সাধারণ তথ্য

অনলাইনে জিডি করার নিয়ম ২০২৫ (GD Rules 2025 Online) | অনলাইনে থানায় সাধারণ ডায়েরি করার নিয়ম ২০২৫

অনলাইনে জিডি করার নিয়ম ২০২৫ (GD Rules 2025 Online)। অনলাইনে থানায় সাধারণ ডায়েরি করার নিয়ম ২০২৫! আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি । আইন বিষয়ে যা আমরা জিডি হিসাবে চিনি, যা আমরা আগে থানায় গিয়ে জিডি করতাম নানরকম বিষয়ে যেমন কেউ হুমকি দিলে কেউ মারতে চাইলে ইত্যাদি অনেক বিষয়ে ।আর এই জিডি এখন অনলাইনের মাধ্যমে করা যায়  যা আমরা এখনো কেউ কেউ জানি না অনলাইনে জিডি করার নিয়ম । আমাদের দৈনন্দিন জীবনে নানা কারণে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সুতরাং আপনারা যারা অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহীআসুন তাহলে আমরা অনলাইনে জিডি করার নিয়ম জেনে নেই আর তা থাকছে পুরো আর্টিকেল জুরে ।

অনলাইনে জিডি করার নিয়ম

আমরা সকলে মনে করি যে, অনলাইনে জিডি করার চেয়ে থানায় গিয়ে জিডি আগে করা যাবে কিন্তু না আধুনিক যুগে পৃথীবিটা এখন হাতের মুটায় তাই অনলাইনে যে কোন কাজ তাড়াতাড়ি করা যায় এবং অনলাইনে জিডি করার জন্য কোথায় এবং কি ভাবে করবেন তা নিচে  পর্যায়ক্রমে আপনাদের সুবির্ধাতে আলোচনা করা হলো—

কোথায় এবং কীভাবে করবেন

অনেকেই আছে জিডি অনলাইনে করতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে  পারে না। আপনাকে মনে  রাখতে হবে যে এলাকায় ঘটনা ঘটেছে বা ঘটার আশংকা রয়েছে, সে এলাকার থানাতেই জিডি করা উচিত। মনে রাখবেন আবেদন  করতে হবে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হয় । জিডি করার সময় আপনাকে সাক্ষী লাগবে যারা ঐ সময় ঘটনা স্থলে উপস্থিত ছিল এমন ব্যক্তিকে সাক্ষী বানাতে হবে।আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন রয়েছে। অনেকেই জিডি করতে চায় কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে জানেন না । নিচে দেওয়া হলো —

  • আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর
  • আপনার সচল মোবাইল নম্বর
  • আপনার জন্ম তারিখ

অনলাইনে জিডি করার প্রথম ধাপ

প্রথমে আপনাকে gd.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে পর্যায়ক্রমে  আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নম্বর, জন্মতারিখ ও মোবাইল নাম্বার প্রবেশ করুন এবং সাবমিট করুন।

অনলাইনে সাধারণ ডায়েরি থানায় করার দ্বিতীয় ধাপ

  • নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
  • জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
  • কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন

অনলাইনে জিডি বা সাধারণ ডায়েরি করার তৃতীয় ধাপ

  • আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
  • জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
  • আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

অনলাইনে জিডি করার নমুনা বা ওয়েবসাইট

আপনাদের আরো সহজ করে দেওয়ার জন্য প্রথমে এই ওয়েব সাইটে প্রবেশ করে www.dpm.gov.bd-  নিচে Citizen Help Request নামে একটি লিংক পাওয়া যাবে। লিংকটিতে ক্লিক করে অনলাইনে জিডি সংক্রান্ত তথ্য প্রদান করার তালিকা আসবে

জিডির নমুনা কপি নিচে

তারিখ: ………………
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।
বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।

জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিু স্বাক্ষরকারী: …………………………………বয়স : ……………………………………………………………..
পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………
জেলা: ……………………………………………………………………….
বর্তমানে:……………………………….. থানা:…………………………………… ঢাকা:………………………….।
এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ……………. সময় …………….জায়গা থেকে আমার নিুবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : ()
বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
নিবেদক,

(আবেদনকারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর :

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button