সাধারণ তথ্য

গরুর খামার করার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন ২০২৫ (Cow Farming 2025)

গরুর খামার করার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন ২০২৫ (Know the important facts for cow farming 2025)! আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে গরুর খামার আর এই গরুর খামার দিয়ে অনেকেই লাভবান হচ্ছে। আর এই গরুর খামার করার জন্য কতগুলো নিয়ম আছে সে নিয়ম অনুসারে গরু খামার তৈরি করলে রোগবালাই হতে  গরু মুক্তি থাকবে।

সুতরাং বর্তমানে লাভজনক খামার হল গরুর খামার, গরুর খামার দিয়ে বর্তমানে অনেক যুবক স্বাবলম্বী হয়েছেন। এবং তাদের খামারে আরো অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শুধু তাই নয় গরুর খামার এখন গ্রামেগঞ্জে সবাই করতেছে কিন্তু এর কতগুলো নিয়ম আছে সেটা সবাই জানেনা। এবং আপনারা যারা গরুর খামার তৈরি কিভাবে করবেন এই নিয়ে খুঁজতেছেন অনলাইনে তাহলে আপনাকে আমাদের এই পোষ্টে স্বাগতম আপনি আমাদের এই পোস্ট থেকে গরুর খামার কিভাবে করা যায় ও স্বাবলম্বী হওয়া যায়। সে ব্যাপারে সম্পূর্ণ তথ্য তুলে ধরব, তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়ে —

গরুর খামারের ব্যবসা আসলে কেমন

আপনি কি গরুর খামার নিয়ে ভাবতেছেন যে আসলে গরুর খামারে লাভ আছে কি না, আপনার মনে সন্দেহ আপনি জানেন কি বর্তমানে গরুর খামার দিয়ে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে এবং অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তবে হ্যাঁ গরুর খামারে একটু পরিশ্রম বেশি লাগে ও বেশি সময় দিতে হয়। আপনি গরুর খামার দিয়ে দুধের ব্যবসা করতে পারেন শুধু তা নয় আপনি ইচ্ছা করলে গরু মোটাজাতকরণ করে বেশি দামে বিক্রি করেও দিতে পারেন। আর বর্তমানে বাংলাদেশে গরুর চাহিদা অনেক বেশি বর্তমানে সরকার ও উদ্যোগ গ্রহণ করেছে সীমিত হাড়ে সুদ নিয়ে ঋণ দিচ্ছে যাতে করে গরুর খামার দিয়ে স্বাবলম্বী হতে পারে। আপনি প্রথমত 6 লক্ষ টাকা দিয়ে খামার তৈরি করতে পারেন। বর্তমানে অন্য ব্যবসার চেয়ে গরুর খামার দিয়ে অনেকেই লাভবান হচ্ছে।

প্রথমত স্থান নির্বাচন

আপনি যে গরুর খামার দিবেন তার আগে আপনাকে স্থান নির্বাচন করতে হবে গরুর খামার দেওয়ার জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে এমন এক জায়গা গরুর খামারের জন্য নির্বাচন করতে হবে তা হচ্ছে খামারে যেন পর্যাপ্ত পরিমাণ আলো-বাতাস ঢুকে ও আশেপাশে পানি জমে থাকে কিনা তা দেখতে হবে কারণ আশেপাশে পানি জমে থাকলে তাতে মশা জন্ম নেয়। এবং আপনাকে আরো লক্ষ রাখতে হবে যেন খামারে আকাশের বৃষ্টি না ঢুকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে গরুর খামার এর আবর্জনা যেন ফেলতে সুবিধা হয় সেরকম জায়গা আপনাকে নির্বাচন করতে হবে ।

গরুর খামার করার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন ২০২৫ (Cow Farming 2025)

দ্বিতীয়ত খামার তৈরির পদ্ধতি

খামার তৈরির জন্য আপনাকে স্থান নির্বাচনের পর আপনাকে খামার তৈরি করতে হবে যাতে একটি গরু অন্য  গরুর মাথা থেকে পিছন পর্যন্ত ছয় থেকে আট ফুট পর্যন্ত জায়গা যেন থাকে।আর আপনি যদি একসঙ্গে অনেক গরু পালন করতে চান তাহলে আপনি দুই লাইন করবেন। আর খামারের খুঁটি চাল যেন মজবুত হয়, গরুর খামার টিকে আপনি নিচের অংশটুকু হাফ ওয়াল দিয়ে, উপরের অংশটুকু তে নেটজাল দিয়ে দিবেন।

তৃতীয়ত ভাল জাতের গরু

আপনি খামার দিয়েছেন কিন্তু আপনার খামারে আপনি ভাল জাতের গরু রাখেননি তাতে করে আপনার লোকসান হতে পারে। সেজন্য আপনার প্রথম কাজ হচ্ছে  ভাল জাতের গরু নির্বাচন করতে হবে। আর আপনি যদি দুধের ব্যবসা করতে চান তাহলে আপনাকে অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, গাভী আপনাকে ক্রয় করতে হবে তাহলে আপনি প্রতিদিন দূধ থেকে অনেক টাকা আয় করতে পারবেন

চতুর্থতম গরুর খাবার

আপনাকে গরুর খাবার প্রত্যেকদিন নিয়মিত দিতে হবে তা না হলে গরু শুকিয়ে যাবে তাই আপনাকে নিয়মিত ভুট্টার গুড়া ধানের গুড়া ডালের খোসা খর দিতে হবে এবং আপনি খড় কাটার জন্য একটা মেশিন নিতে পারেন কারণ কাটা খর গরু খেতে অনেক পছন্দ করে ও নষ্ট করে না ।

পঞ্চমতম গরুর খাবারের তালিকা

আপনাকে গরুর খাবারের জন্য একটা মক বা যেকোনো একটা পাত্র নির্ধারণ করতে হবে আর আপনি প্রতিদিন গরুকে নির্ধারিত খাবার দিবেন তাতে করে আপনার গরু ঠিক থাকবে। আর আপনি যদি প্রতিদিন হাত দিয়ে দেন তাহলে গরুর খাবার কমবেশি হতে পারে তাতে করে গরু সমস্যা হতে পারে।

ষষ্ঠতম খামার পরিচালনার দায়িত্ব

আপনি যদি নিজেই খামার পরিচালনা করেন তাহলে অনেক ভালো, আর আপনি যদি খামার পরিচালনার জন্য সময় দিতে না পারেন খামার পরিচালনা করার জন্য অন্য কাউকে রাখবেন তাহলে আপনাকে ভালো লোক দেখে রাখতে হবে যাতে করে আপনার খামারের খেয়াল রাখে ।

সপ্তম তম গরুর খামারে কেমন লাভ

গরুর খামার বর্তমান ব্যবসার মধ্যে একটি অন্যতম ব্যবসা গরুর খামার। আর এই গরুর খামার থেকে অনেক টাকা আয় করা যায় আপনি যদি প্রথমত পাঁচটি অস্ট্রেলিয়ান গাভি দিয়ে শুরু করেন। তাহলে আপনি দুধ বিক্রি করে মিনিমাম হলেও আপনার মাসিক আয় 18 থেকে 20 হাজার টাকা পর্যন্ত আসবে।

প্রয়োজনে কয়েকজন সফল খামারীর নাম্বার:

আলিনুর রহমান ০১৮৬৭৯৮৯০৮৫

আনজারূল ইসলাম ০১৭৩৭৩৪১১০০

মমিনুর রহমান ০১৭৮৮২৮৩৮৭

Nurzamal

আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button