স্ট্যাটাস

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ২০২৫ (Mon Kharaper Depression Niye Status 2025)

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ২০২৫ (Mon Kharaper Depression Niye Status 2025)! জীবনের পথে হাঁটতে গিয়ে আমরা অনেক সময় ডিপ্রেশন বা বিষণ্ণতার শিকার হই। প্রিয়জনের দূরত্ব, জীবনের কঠিন পরিস্থিতি, কিংবা নিজের অভাব-অভিযোগ মনের উপর গভীর প্রভাব ফেলে। ডিপ্রেশন একটি মনস্তাত্ত্বিক সমস্যা হলেও, এর প্রকাশ মনের ভার লাঘব করতে পারে। ২০২৫ সালের জন্য মন খারাপের ডিপ্রেশন নিয়ে কিছু হৃদয়গ্রাহী স্ট্যাটাস, কবিতা, এবং মেসেজের একটি সেরা কালেকশন দেওয়া হলো।

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ২০২৫ (Mon Kharaper Depression Niye Status 2025)
মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ২০২৫ (Mon Kharaper Depression Niye Status 2025)

Table of Contents:

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ২০২৫ (Mon Kharaper Depression Niye Status 2025)

স্ট্যাটাস ১:

“মনের ভেতর গভীর এক অন্ধকার,
যেখানে আলো খুঁজতে গিয়ে আমি বারবার হেরে যাই।”

স্ট্যাটাস ২:

“ডিপ্রেশন শুধু একটি অনুভূতি নয়,
এটি একটি সংগ্রাম, যা শুধু আমি জানি।”

স্ট্যাটাস ৩:

“যদি কেউ আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা বুঝতো,
তাহলে হয়তো আমি এতোটা একা থাকতাম না।”

স্ট্যাটাস ৪:

“মাঝেমধ্যে মনে হয়,
জীবনটা যেন শুধু পরীক্ষার খাতা, যেখানে সুখের চিহ্নগুলো অনুপস্থিত।”

স্ট্যাটাস ৫:

“ডিপ্রেশন আমাকে কাঁদায় না,
বরং আমাকে নীরব করে রাখে।”


ইংরেজি স্ট্যাটাস (Depression Status in English)

Status 1:

“Depression is like drowning while everyone else is breathing.”

Status 2:

“Behind every smile, there’s a silent scream for help.”

Status 3:

“Sometimes, the loudest cries are the ones unheard by others.”

Status 4:

“I’m not sad; I’m just tired of pretending everything is okay.”

Status 5:

“Depression doesn’t shout; it whispers lies to your soul.”


ডিপ্রেশন নিয়ে কবিতামূলক স্ট্যাটাস

কবিতা ১:

অন্ধকারে ডুবে থাকা এই মন,
হৃদয়ের গভীরে কষ্টের অনুক্ষণ।
হাসি মুখে আড়াল করি বেদনা,
তবুও জীবনের পথ কি এতোই সুরম্য?

কবিতা ২:

ডিপ্রেশনের ঘরে বন্দী আমি,
কষ্টের কাহিনী কেউ বোঝে না তবু।
হৃদয় যখন কাঁদে একা একা,
তখন জীবনের অর্থ খুঁজে বেড়াই।

কবিতা ৩:

তোমার ছায়ার জন্য মন কাঁদে,
তোমার স্পর্শে ফিরে আসে বেঁচে থাকার সাধ।
তবুও একা একা রাতের অন্ধকারে,
এই ডিপ্রেশন আমায় করে শেষ।


মন খারাপের সময় লিখতে পারেন এমন হৃদয়ছোঁয়া স্ট্যাটাস

১. “যখন কেউ আমার পাশে থাকে না,
তখন আমি নিজের ছায়াকেও হারিয়ে ফেলি।”

২. “ডিপ্রেশন মানে না প্রিয়জনের ভালোবাসা,
ডিপ্রেশন মানে মনের গভীর এক শূন্যতা।”

৩. “আমি হাসি মুখে থাকি,
কিন্তু ভেতরে ভেতরে কষ্টের ঢেউ আমাকে ভেঙে দেয়।”

