শিক্ষা

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (Primary Teacher Exam Preparation 2025)

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (Primary Teacher Recruitment Exam Preparation 2025 Important Questions and Answers Phase)! আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যা প্রাইমারি পরীক্ষা ২০২৫ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আসন্ন প্রাইমারি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এখানে কতগুলো ইম্পরর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়েছি, অনেক ধরনের বই থেকে রিচার্জ করে আমরা এগুলো প্রশ্ন-উত্তর নিয়েছি। আশা করি আপনাদের প্রাইমারি পরীক্ষা ২০২৫ এর জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তাই আপনারা যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন —

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫

নিচে বিগত সালের বিভিন্ন ধরনের চাকরীর পরীক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর কালেক্ট করা হয়েছে আশা করি আপনার প্রাইমারি পরীক্ষা প্রস্তুতি ২০২৫ এ কাজে আসবে।

আলো ও ছায়া কাব্য গ্রন্থটির রচিয়তা কে?

=কামিনী রায়

হরতাল কোন ভাষার শব্দ?

=গুজরাটি

তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ কার?

=প্রমথ চৌধুরী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?

=গৃহদাহ

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার?

=প্রমথ চৌধুরী

বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?

=রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

=১৯১৩ সালে।

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?

=গোরা

গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায়?

=সাধু চলিত ভাষার মিশ্রণ

জলে-স্থলে কি সমাস?

=অলুক দ্বন্দ্ব

নীরস এর সন্ধি বিচ্ছেদ করুন?

=নি:+  রস

দয়া-মায়া কোন সমাসের উদাহরণ?

=সহচর দ্বন্দ্ব

শাবনুর এর ব্যাসবাক্য কোনটি?

=চাঁদের মতো মুখ

নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

=ষড়ঋতু

মুসলিমদের মক্কা বিজয় সংঘটিত হয় কবে?

=৬৩০ খ্রিস্টাব্দে

বায়তুল হিকমা কি?

=জ্ঞানচর্চার কেন্দ্র

তিনটি প্রধান ধর্মের মিলনকেন্দ্র কোথায়?

=জেরুজালেম

বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?

=হিব্রু

আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ?

=সিসিলিস

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫

আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?

=পারস্য উপসাগর

ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?

৫৪৩ জন

বাগদাদ নগরী ধ্বংসকারী হিসেবে কুখ্যাত মঙ্গল নেতা?

=হালাকু খান

কোন দেশ মিলিয়ন টাকার নোট ব্যবহার করে?

=জিম্বাবুয়ে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

=১৩৭ নং অনুচ্ছেদ

বাংলাদেশ নির্বাচন কমিশন কত সালে গঠিত হয়?

=১৯৭১ সালে

আওয়ামী লীগের মূল নাম বা আদি নাম কি?

=আওয়ামী মুসলিম লীগ

বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?

=সপ্তম

বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা কত?

=27 টি

বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে

=১৭ বার

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

=লুই আই কান

জাতীয় সংসদের ব্রেজ্ঞ আছে যে জেলায়?

=রংপুর

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?

=রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ কততম রাষ্ট্রপতি ছিলেন?

=১৮ তম

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?

=রাষ্ট্রপতি

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫

বাংলাদেশ সংবিধান কত নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক এর কথা বলা হয়েছে?

২৩ নং

নিচের কোনটি মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কেন্দ্র স্থান?

=সচিবালয়

বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল ?

=তত্ত্বাবধায়ক সরকার

কোন খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে?

=হযরত ওমর (রা:)

মানুষের বৈজ্ঞানিক নাম কি?

=Homo Sapiens

তেলাপোকা প্রাণী জগতের কোন পর্বের প্রাণী?

=অর্থ পোডা

কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে?

=লিগামেন্ট

দেহকে নড়াচড়া ও সজনি সাহায্য করে কোন পেশী?

=ঐচ্ছিক পেসি

যে প্রাণীর তিনটি হৃদপিণ্ড আছে?

=হাঙ্গর

মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি?

=চারটি

শ্রেণিবিন্যাসের সাতটি ধাপ এর মধ্যে সর্বোচ্চ ধাপ কোনটি?

=জগৎ

Rosa Centifolia কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম?

