কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট কী ও কমান্ডগুলো ২০২৫ (Important Computer Keyboard Shortcut Keys and Commands 2025)! আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কম্পিউটারের গুরুত্বপূণ সটকাট কি ও সটকাট কমান্ডগুলো আলোচনা করব। আমরা দেখি অনেকে সটকাট কি ও সটকাট কমান্ডগুলো জানে না সবজায়গায় মাউসের ব্যবহার করে তাতে করে অনেক সময় লাগে । কম্পিউটারে কাজ করতে অনেক হিমশিম খায় ধীরগতিতে কাজ সম্পূণ হয়।
সুতরাং আমরা সকলে জানি কম্পিউটারের ব্যবহার কোন জায়গাতে নেই সবত্র জায়গাতেই আছে। যেমন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গাতে আর এ কম্পিউটারে সহজে কিভাবে কাজ করা যায় সেজন্য আপনাকে কম্পিউটারের সটকাট কি সটকাট কমান্ডগুলো জানতে হবে। আর তাই আমরা এই পুরো নিবন্ধন জুরে কম্পিউটার এর গুরুত্বপূণ শর্টকাট কি, ও সটকাট কমান্ডগুলো আলোচনা করব নিম্নে তা দেওয়া হলো—
কম্পিউটার ব্যবহার : কম্পিটারে সবসময় যে শর্টকাট কি, ও সটকাট কমান্ডগুলো, ব্যবহার হয় নিচে তা আপনাদের সুবিধাতে ছক আকাঁরে দেওয়া হলো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ।
কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট কী ও কমান্ডগুলো ২০২৫ (Important Computer Keyboard Shortcut Keys and Commands 2025)
কিবোর্ড শর্টকাট কী এবং কমান্ড ব্যবহার করা কম্পিউটারের কাজ দ্রুত এবং কার্যকর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের প্রযুক্তি-বান্ধব বিশ্বে, সঠিক শর্টকাট জানলে আপনি কাজ করতে পারবেন আরও সহজে এবং দক্ষতার সঙ্গে। এই ব্লগে, আমরা উইন্ডোজ, ম্যাক এবং জনপ্রিয় সফটওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী এবং কমান্ড নিয়ে আলোচনা করব।
কম্পিউটার শর্টকাট কী: মূল তালিকা
১. উইন্ডোজ (Windows) এর গুরুত্বপূর্ণ শর্টকাট কী
ক্রমিক নং
শর্টকাট
কাজের বিবরণ
১
Ctrl + C
কপি করার জন্য
২
Ctrl + V
পেস্ট করার জন্য
৩
Ctrl + X
কাট করার জন্য
৪
Ctrl + Z
পূর্ববর্তী কাজ বাতিল করার জন্য (Undo)
৫
Ctrl + Y
পূর্ববর্তী Undo পুনরায় করার জন্য (Redo)
৬
Ctrl + S
সেভ করার জন্য
৭
Ctrl + P
প্রিন্ট দেওয়ার জন্য
৮
Alt + Tab
খোলা উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করার জন্য
৯
Windows + D
ডেস্কটপ দেখার জন্য
১০
Ctrl + Shift + N
নতুন ফোল্ডার তৈরির জন্য
২. ম্যাক (Mac) এর গুরুত্বপূর্ণ শর্টকাট কী
ক্রমিক নং
শর্টকাট
কাজের বিবরণ
১
Command + C
কপি করার জন্য
২
Command + V
পেস্ট করার জন্য
৩
Command + X
কাট করার জন্য
৪
Command + Z
Undo করার জন্য
৫
Command + Tab
খোলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে পরিবর্তন করার জন্য
৬
Command + Space
স্পটলাইট সার্চ খোলার জন্য
৭
Command + Shift + 4
স্ক্রিনশট নেওয়ার জন্য
৮
Command + Q
অ্যাপ্লিকেশন বন্ধ করার জন্য
ওয়েব ব্রাউজারে গুরুত্বপূর্ণ শর্টকাট কী
ক্রমিক নং
শর্টকাট
কাজের বিবরণ
১
Ctrl + T (Windows) / Command + T (Mac)
নতুন ট্যাব খুলতে
২
Ctrl + W / Command + W
ট্যাব বন্ধ করতে
৩
Ctrl + Shift + T / Command + Shift + T
বন্ধ করা ট্যাব পুনরায় খুলতে
৪
Ctrl + L / Command + L
URL বার সিলেক্ট করতে
৫
Ctrl + D / Command + D
বর্তমান পেজ বুকমার্ক করতে
মাইক্রোসফট অফিস সফটওয়্যারের শর্টকাট কী
Microsoft Word
ক্রমিক নং
শর্টকাট
কাজের বিবরণ
১
Ctrl + B
টেক্সট বোল্ড করার জন্য
২
Ctrl + I
টেক্সট Italic করার জন্য
৩
Ctrl + U
টেক্সট আন্ডারলাইন করার জন্য
৪
Ctrl + K
হাইপারলিঙ্ক যোগ করার জন্য
৫
Ctrl + Shift + L
বুলেট লিস্ট তৈরির জন্য
Microsoft Excel
ক্রমিক নং
শর্টকাট
কাজের বিবরণ
১
Ctrl + A
পুরো শিট সিলেক্ট করতে
২
Ctrl + F
খুঁজে বের করার জন্য
৩
Ctrl + Shift + "+"
নতুন কলাম বা রো যোগ করার জন্য
৪
Ctrl + "-"
কলাম বা রো মুছে ফেলার জন্য
৫
F2
সেল এডিট করার জন্য
কাস্টমাইজড শর্টকাট তৈরি করার পদ্ধতি
কিছু নির্দিষ্ট কাজের জন্য শর্টকাট তৈরির পদ্ধতিও জানতে পারেন।
উইন্ডোজে শর্টকাট তৈরির জন্য:
Step 1: শর্টকাট তৈরি করতে চান এমন ফাইল বা অ্যাপ্লিকেশনের উপর রাইট ক্লিক করুন।
কিবোর্ড শর্টকাট জানা মানে কম্পিউটারে কাজের সময় সাশ্রয় এবং দক্ষতা বৃদ্ধি। এই তালিকায় দেওয়া শর্টকাটগুলি ২০২৫ সালের প্রযুক্তি-বান্ধব জীবনে আপনার সময় বাঁচাবে এবং কাজকে সহজ করে তুলবে। আপনি কোন শর্টকাটটি সবচেয়ে বেশি ব্যবহার করেন? কমেন্টে আমাদের জানান! 😊
আমি মো: নুরজামাল জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পূণ করে ২০২০ সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক নানাধরনের দৃষ্টিভঙ্গি অবলোকন করে জীবনকে পরিপূণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী।নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী।তাই আমি ইনফোবিডি একাত্তর ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।