৪. “কেউ জানে না, কতটা গভীর এই বেদনা,
যা প্রতিদিন আমাকে আরও দূরে ঠেলে দেয়।”


ডিপ্রেশন কাটিয়ে ওঠার মেসেজ

বাংলা মেসেজ:

“জীবন একটাই। ডিপ্রেশন তোমাকে জিততে দিও না।
আজকের কষ্ট তোমাকে আগামীকালের শক্তি দেবে।” 🌟

ইংরেজি মেসেজ:

“Hold on; better days are coming. Your pain today will turn into your strength tomorrow.” 💪

Depression Status Bangla

লাইফে এমন কিছু ডিপ্রেশন আছে😥যা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে প্রকাশ করা যায় না🤲🥀
হতাশা, শুন্যতা, ব্যস্ততা
ছটপট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত😅😭
আমার শখের মানুষ আমারে,
জীবিত থাকতে মৃত্যুর স্বাদ গ্রহণ
করিয়ে দিয়েছে..!😅💔
ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু
এই মৃত্যু আমার প্রতিনিয়ত হয়..!😅😭
ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো
একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে দেবে..!💔😅
সবাই কাদিয়েছে আমাকে মৃত্যু আপনি শুধু আমার সাথে একবার দাঁড়িয়ে দেখুন আমিও সবাই কে কাদিয়ে ছাড়বো”!!😅💔
একদিন হঠাৎ মরে গিয়ে সবাইকে বিরক্ত করা ছেড়ে দিবো😅😅😅
মৃত্যুর যন্ত্রণার চেয়েও
মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক..!
হে আল্লাহ দরকার হলে মৃত্যু দিও,
তবুও দ্বিতীয়বার কারো মিথ্যে মায়ায় ফেলোনা..!💔😭
অনেক আগেই মরে যেতাম। যদি আমি ছাড়া পরিবারের উপর ছায়া দেয়ার মতো কেও থাকতো…! 😅😅😅
মিথ্যে হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত,
বাহিরটা রাজার মতো হলেও ভিতরটা আহত..!😅😭
ঘুমের ট্যাবলেট গুলো জানে..!!
জীবন্ত লাশ কে ঘুম পারানো কতটা কঠিন..!!
মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে
আমি নামক কালো অধ্যায়..!😅😭
আপন বানিয়ে পর করে দিলে
ও হে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির
 অজুহাত দিলে..!😅💔
আমার দুনিয়া দেখার সাধ মিটে গেছে
এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি..!
আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ করি,🙂
-তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত ঘোষণা করে..!💔😅
– রাতে একা শুয়ে নিজের জীবনের কথা, ফ্যামিলি ক্রা’ইসিস, প্রিয় মানুষটার কথা ভেবে চোখে পানি চলে আসার মুহুর্তটা!😭💔

ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

-পৃথিবীর ভয়ংকর রোগের নাম কি জানেন….??
ডিপ্রেশন-যেটা মানুষকে জীবিত থাকতে তিলে তিলে মেরে ফেলে😭😭
রাত জেগে সবাই প্রেম করে না
কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়ে কাটায়..!😰😅
 কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি!! 🥺
-তা একমাত্র সৃষ্টিকতা -ই ভালো জানে 🥀
অতিরিক্ত ভালোবাসাই__একদিন বিচ্ছেদ এর কারন হয়ে দাড়ায়_🙂💔🥀
-আমাকে বাস্তবতা শিখাও..!
আমি নিজের ধ্বংস দেখে নিজেই হাসি..!😴😅
মনের গোপন চিনো নাই,মনের আকুতি বুঝো নাই,শুধু নিজের টা ভেবেছো সুখী হতে পারবে কি.? দোয়া করি সুখী হও..🌼❤️‍🩹
আমাকে যে মানুষটা ছেড়ে গেছে…
তার একটা বিচ্ছিদ হোক।অন্তত তার জানা দরকার ছেড়ে যাওয়ার পর মানুষটা কিভাবে বাঁচে? 😅
তোমার মধ্যে সবাই ছিল
শুধু আমাকে বোঝা হৃদয়টা ছিল না..!!
মানুষ দূর থেকেই সুন্দর,
তাইতো মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি..!😭😅
মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত..!!☺️- বাহিরটা রাজার মত….!!🖤✨
– ভিতরটা আহত….!! 😅💔
নিজেকে ভালো রাখার জন্য শত চেষ্টার পরেও..
বারবার দুঃখের কাছে হেরে যাচ্ছি..!😅💔
পুরুষ হওয়া এত সহজ না.! 🥺
– Depression /Family pressure /career
-সবকিছু মাথায় নিয়েও হাসি মুখে বলতে হয় ভালো আছি.! 🙂🌸

