খেলাধুলা

আইপিএলে মোস্তাফিজুর রহমান কেমন (How is Mustafizur Rahman in IPL?)

আইপিএলে মোস্তাফিজুর রহমান কেমন (How is Mustafizur Rahman in IPL?)! আইপিএল আইপিএলে মোস্তাফিজুর রহমান এর যাত্রা শুরু হয় হায়দ্রাবাদ দল দিয়ে আইপিএলে মুস্তাফিজেরপ্রথম যাত্রা শুরু হয় এবং এরপর থেকে মোস্তাফিজুর রহমান আইপিএলে আলো ছড়িয়ে যাচ্ছেন । বিশেষ করে হায়দ্রাবাদ এর পক্ষে মোস্তাফিজুর রহমান হায়দরাবাদ দল কে একাই অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল ফাইনালের দিকে এবং সে সুবাদে হায়দ্রাবাদ সেবার শিরোপা জিতে নেয় । এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষে খেলেন সেখানে ভালো সুবিধা করতে না পারলেও তবুও ভালো ইনিংস উপহার দিয়েছিল এরপর রাজস্থান রয়েলসের পক্ষে খেলেন

সুতরাং আইপিএলে মুস্তাফিজের যখন প্রথম দল হায়দ্রাবাদ এর পক্ষে যখন ভালো খেলেছিল তখন হায়দ্রাবাদ এর ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার তার খেলায় মুগ্ধ হয়ে বলেছিলে। যে আমাকে মুস্তাফিজুর এর সঙ্গে কথা বলতে আমাকে বাংলা শিখতে হবে যাতে করে সহজে আমি তার কথাগুলো বুঝতে পারি

আইপিএলে মুস্তাফিজের এর দাম নিচে দেওয়া হলো

আইপিএল এর নিলাম

মোস্তাফিজুর রহমান আইপিএলে যখন প্রথম দল হায়দ্রাবাদ পায়2016 সালে। সেখানে তার ভিত্তি মূল্য ছিল খুবই কম মাত্র 75 লাখ রুপি এবং এর পরবর্তীতে মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়ে নেয় সেটা ছিল তখন আইপিএল এর 11 তম নিলাম বা আসর সেখানে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছিল 1 কোটি রুপি এবং তা মুম্বাই ইন্ডিয়ান্সকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক খরকুটো পুড়িয়ে নিলামে অনেক কষ্টে দলে ভেড়ায় 2 কোটি 20 লাখ রুপি

এরপর মোস্তাফিজুর রহমানকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিলে এরপর দলে ভেড়ায় রাজস্থান রয়েলস 2 কোটি রুপিতে দলে পায় রাজস্থান রয়েলস এরপর 2022 12 ই ফেব্রুয়ারি পঞ্চদশ আইপিএল এর নিলাম দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনেই বাংলা টাইগার মোস্তাফিজুর রহমান দল পেয়ে যান।এবং তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল দুই কোটি রুপি কোন দল এর আগ্রহ না থাকায় দুই কোটি রুপিতে সহজে দলে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস, এবং দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে পেয়ে অনেক খুশি মোস্তাফিজুর রহমান ও  নতুন দল পেয়ে অনেক খুশি মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিতে মুখিয়ে আছে এবং তার সেরা পারফরম্যান্স করতে অধীর আগ্রহ প্রকাশ করেছেন।

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button