শাকিব খান এর জীবনী ও অজানা কিছু তথ্য | Shakib Khan Biography! শাকিব খান আমরা যাকে ঢালিউডের কিং হিসেবে চিনি তিনি হচ্ছেন শাকিব খান, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে তার গুরুত্ব অনেক বেশি তিনি বর্তমানে বাংলাদেশের একজন সেরা নায়ক । এবং শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রে তার অবদান অনেক বাংলাদেশের আরেক নায়ক পর্দা কাঁপানো মান্না মরে যাওয়ার পর। শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে 2008 সাল থেকে শুরু করে 2015 সালের মধ্যে তিনি অনেক সিনেমা বানিয়ে ছিলেন ফিলিম ইন্ডাস্ট্রি কে টিকিয়ে রাখার জন্য তিনি দিনরাত শুটিং করেছিলেন এবং একের পর এক ছবি বানিয়ে ছিলেন এবং একটি ছবি দর্শকের মন কেড়ে নিয়েছিল প্রত্যেকট সিনেমায় ব্যবসা সফল হয়েছিল ।এবং শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভূমিকা এখন পর্যন্ত পালন করে যাচ্ছেন, তিনি ছাড়া বর্তমানে বাংলাদেশের নায়ক আর কেউ কেমনভাবে হিট হতে পারেনি এখন পর্যন্ত একমাত্র শাকিব খানের বাংলাদেশ চলচ্চিত্রে তার প্রভাব রয়েছে
শাকিব খানের পরিচয়:
জন্ম 28 মার্চ 1979
ডাকনাম মাসুদ রানা শেখ
পিতার নাম আব্দুর রব
মাতার নাম নুরজাহান
ভাই/বোন এক ভই এক বোন
শাকিব খানের ক্যারিয়ার শুরু:
শাকিব খান ছোটবেলা থেকেই তার চলচ্চিত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল আর সেই আকর্ষণ এর ফলে শাকিব খান এখন বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক বা স্টার, আর শাকিব খানের চলচ্চিত্রে তার প্রথম অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত, অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে হাজার 1999 সালে এবং এরপর থেকে তিনি অনেক সিনেমা দর্শককে উপহার দিয়েছেন এরপর থেকে তিনি সিনেমা তৈরি করেছিলেন এবং প্রত্যেকটা সিনেমা ব্যবসাসফল হয়েছে 2006 সাল থেকে আমার প্রাণের স্বামী ও চলচ্চিত্রে তার একটি সিনেমা না বললেই নয় সেটি হচ্ছে পিয়া আমার পিয়া, সিনেমাটি একটি হলে মিনিমাম দুই সপ্তাহ চলেছিল । এমনকি কোন কোন সিনেমা হল এই সিনেমাটি পরবর্তীতে আবার হলে নিয়ে এসেছিল এবং পরবর্তীতে সিনেমাটিতে ব্যাপক লাভ পেয়েছিল হল মালিকরা এই সিনেমাটি 2008 সালে মুক্তি পেলে চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের নাম কে আরো প্রসারিত হয় এবং এই সিনেমাটি থেকে তাকে আর পিছনে ফেরাতে হয়নি প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি দর্শকের মন কেরে নিয়েছিল। তারপর থেকেই শাকিব খান একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে 2009 সালে বলবো কথা বাসর ঘরে সিনেমায় জুটি বাধেন বাংলাদেশ আরেক পর্দা কাপানো কুইনস্টার বলে যাকে আমরা চিনি তিনি হচ্ছেন শাবনূর আর এই শাবনুর এর সাথে জুটি বাধে সুপারস্টার শাকিব খান। এবং সেই সিনেমাটি দর্শকের মন কেড়ে নিয়েছিল এবং সিনেমাটি অনেক টাকা ইনকাম করেছিল
শাকিব খানের বিবাহ ও বিচ্ছেদ:
শাকিব খান বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2008 সালে ঢালিউডের কুইন অপু বিশ্বাস এর সঙ্গে তারা একটি সন্তানের জনক ও জননী। কিন্তু তাদের এই বিবাহ বন্ধনের জার্নি বেশিদিন লম্বা হয় নি ।কোন এক কারনে তাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে 2017 সালে তারা বিচ্ছেদ হয় ।
শাকিব খান অভিনেতা হিসেবে কেমন:
শাকিব খান অভিনেতা হিসেবে অনেক ভালো তিনি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে তার নামটি পাকাপোক্ত ভাবে লিখেয়েছেন। এবং তিনি নিয়মিত ছবির শুটিং করে যাচ্ছেন এবং একের পর এক নতুন নতুন সিনেমা উপহার দিচ্ছেন এখন আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিনেমা তৈরি করতেছেন তিনি অপার বাংলা কলকাতায় তার নাম নাম কেলিখিয়েছেন তিনি 2016 সালে ওপার বাংলা কলকাতায় শিকারি সিনেমা তৈরি করেন তাতে নায়িকা হিসেবে কলকাতার কুইনস্টার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন শুধু তাই নয় ভাইজান এলো রে নাকাব সিনেমা তৈরি করেন কলকাতায় ও শাকিব খান এর সিনেমা ব্যবসাসফল হয়েছিল।
শাকিব খান কতগুলো সিনেমা তৈরি করেছেন :
শাকিব খান প্রায় 250 টি সিনেমাতে কাজ করেছেন এবং তার প্রত্যেকটি সিনেমা ব্যবসাসফল শুধু কয়েকটি সিনেমা বাদে তিনি নাম্বার ওয়ান শাকিব খান সিনেমা। একটি ব্যবসাসফল সিনেমা ছিল 2011 সালে এই সিনেমাটি রংপুর শাপলা হল এই সিনেমাটি দীর্ঘদিন হলে চালিয়েছিল এবং অনেক টাকা আয় করেছিলেন
শাকিব খানের পুরষ্কার:
বাংলাদেশের সুপারস্টার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং মেরিল প্রথম আলো পুরস্কার পান তিনিচারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
শাকিব খান কোন সিনেমা তৈরিতে পারদর্শী:
শাকিব খান কে আমরা সবাই চিনি প্রেমিক নাম্বার ওয়ান হিসেবে, শাকিব খান অন্য সিনেমার ক্যারেক্টার এর চাইতে প্রেম বিষয়ক সিনেমায় অনেক ভালো অভিনয় করেন এবং তার প্রেম বিষয়ক প্রত্যেকটি সিনেমা দর্শকের মন কেরেছেন ।