শিক্ষা

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -৩ [Update 2025]

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -৩ | Important General Knowledge Questions and Answers Part-3 [Update 2025]! হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারো হাজির হয়েছি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে পর্ব – 3 আমরা অনেক দিন ধরে সাধারণ জ্ঞানের কোন আর্টিকেল তৈরি করিনি। তবে বন্ধুরা আজকে আমরা আবারো হাজির হয়েছি আপনাদের সামনে অতীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হল। আশা করি যে সাধারণ জ্ঞান গুলো দেওয়া হল তাতে করে আপনাদের অনেক কাজে আসবে তাই সকলের কাছে অনুরোধ পোস্টটি স্কিপ করে না পরে সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন তবে আর কথা না বাড়িয়ে শো রুমে চলে যায় মূল বিষয়ে —

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান:

বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার স্থপতি বলা হয় কাকে?

— ডঃ কামাল হোসেন কে

বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় কোন তারিখে?

— 16 ডিসেম্বর 1972 সালে

কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?

— প্রস্তাবনা দিয়ে শুরু এবং সাতটি তফসিল দিয়ে শেষ হয়েছে

হাজার 1978 সালের বাংলাদেশের সংবিধান থেকে কোন ধারাটি উঠিয়ে দেয়া হয়েছিল?

—- 12 নং ধারা

সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম কত সালে গৃহীত হয়?

— 22এপ্রিল 1977 সালে

কবে কার কোন আদেশবলে সংবিধানে রাষ্ট্রধর্ম সন্নিবেশিত হয়?

— 1984 সালের 30 নং আইনের 2 নং ধারা বলে

12 নং ধারায় কি উল্লেখ ছিল?

— ধর্মনিরপেক্ষতা

রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারবে না?

— অর্থবিল

সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদকাল কত?

— 67 বছর

বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?

— রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে বয়স কত হতে হবে?

— 25 বছর

আইনসভা বা জাতীয় সংসদের সভাপতি কে?

— স্পিকার

সংসদের অধিবেশন আহ্বান স্থপতি ও ভঙ্গ করেন কে ?

— রাষ্ট্রপতি

মেলানিন কোন দেশীয় শব্দ?

— জার্মান

তেল উৎপাদনে বর্তমান বিশ্বের শীর্ষে রয়েছে কোন দেশ?

— রাশিয়া

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান:

সুনামি কোন শব্দ?

— জাপানি শব্দ

জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

— বিমানবন্দর ঢাকা

জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি?

— থানচি বান্দরবান

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?

— কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন আয়তন 2বর্গ কিলোমিটার

চর কুকরি মুকরি কোথায় অবস্থিত?

ভোলা জেলা চরফ্যাশন থানা

নির্মল চর কোথায় অবস্থিত?

— রাজশাহী জেলায়

চর নিউটন কোথায় অবস্থিত?

—ভোলা জেলার চরফ্যাশন থানা

চর গজারিয়া কোথায় অবস্থিত?

— লক্ষ্মীপুরে

বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে?

— দুটি চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর

বেদুইন বলা হতো কাদের?

— মরুভূমিতে বসবাসকারী আরবদের

ইসলাম ধর্মের প্রবর্তক কে?

হযরত মুহাম্মদ (সা:)

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান:

হাজ্জাজ-বিন-ইউসুফ কে ছিলেন?

— ইরাকের শাসনকর্তা

সুলতান মাহমুদ কখন সিংহাসনে আরোহন করেন?

— 1997 খ্রিস্টাব্দে

মোহাম্মদ ঘুড়ি কখন গজনীর শাসনভার গ্রহণ করেন?

— 1173 খ্রিস্টাব্দে

সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল?

— ভারতের প্রচুর ধন-সম্পদ

বাংলাদেশ ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের রচিয়তা কে?

— আবুল মোমেন

বাংলাদেশ কথা কয় মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের রচিয়তা কে?

— আবদুল গাফ্ফার চৌধুরী

হৃদয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের রচিয়তা কে?

— পান্না কায়সার

জাতীয় ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

— 19 জানুয়ারি

জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়?

— 19 জানুয়ারি

সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?

— 21 নভেম্বর

জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয়?

— বাইশে অক্টোবর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস?

— 10 ই জানুয়ারি

শহীদ নূর হোসেন দিবস পালিত হয়?

— 10 নভেম্বর

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

— 136 তম

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?

— 17 সেপ্টেম্বর 1974 সালে

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে ছিলেন?

— জাতিসংঘের মহাসচিব কফি আনান

বাংলাদেশে কত সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে?

— 1988 সাল থেকে

বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হয় কবে?

— 1986 শালে

আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ পরীক্ষা কেন্দ্র কোথায়?

— ঢাকার আগারগাঁও

বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস ও রয়েছে?

— 47 টি

সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

— মালদ্বীপ

কোন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ রয়েছে?

— আফগানিস্তান

বাংলাদেশে কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?

— 1988 সাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button