রিকেটে দেশ সেরা ওপেনারতিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের 10 ধরে শেবা দিয়ে যাচ্ছেন চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল বিষয়ে।

তামিম ইকবালের জীবন কাহিনী ও অজানা তথ্য | Cricketer Tamim Iqbal Biography
তামিম ইকবালের জীবন কাহিনী ও অজানা তথ্য | Cricketer Tamim Iqbal Biography

তামিম ইকবালের পরিচয়

জন্ম 1989 সালের 20 মার্চ চট্টগ্রামে

পিতার নাম ইকবাল খান

মাতার নাম নুসরাত ইকবাল

চাচা ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান আকরাম খান

ভাইয়ের নাম নাফিস ইকবাল

তামিম ইকবালের বিবাহ

ক্রিকেটে অভিষেকের 6 বছর পরই 2013সালে আয়েশা সিদ্দিকী এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন দীর্ঘদীন একে অপরকে চেনারপর ।বর্তমানে তারা একটি সন্তানের জনক ও জননী । তার ছেলের নাম রেখেছেন আরহাম খান

তামিম ইকবালের ক্যারিয়ার শুরু

বাংলাদেশের ড্রেসিং ওপেনার তামিম ইকবালের প্রথম অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ 2007 সালের 9 ফেব্রুয়ারি সেই ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেন তারপর থেকেই শুরু হয় তার ক্রিকেট অঙ্গনে তার ক্যারিয়ার । সেই বছরই 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় এবং এরপরে টেস্ট এ  তার অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে । 2007 সালে বিশ্বকাপে তামিম ইকবাল দুর্দান্ত পারফর্ম করেন ক্রিকেটে পরাশক্তি ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম কড়াই বাংলাদেশ দলের এক অবিস্মরণীয় জয় যা আজও ক্রিকেটপ্রেমীদের মনে আছে সেই অবিস্মরণীয় জয়টি শুধু তাই নয় তিনি বাংলাদেশের হয়ে তিন ফরমেটে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এখন পর্যন্ত সব ফরম্যাটে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক এছাড়া ইনিংস সর্বোচ্চ 154 রান করেন দেশ সেরা এই ওপেনার তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে  ।এবং টি20তে সর্বোচ্চ রান 103 রান  করেন বাংলাদেশ এই ড্রেসিং ওপেনার  ।টেস্ট ও তার 206 রান সর্বোচ্চ আর এই 206 রান এই রানের পাহাড় তুলে পাকিস্তানের বিপক্ষে

ক্যারিয়ার সেরা তামিম ইকবাল

বাংলাদেশের হয় এই দেশ সেরা ওপেনার এখন পর্যন্ত 47 টি টেস্ট ম্যাচ খেলে 39 পয়েন্টস 57 তার গড় রান ও সর্বমোট রান হচ্ছে টেস্টে 3443 রান  তার ঝুলিতে রয়েছে । 20টি ফিফটির পাশাপাশি নয়টি সেঞ্চুরি করেন ।তিনি ওয়ানডে ফরমেট ও দুর্দান্ত পারফর্ম করে থাকেন এ পর্যন্ত তিনি বাংলাদেশ দলের হয়ে অন্য ফরম্যটে 168 টি ম্যাচ খেলেছেন । তার ওয়ানডে ফরম্যটে গর রান 34 .43 গড়ে রান 5400 রান করেন । তিনি ব্যাট হাতে 35 টি ফিফটি এর পাশাপাশি আর 8 টি সেঞ্চুরি করেন। টি-টোয়েন্টিতে দেশ সেরা ওপেনার ম্যাচ খেলেন 55 টি তার গড় রান  টি-টোয়েন্টিতে 21 পয়েন্ট 86 এই গরে তিনি রান করেছেন 1202 রান চারটি ফিফটি একটি সেঞ্চুরি রয়েছে সেঞ্চুরি করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে সেই ম্যাচে তিনি অপরাজিত ছিলেন এই দেশসেরা ওপেনার

তামিম ইকবালের প্রথম বিশ্বকাপ

2007 সালে বাংলাদেশের হয়ে দেশের এই ওপেনার বিশ্বকাপ খেলেন এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে খেলেন সেই ম্যাচে তিনি অবিস্মরণীয় পারফর্ম করেন 53 বলে 51 রান করেন যা ভারতীয় দলকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ।

তামিম ইকবাল দেশ সেরা ওপেনার কেন

আমরা সকলেই জানি সেই 2007 সাল থেকে তামিম ইকবাল বাংলাদেশের ওপেনিং এ বড় একটি নাম এবং এর পাশেই অনেকেই নাম লিখিয়েছেন কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি শুধু একজনই তিনি হচ্ছেন তামিম ইকবাল তার সাথে অনেকেই জুটি বেঁধেছেন কিন্তু কারো পথ দীর্ঘ হয়নি যেমন ইমরুল , এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার অনেকেই কিন্তু তামিম ইকবালই শুধু আছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছেন সেজন্যই বাংলাদেশের ডেসিং ওপেনার বলা হয় তাকে

তামিম ইকবালের প্রথম পুরস্কার

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার 2011 সালে তামিম ইকবাল ক্রিকেটার্স এলমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন গ্রীন সোয়ান ও বীরেন্দ্র সেবাককে পিছনে ফেলে তামিম ইকবালেই এই খেতাব জিতে নেন।

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button