কুরিয়ার সার্ভিস

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সকল শাখা সমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার ২০২৫ | Sundarban Courier Service (Pvt.) Ltd.

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সকল শাখা সমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার ২০২৫ | Sundarban Courier Service (Pvt.) Ltd.! সুন্দরবন কুরিয়ার সার্ভিস আজকে আমরা আলোচনা করব সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়ে তাই আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাসমূহ খুঁজতেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। আপনি আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সকল শাখার ঠিকানা ও মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এ বর্তমান সময় একটি নির্ভর যোগ্য কুরিয়ার সার্ভিস। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্রাদি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করতে হয় আবার যেকোনো ধরনের ভারী জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয় তখন আমাদের কুরিয়ার সার্ভিস এর প্রয়োজন হয়।

আর কুরিয়ার সার্ভিসের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর নাম টি একটি পরিচিত নাম। সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুরিয়ার সেবায় তার নাম টি পাকাপোক্ত ভাবে লিখিয়েছেন তাই আপনারা যারা যেকোনো পার্সেল কোরিয়ার করতে চান তাহলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নির্ভয়ে কুরিয়ার করতে পারেন। আর আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সেবা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাসমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার জানতে হবে, আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোথায় কোথায় শাখা আছে আর কিরকম সার্ভিস চার্জ নেয় তা  সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল —

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর খরচ:

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর চার্জ সর্ম্পকে আমরা কেউ কেউ জানিনা তাই আপনারা যারা জানেনা তারা নিচ থেকে চার্জ এর বিষয়টি জেনে নিন।

  • দেশের ভিতরে ১৬ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছানো হয়ে থাকে।
  • এবং এখানে পণ্য প্যাকেজিং এর মাধ্যমে পণ্য পাঠানো হয়ে থাকে।
  • ছোট কার্টুন ৩০ টাকা এবং বড় কার্টুন ৮০ টাকা হারে প্রদান করতে হয়।
  • এই কোম্পানির মাধ্যমে নগদ টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। পাঠানো মূল টাকার ৫% কমিশন প্রদান করতে হয়।
  • প্রতি কেজি ১০ টাকা হারে পার্সেলের ভাড়া নেওয়া হয়ে থাকে।
  • সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর দেশের বাইরেও মোট ১৫৫টি দেশে কুরিয়ার সার্ভিস রয়েছে ।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস সকল শাখা সমূহের ঠিকানা এবং মোবাইল নাম্বার:

সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা সমূহের অবস্থান সকল প্রয়োজনীয় তথ্য নিচে তুলে ধরা হলো —

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সকল শাখাসমূহ ও মোবাইল নাম্বার:

সিরিয়াল নং নাম মোবাইল/ফোন নাম্বার অফিসের ঠিকানা/অবস্থান
০১ কল্যাণপুর, ঢাকা ০১৯৩৬০০৩০০৫ কল্যাণপুর সোহরাব পেট্রোলপাম্প এর পাশে।
০২ কাওরানবাজার, ঢাকা ০১৯৩৬০০৩০১১ পূর্ণিমা সিনেমা, হলের পাশে।
০৩ মিরপুর ১০ ঢাকা ০১৯৩৬০০৩০০১ ফলপট্টি , মিরপুর – ১০।
০৪ নিউ দশ মহাখালী, ঢাকা ০১৮৪২১০৪১২৪ হাউজ নং-৩৭১,নিউ দশ মহাখালী,ঢাকা।
০৫ মিরপুর-২ ঢাকা ০১৯১৪২১৯৭৯৬ মিরপুর-২,ঢাকা-১২১৬।
০৬ যাত্রাবাড়ি, ঢাকা ০১১৯৮১৭৭৩৭৩ ফাহিম টেলিকম,৬৮ দক্ষিণ যাত্রাবাড়ি,ঢাকা।
০৭ বঙ্গবাজার, ঢাকা ০১৭২৬০৪৯৭২১ গুলিস্তান,ঢাকা-১০০০
০৮ ফকিরাপুল , ঢাকা ০১৮১৯২২৩৯৫৭ দৈনিক বাংলা (১ম তলা),রহমান কমপ্লেক্স,ঢাকা-১০০০।
০৯ ধানমন্ডি , ঢাকা ৮১২৭৯৮১ ৭৫৪সাত মসজিদ রোড ধানমন্ডি,ঢাকা
১০ বাংলা বাজার , ঢাকা ০১১৯৭৩৪০৪৩৪ ৩৮৩ কম্পিউটার মার্কেট বাংলা বাজার,ঢাকা
১১ ঢাকা বনানী, ঢাকা ০১৬৭৭১৭৫৫৯১ ,রোড নং-১৭,বনানী,ঢাকা
১২ গাবতলি, ঢাকা ০১৯২২৩৭১৪৯১ ২৫৬,কারমাইকেল রোড,গাবতলী,মিরপুর,ঢাকা ।
১৩ গুলশান-১, ঢাকা ৮৮২৫৭৭৩ হাউজ নং-১১, রোড নং-১৮,(গ্রাউন্ড ফ্লোর),গুলশান-১,ঢাকা-১২১২।
১৪ গুলশান-২ ০১৮১৯২২১৫৬৭ ডি.সি.সি মার্কেট (১ম তলা).গুলশান-২,ঢাকা ।
১৫ মহাখালী, ঢাকা ৯৮৮৩৮১৯ রোড নং-২৮, হাউজ নং-৩৭১,নিউ দশ মহাখালী,ঢাকা।
১৬ কপুক্ষেত, ঢাকা ০১৭১২৫৩১৫২৯ মাসুদ্র ট্রেড ইন্টারন্যাশনাল,২৪১ উত্তর কাফরুল,মমতা কমপ্লেক্স,ঢাকা-১২০৬।