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

‘ভুল মানুষ’ এর কাছে মন খা’রাপ’ এর কথা বললে মন খা’রাপ আরো বেড়ে যায়!😅🙂
কাকে বোঝাব😔 এই হাহাকার করার যন্রণা কতোটা মারাত্মক যা প্রিতিদিন আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে💔🥀😅😅
 কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি!! 🥺
-তা একমাত্র সৃষ্টিকতা -ই ভালো জানে 🥀
🦋:কিছু ব্যাথা শব্দহীন ভাবে ভেতরটা তছনছ করে দেয় 😅ডিপ্রেশন 😓🥀
যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ফ্যামেলি ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি 😅💔
𝐃𝐞𝐩𝐫𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 শুধু মাত্র প্রেমের কারণেই
হয় না, অনেক সময় প্রিয় মানুষটিকে হারানোর ভয়..
ফ্যামিলি টেনশন.. ক্যারিয়ার চিন্তা একাকীত্ব..
ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয় 😅😭
___🖤𝐃𝐞𝐩𝐫𝐞𝐬𝐬𝐢𝐨𝐧🖤___আমি যে ভালো নেই এই কথা টা বিশ্বাস করাতে হলে😅🥀
আমাকে এই পৃথিবী ছাড়তে হবে 😅🥀😅
🥀 বুঝতে পারিনি এই অল্প বয়সে এত কষ্ট পেতে হবে অনেক চিন্তা হয় আমার সামনের এই লম্বা পথ টা কিভাবে কাটবে 😔😔
পুরুষের মন খারাপ বলতে কিছু নেই।😅
তাদের অভাব হয় টাকার নয়তো ভালোবাসার।😢🥀😅🙂
কতটা মানষিক যন্ত্রণা নিয়ে আমি চলি তা একমাএ আমিই জানি😥😥
রাকিব মাহমুদ মাঝ রাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল গুলো কখনো মিথ্যে হয় না।☺️💔🙃
~বেঁচে আছি এটাই তো অনেক..🙂
_ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই !!😅

