ক্রিস্তিয়ানো রোনালদো জীবনী, ক্যারিয়ার, অন্যান্য তথ্য | Cristiano Ronaldo Biography! হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জীবন নিয়ে ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জীবন নিয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকে তার জীবন বৃত্তান্ত ও তার ক্যারিয়ার সম্পকে জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকি। আর তাকে আমরা ফুটবলের দানব হিসাবে চিনি,
ফুটবলের এই মহাদানবের ভক্ত সারা পৃথীবি জুরে তার পায়ের যাতুতে কোটি কোটি ভক্ত। তাই বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে আর একটি কথা ফুটবলের এই মহাতারকার জীবন বৃত্তান্ত ও ক্যারিয়ার সর্ম্পকে ভালো ভাবে জানতে চাইলে তাহলে পোষ্টটি স্কিপ করে না পড়ে সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন চলুন নিচে থেকে জেনে নেওয়া যাক —
ক্রিস্তিয়ানো রোনালদোর পরিচয় ও জীবন বৃত্তান্ত:
ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পরিচয় এখন আমরা তুলে ধরবো নিচে দেওয়া হলো —
নাম: ক্রিস্তিয়ানো রোনালদো
জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫
জন্ম স্থান: ফুঞ্চাল, মাদেইরা
পিতার নাম: জোসে দিনিস আভেইরো
মাতার নাম: মারিয়া ডোলোরেস দস সান্তোস আভেইরো
উচ্চতা: ১.৮৭ মি (৬ ফু ২ ইঞ্চি)
গায়ের রং: ফর্সা
জার্সি নং: ৭
ভাই/বোন: দুই ভাই/ দুই বোন
ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ার শুরু যেখান থেকে —
ফুটবলের মহাতারকা ওঠার পিছনে ক্রিস্তিয়ানো রোনালদোর জীবনের প্রথম গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফুটবলের এই মহাতারকার ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল যে, সে একজন বড় ফুটবলার হয়ে উঠবে। মাত্র তিন বছর বয়সে তিনি ফুটবল খেলা শুরু করেন, এর পরে তিনি 6 বছর বয়স থেকে প্রাথমিক বিদ্যালয় খেলা শুরু করে দেন তিনি সাক্ষাৎকারে বলেছিলেন তার ছোটবেলার প্রিয় দল ছিল বেনফিকা। মাত্র অল্প বয়সেই স্পোর্টিং ক্লাব পর্তুগালের যোগদান করেন ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, এরপর থেকে তিনি তার সুনাম ছড়াতে থাকে এরপর তার ক্রিয়া জীবনের প্রাথমিক জীবন শুরু হয়ে যায় 10 বছর বয়সের মধ্যেই পর্তুগালের তার সুনাম দিনদিন ছড়াতে থাকে। তার খেলার পারফরম্যান্স দেখে সে সময়ের শির্ষ দুটি দল সিএস মারিতিমো ওসিডি নেশিয়নাল এ দুটি দল তাদের দলে ভেড়াতে মুখিয়ে ছিল। তবে একটি দলের ব্যবস্থাপক নিলামে না আসতে পারায় সিরি নেশিয়নাল রোনালদোকে তাদের দলে নেয়, সেই দলের হয়ে ভালো পারফর্ম করায় এরপর স্পোর্টিং দলের সাথে চুক্তিবদ্ধ হন স্পোর্টিং দলের হয়ে তিনি একেবারে খেলোয়াড়দের মধ্যে বয়সে ছোট স্পোটিং ক্লাবের তরুণদের সাথে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন কিন্তু তৎকালীন স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক বুঝতে পারেন যে তাকে সমর্থন দেওয়ার জন্য তার মাকে রোনালদোর কাছে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। স্পোটিং ক্লাবের পক্ষ হয়ে তিনি অভিষেক খেলায় মোরেইরেন্সের বিপক্ষে দুই গোল করেন শুধু তাই নয় তার এই অনন্য পারফরম্যান্সের কারণে পর্তুগালের হয়ে উইফা চ্যাম্পিয়ন শিপ খেলার সুযোগ পান মূলত সেখান থেকেই শুরু হয়। তাঁর ফুটবলজীবনের আরেকটি অধ্যায় উইফে চ্যাম্পিয়ন শীপে তাঁর কৃতিত্বের কারণে, তিনি ফুটবল বিশ্বের মনে জায়গা করে নেন সেসময়ের লিভারপুলের সাবেক ম্যানেজার জিরাট হুলিয়ার তার খেলায় মুগ্ধ হয়ে জান। এই 16 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি যদিও কম বয়সী হওয়ার কারনে লিভারপুল তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে তার পায়ের জাদু স্পোটিং ক্লাবের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয় তরুণ এই ফুটবল মহাতারকার সুখ্যাতি আরো ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে এভাবেই তার প্রাথমিক ক্যারিয়ার শুরু করেন। বর্তমান বিশ্বের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের জাতীয় দলে তার আগমন:
ক্রিস্তিয়ানো রোনালদো 2001 সালে তার খেলার পারফরমেন্সের কারণে তৎকালীন পর্তুগালের জাতীয় দলের কোচ এর মন কারেন সেই সুবাদে 2001 সালে পর্তুগাল অনুর্ধ 15 দলে তাকে অন্তর্ভুক্ত করা হয় সেখানে তিনি 9 ম্যাচে 7 গোল করে কৃতিত্ব অর্জন করেন। এরপর 2001 থেকে 2002 সালে পর্তুগাল অনূর্ধ্ব 17 দলে তার জায়গা হয়। সেখানে তিনি পাঁচ ম্যাচে সাত গোল করেন এভাবে তিনি 2003 সালে পর্তুগাল অনূর্ধ্ব 20 দলের হয়ে 5 ম্যাচে এক গোল করেন। এভাবে তিনি অনূর্ধ্ব 21 অনূর্ধ্ব 23 খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো এরপরে ফুটবলের মহাতারকা পর্তুগালের জাতীয় দলে খেলার সুযোগ পান এরপর থেকে তিনি পর্তুগালের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 185 টি যেখানে তার গোল সংখ্যা রয়েছে 111 টি।
ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব এর হয়ে পারফরম্যান্স :
ক্রিস্তিয়ানো রোনালদো এ পর্যন্ত অনেক গুলো ক্লাবের হয়ে খেলেছেন চলুন নিচ থেকে এক নজরে দেখে নেয়া যাক —
সাল | ক্লাবের নাম | ম্যাচ সংখ্যা | গোল সংখ্যা |
২০০২ | স্পোটিং | ২ | ০ |
২০০২ – ২০০৩ | স্পোটিং সিপি | ২৫ | ৩ |
২০০৩- ২০০৯ | ম্যানচেষ্টার ইউনাইটেড | ১৯৬ | ৮৪ |
২০০৯ – ২০১৮ | রিয়াল মাদ্রিদ | ২৯২ | ৩১১ |
২০১৮ -২০২১ | ইয়বেন্তাস | ৯৭ | ৮১ |
২০২১- বর্তমান | ম্যানচেষ্টার ইউনাইটেড | ৯ | ৪ |