চাকরি

এফ এইচ পি এনজিও তে সার্কুলার আপডেট ২০২৫ (FHP NGO Job Circular 2025)

এফ এইচ পি এনজিও তে সার্কুলার আপডেট ২০২৫ (FHP NGO Job Circular 2025)! এফ এইচ পি এনজিও তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি পদ সংখ্যা হচ্ছে ২৪৫ পদে তিন টি ক্যাটাগরিতে লোক নিবে এফ এইচ পি সংস্থাটি  পদের নাম গুলা হলো সহকারী শাখা ব্যবস্থাপক (এবি এম) পদ সংখ্যা ৫০ জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক (এস পিও) পদ সংখ্যা ৬৫ টি কর্মসূচী সংগঠক (পিও) পদ সংখ্যা ১৩০ টি পদে জনবল নিয়োগ দিবে এফ এইচ পি এনজিও তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সর্ববৃহৎ সংস্থাটি এফ এইচ পি তাই আপনারা যারা আবেদন করতে চান তাহলে তারাতারি করে ফেলুন।

এফ এইচ পি এনজিওতে নিয়োগ পদের সংখ্যাগুলা:

  • সহকারী শাখা ব্যবস্থাপক (এবি এম) পদ সংখ্যা ৫০
  • জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক (এস পিও) পদ সংখ্যা ৬৫
  • কর্মসূচী সংগঠক (পিও) পদ সংখ্যা ১৩০ টি

পদ সংখ্যাগুলার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিচে তুলে ধরা হলো —

সিরিয়াল নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়স প্রশিক্ষণ শেষে বেতন ও ভাতাদি (বেতন স্কেল অনুযায়ী)
০১ সহকারী শাখা ব্যবস্থাপক (এবি এম) ৫০ স্নাতকোত্তর/ স্নাতক অথবা সমমান ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। সবোচ্চ

৩৫ বছর

কমপক্ষে টাকা : ১৯,৬৪০

বেতন ও অন্যান্য সুবিধাদি

০২ জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক (এস পিও) ৬০ স্নাতক অথবা সমমান সবোচ্চ

৩৪ বছর

কমপক্ষে টাকা: ১৮,২০০

বেতন ও অন্যান্য সুবিধাদি

০৩ কর্মসূচী সংগঠক (পিও) ১৩০ এইচ এস সি

অথবা সমমান

২০-৩২

বছর

কমপক্ষে টাকা: ১৭,০০০

বেতন ও অন্যান্য সুবিধাদি

আবেদন করার জন্য কাগজ পত্রাদি:

আগ্রহী প্রাথীদের আবেদন করার জন্য

  •  পূর্ণ জীবন বৃত্তান্ত
  • সদ্য তোলা ২ কপি ছবি পাসপোট সাইজের
  • নাগিরিকত্বের সনদপত্র (NID)
  • সকল শিক্ষাগত য্যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপিসহ

আবেদনের সময়সীমা:

১৯ ফ্রেব্রুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।

কাগজ পত্রাদি জমা দেওয়ার নিয়ম :

এফ এইচ পি প্রধান কার্যালয়, দাউদকান্দি, বাজিতপুর, কিশোরগজ্ঞ, অথবা লিয়াজো অফিস- ব্লক এ, রোড -৩ বাড়ি নং ০৯. বনশ্রী, রামপুরা, ঢাকা অথবা যে কোন শাখা অফিসে ডাকযোগ/ কুরিযার সার্ভিসে/ সরাসরি জমা দেয়া যাবে।

এফ এইচ পি এনজিও তে সার্কুলার আপডেট ২০২৫ (FHP NGO Job Circular 2025)

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button