family depression status Bangla

তিতা হলেও সত্যিই এই জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের ডিপ্রেশনের কারণ তার পরিবার..!😰😅
আমি আমার ফ্যামিলির মুখে৷ নিজের মৃত্যুর কথা বলতে শুনছি৷৷ এমনি চলছে আমার জিবনে😅💔🥹
 যে একবার পরিবারের দ্বায়িত্ব কাঁধে নিয়েছে-
– সে বোঝে গেছে পৃথিবী টা কতটা নিষ্ঠুর..!🙂💔🥀
দুনিয়ার মানুষের কি দোষ দিবো যেখানে নিজের ফ্যামেলির মানুষ গুলাই বেইমানি করে 😥😥😥
আমি আমার পরিবারের বিরাট একটা _ Loss project
না আছে জীবনের কোন Achievement.
না তাদের কোনোদিন পেরেছি খুশি করাতে..!😅
মানুষ কেমনে এত বছর বাঁচে,
আমি ত
😅জিবনের সবচেয় বড় ভুল এই পৃথিবীতে জন্ম নেয়া,কত মানুষ কত ভাবে মারা যায় আমি জদি ওই ভাবে মারা যেতাম তাহলে মনে হয় ফ্যামিলির ভালো হতো..!🥺
ফ্যামিলির প্রবলেম জীবনের অর্ধেক…..
—হাসিখুশী কেড়ে নেয়…!!😅💔
পরিবারের দেওয়া কষ্ট গুলো খুবই একান্ত..!😊
যা কারো কাছে প্রকাশ করা যায় না.!🙂
আমার ডায়েরির শেষ পাতায় লেখা থাকবে 😌💔🥀
বাচতে চেয়ে ছিলাম, বাঁচতে দেয় নি আমায় 🥀💔
জন্ম দিছে যারা মৃত্যুর কারণে তারা 😌💔😭
একদিন পরিবারকে সারাজীবনের জন্য শান্তি দিয়ে ছেড়ে চলে যাবো এ পৃথিবী 😅🙃
ফ্যামিলি ডিপ্রেশন কি সেটা এক মাএ
_পরিবারের বড় ছেলেরা জানে ……🙂🥀
দম বন্ধ হয়ে যায় যখন পরিবার এর প্রতিটি কথা বিশের মতো হয়. চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি আর নিতে পারতেছি না😅😅

ডিপ্রেশন আত্মহত্যা নিয়ে স্ট্যাটাস

আত্মহত্যা মানেই আত্মাকে হত্যা নয়। বরং আত্মার জন্য মৃত্যু পরবর্তী চিরস্থায়ী আজাবের বন্দোবস্ত
ডিপ্রেশনের সাথে আত্মহত্যার কোন সম্পর্ক নাই। একজন প্রকৃত মানুষ কখনোই জীবনে চলার পথে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে না তারা শক্ত হয়ে দাঁড়াতে চেষ্টা করে।
সময়ের সাথে সাথে ডিপ্রেশন কেটে যেতে বাধ্য ।পরবর্তী সময়ে সেটিকে খুবই ক্ষুদ্র বা হাস্যকর মনে করে হাসি পেতে পারে।তাই ধৈর্য ধরুন সুসময়ের জন্য অপেক্ষা করুন।
আবেগ ও মনকে কন্ট্রোল করতে পারলেই আত্মহত্যা থেকে বেঁচে থাকা যায়।
আত্মহত্যা কখনোই কোন সমস্যার সমাধান হতে পারে না। নিজের পায়ের নিচে মাটি শক্ত করে নিজের সমসাকে সমাধান করার চেষ্টা করুন।

ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস ইংরেজি

Dont trust anyone “
too much because, Everyone change when they meet new people~😪👍
Sometimes I stay silent because no words can. 🌸😅
explain what is going on in my mind and heart 😊🙂💔
My Time Is bad Naw🥺
:So i am silent 🤫
Let the time come😊
I will tell who i am😎
Just Wait Inshallah I Will be Success I’m
depression is like living
but not having the will to live
I have depression. But I prefer to say “I battle” depression instead of “I suffer” from it. Because depression hits, but I hit back. Battle on
𝐈𝐭 𝐢𝐬 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐛𝐞 𝐚𝐥𝐨𝐧𝐞 𝐭𝐡𝐚𝐧 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡..!!🦋
𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐰𝐡𝐨 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐲𝐨𝐮 𝐟𝐞𝐞𝐥 𝐚𝐥𝐨𝐧𝐞..!!🦋🖤
Real Depression Is
When You Act Like You
stop Loved The Person
You Love..😅

মন খারাপের ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

১। যা তুমি চাও না যে নিজের সাথে ঘটুক, তা অন্যের সাথে ঘটিয়ো না, তাহলেই সুখি হবে। – কনফিউশিয়াস

২। মানুষ একা থাকতে ভালোবাসে না। কিন্তু যখন তার দুঃখ গুলো ,কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে  ,সবার কাছে আড়াল করে রাখে।

৩। মানুষের জীবনের মূলত দুটি কারণে দু পেশার চলে আসে, একটি হচ্ছে না পাওয়ার বেদনা। আর একটি হচ্ছে সব থাকা সত্ত্বেও না পাওয়ার বেদনা।