 

১৭  পোস্তগোলা, ঢাকা ০১৭১৪৫৫৬০৪৬ ১৪ নতুন জুরাইন আলম মার্কেট,ফকিরাবাদ,কদমতলি,ঢাকা।
১৮ রংপুর ০১৯৩৬০০৩০৯
১৯ পঞ্চগড় ০১৯০০২৪৩৬৯৭ ধাক্কা মারা ট্রাফিক মোড় , পাটয়ারি সুপার মার্কেট ।
২০ নীলফামারী ০১৯৩৬০০৩১০৪ চৌরঙ্গীর মোড়, সোনালী ব্যাংকের সামনে
২১ সৈয়দপুর ০১৯৩৬০০৩০১৮ শহিদ জিকরুল হক রোড – এন, সি,সি ব্যাংকের নিচে।
২২ ডিমলা উপজেলা ০১৭১১-৪৭২০৯৮ ডিমলা কৃষি ব্যাংক এর নিচে
২৩ ডোমার ০১৭১২-৮৭২২১৩
২৪ হাতীবান্ধা থানা ০১৯৭৫২০৫০৩০
২৫ সোনালী চত্বর হাতীবান্ধা ০১৭৭০১৮১৭৭৫ টি এন টি রোড হাতীবান্ধা

 

২৬ বদরগজ্ঞ উপজেলা ০১৯১৬৭৯২৯০০ আদিল মামুর দোকান
২৭ কুড়িগ্রাম ০১৯৩৬০০৩১২১ কলেজমোড় , অফিসাস ক্লাব মার্কেট ২য় তলা।
২৮ গাইবান্ধা

 

০১৯৩৬০০৩০২০ আসাদুজ্জামান মার্কেট এর ২য় তলা।

 

২৯ রাজশাহী ০১৯৩৬০০৩০৬৬ সাহেব বাজার রাজশাহী।
৩০ চাপাইনবাবগঞ্জ ০১৯৩৬০০৩০৬১ প্রীতিপ্লাজা , পৌরসভার সামনে।
৩১ রাজবাড়ি ০১৯৬৩৬০৩০৭০ ব্র্যাক ব্যাংকের নিচে। মেন রোড রাজবাড়ি ।
৩২ ময়মনসিংহ ০১৯৩৬০০৩০৮৪ আঠার বাড়ি বিল্ডিং , ২৩/১ মদন বাবু রোড।
৩৩ বরিশাল অনুপস্থিত বরিশাল টাউন হলের সামনে, সদার রোড।
৩৪ টাঙ্গাইল ০১৯৩৬০০৩০৩৪ ভিক্টরিয়া রোড, পৌর-সাভার পিছনে, জাহাজ বিল্ডিং ।
৩৫ গোপালগঞ্জ ০১৯৬৩৬০৩০৩৯ গোপালগঞ্জ হাট
৩৬ লক্ষ্মীপুর ০১৯৩৬০০৩০০২ রজব আলী সুপার মার্কেট, থানার সামনে চুয়াডাঙ্গা ।
৩৭ ফেনি ০১৯৩৬০০৩০৫৪ ফেনী টাওয়ারের সামনে। এস এস রোড ।
৩৮ নোয়াখালী ০১৯৩৬০০৩০৪৯ আবু সুপার মার্কেট , মাইজদি কোট , নোয়াখালী।
৩৯ কুমিল্লা ০১৯৩৬০০৩০৬০ কান্দিরপার , কুমিল্লা।
৪০ চাঁদপুর ০১৯৩৬০০৩০৬২ স্টাফ কোয়াটার এর পাশে তালতলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button