=গোলাপ

প্রাণিজগতের পর্ব কয়টি?

=দশটি

কোনটি মেরুদণ্ডহীন/অমেরুদণ্ডী প্রাণী?

=কেচো

ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূত্বক প্রধানত কয়টি বড় প্লেট দ্বারা গঠিত?

=৭ টি

যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবীর অবস্থান করে তখন কি হয়?

=চন্দ্রগ্রহণ

পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখা কে বলে?

=অক্ষরেখা

মহাকাশে যাত্রা প্রথম সূচনা করে কোন দেশ?

=সোভিয়েত ইউনিয়ন

কোন স্তন্যপায়ী প্রানি ডিম দেয়?

=প্লাটিপাস

ইন্টারনেট লিংক থেকে লিংকে গমন করাকে বলা হয়?

=নেভিগেশন

কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে?

=ইন্টারনেট

Oracle উন্নয়ন করা হয় কত সালে?

=১৯৭৭ সালে

বিশ্বগ্রাম কি?

=তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব

ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়?

=ত্রিমাত্রিক

ইন্টারনেটে চ্যাট করা হয় এখানে chat অর্থ কি?

=খোশগল্প করা

ট্রানজিস্টার ব্যবহার হয় কোন প্রজন্মের পিসিতে?

=Second

প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়?

=Vacuum

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক?

=শেখ মুজিবুর রহমান

মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলায় স্থল সীমান্ত আছে?

=চারটি

দেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্র বন্দর পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করা হয় কত তারিখ?

=১৩আগস্ট, ২০১৬ সালে

ঢাক প্রথম রাজধানী করেন কে?

=ইসলাম খান

2016 সালের সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি?

=বগুড়া

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

=ধর্মপাল

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কি?

=ফকির-সন্ন্যাসী বিদ্রোহ

রাখাইন উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?

=পটুয়াখালী

ইসলামী ব্যাংক লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়?

=১৯৮৩ সালে

সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ এর কথা বর্ণিত আছে?

৩৩ নং

বাংলাদেশ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?

১ নভেম্বর ০৭

ইউরিয়া সারের কাঁচামাল?

=মিথেন গ্যাস

জিকা ভাইরাসের বাহক?

=এডিস মশা

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫

এযাবত কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালায় কোন দেশ?

=উত্তর কোরিয়া

এলাম দেখলাম জয় করলাম উক্তিটি কে করেছেন?

=জুলিয়াস সিজার

ফিলিপাইনের গেরিলা সংগঠন টির নাম কি?

=আবু সায়াফ

আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার 2015 নির্বাচিত হন কে?

=স্টিভেন স্মিথ

সম্প্রতি কোন দেশকে মুক্ত ঘোষণা করা হয়?

=গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া,

পিরামিডের দেশ কোনটি?

=মিশর

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে?

=১১ নম্বর ১৯১৮

ফেয়ার ফ্যাক্স কি?

=গোয়েন্দা সংস্থা

MIGA এর সদর দপ্তর কোথায়?

=ওয়াশিংটন ডিসি

কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দূরত্ব চলে?

=গীস্মকালে

বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?

=কিলোওয়াট ঘন্টা

গর্ভকালীন সময়ের বিস্তৃতি হলো?

২৭০-২৮০ দিন

নিউরন কি টিস্যু দিয়ে গঠিত?

=স্নায়ু

ডাক্তার-রোগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?

=ধমনীর স্পন্দন

আয়োডিন থাকে?

=মাছের তেল, মাংস, শ্যাওলা

মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন কে?

=ভিক্টর হেস

বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিক এর অবদান সবচেয়ে বেশি?

=টমাস এডিসন

জাপানিরা অ্যাবাকাস কে কি নামে ডাকত?

=সরবণ

আধুনিক কম্পিউটারের দ্রুতগতির মূলে কি রয়েছে?

=Integrated Circuit

ইমেইল কি?

=ইলেকট্রনিক মেইল

শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পুরস্কার পেয়েছিলেন?

=জুলিও কুরি পদক

রাজনীতির ক্ষেত্রে ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কততম?

১৫  তম

বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি পর্বত শৃঙ্গ জয় করেন?

=ওয়াসফিয়া নাজরীন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম এ কতটি তারকা চিহ্ন রয়েছে?