৪। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়,কারো হাসি পায়। – সমরেশ মজুমদার

৫। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই । — হুমায়ূন আহমেদ

৬। সম্ভবত ডিপ্রেশন নিজেকে অনেকগুলি উত্তরহীন প্রশ্ন জিজ্ঞাসা করার কারণে হয়।

৭। নিন্দা করতে গেলেবাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।

৮। কাউকে সব সময় হাসি খুশি দেখো তার জন্যে এটা ভেবো না মানুষ টা খুব ভালো আছে ।

৯। আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো থেকো আমি আমার মত না হয় প্লিজ নিজের খেয়াল রেখো ! অনেক ভালো থেকো ।

১০। জীবনে যায় করার সিদ্ধান্ত নেও না কেনো মনে রেখো সেটা যেনো তোমাকে খুশি করে। — পাঊলো কোয়েলহো ।

১১। সুখ আমাদের নিজেদের উপর নির্ভরশীল। — এরিস্টটল ।

১২। নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে।

১৩। কেউ তোমাকে সুখি করতে পারবে না যদি না তুমি নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকো। – দেবাশীষ ম্রিধা

১৪। সব সময় নিজেকে ছোট ভাববেন। ভাববেন এটা আমার ছিল না। তাহলে দেখবেন আপনার আর কোন কষ্ট থাকবে না।

১৫। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে। – হুমায়ূন আহমেদ

১৬। ডিপ্রেশন একটি ঘন অন্ধকার কুয়াশার মধ্যে বসবাস।

১৭। কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.! যদি সেখানে ভালোবাসাই না থাকে ।

১৮। মন খারাপের স্টাটাস দেয়া মানে এটা না যে মানুষ টা প্রেমে ব্যর্থ একটা মানুষের চিন্তা ধারার শেষ নেই ।

১৯। জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয়,, নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয় ।

২০। সেই মূহুর্তের জন্যই বাচো যা শব্দে প্রকাশ করা যায় না। — ডলি পার্টন ।

মন খারাপ নিয়ে উক্তি

২১। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস

ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি ।

তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা,

বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা,

সে বড় রহস্যময় সময় । —-

হুমায়ূন আহমেদ

২২। নিজের বোকামি বুঝতে পারার

পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় ।

সমরেশ মজুমদার

২৩। আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা

তাই এতো মনে হয় নিঃস্ব করুন, তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা,

মনে হয় ম্লান ।

— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

২৪। বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে,

কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না ।

— হুমায়ূন আহমেদ

২৫। যদি যেতে চাও, যাও আমি পথ হবো চরনের তলে,

না ছুঁয়ে তোমাকে ছুবো ফেরাবো না ,

পোড়াবোই হিমেল অনলে ।

— হেলাল হাফিজ

২৬। আবেগাপ্লুত হওয়ার জন্য কখনো ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করো না,

কারন এটাই তার প্রতীক যে তোমার একটি সুন্দর মন আছে। — ব্রিগিটি নীকল

২৭। আসিবে তুমি জানি প্রিয়া আনন্দে বলে বসন্ত এলো ভুবন হলো সরসা, প্রিয়-দরশা, মনোহর । বনানতে পবন অশান্ত হলো তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিনি ঝর ঝর । —- কাজী নজরুল ইসলাম

২৮। কাটা আঙ্গুল থেকে রক্তের মত ঝরে ঝরে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা । — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

২৯। কোনো ওষুধই তা ঠিক করতে পারে না যা আনন্দ ঠিক করতে পারে না। — গ্যাব্রিয়েল গারছিয়াস মারকাস

৩০। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না । — কাজী নজরুল ইসলাম

৩১। আনন্দ কোনো পূর্ব প্রস্তুত বস্ত নয়, এর উৎপত্তি নিজের কর্ম থেকে। — ডালাই লামা

৩২। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট । — হুমায়ূন আহমেদ

৩৩। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির । — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৩৪। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনকে উপভোগ করা,খুশি থাকা। শুধুমাত্র ইহাই অর্থপূর্ণ। — অড্রে হেপবার্ন

৩৫। সুখি হওয়ার চাবিকাঠি হল এটা জানার ক্ষমতা রাখা যে জীবনে কি আকড়ে রাখতে হবে এবং কি যেতে দিতে হবে। — ডডিন্সকাই

৩৬। যা আছে তার জন্য খুশি এবং যা চাও তার জন্য উৎসাহিত থাকো। — এলান কোহেন

৩৭। আমার কতটুকু আছে তাতে আনন্দ নির্ভর করে না,তা নির্ভর করে আমরা কতটুকু উপভোগ করি তার উপর। — চার্লস স্পারজিওন

৩৮। জীবনে ছোট ছোট মুহূর্ত উপভোগ করার নামই সুখ। — গোল্ডি হন

৩৯। আনন্দই হচ্ছে শ্রেষ্ঠ প্রসাধনী। –ড্রিউ ব্যারিমোর।

৪০। নিজেকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায় হল অন্য কাউকে খুশি করার চেষ্টা করা। –মার্ক টুইন।

মন খারাপের ক্যাপশন

৪১। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। – কাজী নজরুল ইসলাম

৪২। মনে রেখো, জীবনের সব দুঃখজনক ঘটনা গুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনোদিন।

৪৩। মন সবার জন্য খারাপ হয় না, শুধু কাছের মানুষের অবহেলার কারণে মন খারাপ হয়।

৪৪। I love you যত সহজে বলা যায়- “আমি তোমাকে ভালোবাসি” ততো সহজে বলা যায় না।

৪৫। মনে হচ্ছে আমি ভেতরে ভেতরে ধীরে ধীরে মরে যাচ্ছি।

৪৬। কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজে ও কষ্ট পায়।

৪৭। তাই কে ভালো আছে আর কে খারাপ আছে বোঝা দায় এ জগতের মানুষের জীবনে আনন্দের চেয়ে ডিপ্রেশন বেশি ।

৪৮। ফেলে আসা এক নদীর ধারে, খুজে বেড়াই আমি তারে! দেয়না দেখা আমায় কভু তার খেয়াল তুমি রেখো প্রভু ।

৪৯। নিজেকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায়টা হল অন্য কাউকে খুশি করার চেষ্টা করা। – মার্ক টোয়েন ।

৫০। প্রতি ১ মিনিটের রাগের জন্য আমরা ৬০ সেকেন্ডের আনন্দ হারাই। — রাল্ফ ওয়ালদা ইমারছন

৫১। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারে না।

৫২। আনন্দ কোনো পূর্ব প্রস্তুত বস্ত নয়, এর উৎপত্তি নিজের কর্ম থেকে। – ডালাই লামা

৫৩। দূরের মানুষ কষ্ট দিলে দুঃখ মনে হয় না। এর মানুষ কষ্ট দিলে তা ভোলা যায় না।

৫৪। কাউকে যদি বেশি মায়া কর,তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। – রেদোয়ান মাসুদ

৫৫। আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে সবকিছুকে অতিরিক্ত চিন্তা করা।

৫৬। ভুল যেমনি মানুষকে সিখায়। তেমনি ভলোবাসা মানুষকে কাদায় ।

৫৭। আসলে আমরা এমন যে ভালো থাকতে থাকতে হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় আমাদের হ্যাঁ এটাই ঠিক ।

৫৮। কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে

৫৯। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে এবং ঝরাবে না শিশির । — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৬০। ডিপ্রেশন আপনার জীবনের আলো নিভিয়ে দিবে।

উপসংহার

ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আপনার অনুভূতিগুলো প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের স্ট্যাটাস লিখে মনের কথা শেয়ার করুন এবং বোঝার মানুষ খুঁজুন। আপনার আশেপাশের মানুষ এবং আপনার আত্মবিশ্বাসই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি।

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button