=চারটি

সম্প্রতি সুন্দরবন এ কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?

=মৌর্য

বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

=সৈয়দ নজরুল ইসলাম

মুজিব ব্যাটারি কি?

=সেনাবাহিনীর একটি গোলন্দাজ বাহিনী

আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে গানটি রচিয়তা কে?

=হাসন রাজা

শালবন বিহার কোথায় অবস্থিত?

=ময়নামতি

পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে?

=উন্নত জাতের গম শস্য

কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি?

=কক্সবাজার

দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায়?

=উত্তরা নীলফামারী

সংবিধানের মূলনীতি চারটি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

২১নং

প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?

১৯৮৫ সালে

বাংলাদেশের বৈদেশিক সাহায্য প্রদানের শীর্ষ দেশ?

=জাপান

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র কে?

=মোহাম্মদ হানিফ

বাংলাদেশের সিনেমাকে সন্ধান পাওয়া গেছে?

=বিজয়পুরী

যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি কে?

=মাইক প্রিন্স

কোন দেশ ইসলামী আইন মেনে চলে?

=সৌদি আরব

পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?

=আন্দিজ পর্বতমালা

বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?

=ভুটান

চর্যাচর্যবিনিশ্চয় এর অর্থ কি?

=কোনটি আচরণীয় আর কোনটি নয়

রসুল বিজয় কাব্যের রচয়িতা কে?

=জৈনুদ্দিন

কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক এর নাম কি?

=দীনেশ রঞ্জন দাস

মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা এ গানটি রচিয়তা কে?

=অতুলপ্রসাদ সেন

পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃত অংশটি কোন গ্রন্থের?

=কপালকুণ্ডলা

বাংলাদেশের যুক্তিবাদী প্রাবন্ধিক লেখক এর পরিচিত কে?

=ডক্টর লুৎফর রহমান

কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়

১৯২২সালে

চাচা কাহিনীর লেখক কে?

=সৈয়দ মুজতবা আলী

দারোগা কোন ধরনের শব্দ?

=তুর্কি

নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কি?

=সংসারের প্রবৃত্তি

রবীনাথ ঠাকুরের ছদ্মনাম হলো?

=ভানুসিংহ ঠাকুর

ঢাকের কাঠি বাগধারার অর্থ?

=তোষা মুদি

মুসলিম নারী জাগরণের কবি কে?

=বেগম  রোকেয়া

মডেম এর মধ্যে থাকে?

=একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

ফেসবুকের প্রতিযোগী হলো চীনের কথায়?

=কিউ জন

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

=মহেশখালী

বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

=সাত

ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশ কে সেভেন সিস্টার্স বলা হয়?

=উত্তর-পূর্বাঞ্চল

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?

=৪৫ তম

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ২০২৫

জাতিসংঘের কোন দেশের vato ক্ষমতা  অধিকার নেই?

=জার্মানি

আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?

=রাশিয়া

চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করেন কে?

=ব্রক্ষ্মগুপ্ত

শূন্যপুরাণ কাব্য কার রচনা করেন?

=রামাই পন্ডিত

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

=আলালের ঘরের দুলাল

মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয় কার উক্তি?

=মীর মশাররফ হোসেনের

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?

=দশটি

সমাসের পূর্বপদ হিসেবে যদি অব্যয় পদ ব্যবহৃত হয় তবে সেটি কোন সমাস?

=অব্যয়ীভাব

রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি কি ছন্দে রচিত?

=অমিত্রাক্ষর ছন্দে রচিত

ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম কি?

=ভ্রমণকারী বন্ধ

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?

১৯০৭  সালে

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

=প্রমথ চৌধুরী

বাংলা ব্যাকরণে নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?

=ক্রিয়াপদ

আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

=পর্তুগিজ

সূর্যের হাসি কিসের প্রতীক?

=মা ও শিশু স্বাস্থ্য

ইবোলা ভাইরাসের লক্ষণ নয়?

=উচ্চ রক্তচাপ

ভানুমতির খেল প্রবচন টি বোঝায়?

=ভেলকিবাজি

ছোট কিন্তু রসে ভরা বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে?

=ছোট হলেও রসে ভরা

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button