শিক্ষাসাধারণ তথ্য
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Metro Rail General knowledge MCQ 2025 PDF)
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Metro Rail General knowledge MCQ 2025 PDF)! ঢাকা মেট্রোরেল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রথম মেট্রো সেবা। এটি জনগণের যাতায়াত সুবিধার জন্য বড় একটি পদক্ষেপ, যা দ্রুত ও আরামদায়ক যাতায়াতের নিশ্চয়তা প্রদান করে। মেট্রোরেল সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে পরীক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং সাধারণ জ্ঞান অনুরাগীদের জন্য সুবিধাজনক হবে।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (Metro Rail General knowledge MCQ 2025 PDF)
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
---|---|---|
১ | ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল নাম কী? | MRT (Mass Rapid Transit) |
২ | ঢাকা মেট্রোরেলের প্রথম লাইনের নাম কী? | MRT Line-6 |
৩ | MRT Line-6-এর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? | ২০.১ কিমি |
৪ | MRT Line-6-এর উদ্বোধনী বছর কোনটি? | ২০২২ |
৫ | মেট্রোরেল লাইনে কতটি স্টেশন রয়েছে? | ১৬ টি |
৬ | মেট্রোরেলের সর্বোচ্চ গতি কত? | ১০০ কিমি/ঘণ্টা |
৭ | ঢাকা মেট্রোরেল কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? | জাপান |
৮ | মেট্রোরেলের সম্পূর্ণ প্রকল্পটি কবে নাগাদ সমাপ্ত হবে? | ২০২৫ সালে |
৯ | মেট্রোরেলের প্রকল্পটি কতটি পর্যায়ে সম্পন্ন হবে? | ২টি পর্যায় |
১০ | ঢাকা মেট্রোরেল কোন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে? | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) |
১১ | MRT Line-6 প্রকল্পের মোট ব্যয় কত? | প্রায় ২২,০০০ কোটি টাকা |
১২ | মেট্রোরেলের প্রথম লাইনের দৈনিক গড় যাত্রী ধারণক্ষমতা কত? | প্রায় ৬০ হাজার যাত্রী |
১৩ | প্রতিটি ট্রেন কতজন যাত্রী বহন করতে সক্ষম? | প্রায় ১,৭০০ জন |
১৪ | মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয়েছিল কখন? | ২০১৬ সালে |
১৫ | কোন স্টেশন থেকে মেট্রোরেল যাত্রা শুরু করে? | উত্তরা নর্থ |
১৬ | ঢাকা মেট্রোরেলের শেষ স্টেশন কোনটি? | মতিঝিল |
১৭ | প্রতিটি স্টেশনের দৈর্ঘ্য কত? | প্রায় ১৮০ মিটার |
১৮ | MRT Line-6 এর জন্য ব্যবহৃত ট্রেন কোন দেশ থেকে আনা হয়েছে? | জাপান |
১৯ | মেট্রোরেল প্রতিটি ট্রিপে কতটুকু বিদ্যুৎ খরচ করে? | প্রায় ৫০০ কিলোওয়াট |
২০ | মেট্রোরেলের স্টেশন ব্যবস্থায় কোন ধরণের টিকিটিং পদ্ধতি ব্যবহার করা হয়? | অটোমেটিক ফেয়ার কালেকশন (AFC) সিস্টেম |
২১ | মেট্রোরেলে যাত্রী নিরাপত্তার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? | সিসিটিভি মনিটরিং ও ফায়ার অ্যালার্ম |
২২ | মেট্রোরেলের সেবাটি কোন সময়ে চালু হয়? | সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত |
২৩ | মেট্রোরেলে প্রতি স্টপেজে যাত্রা বিরতি কতক্ষণ থাকে? | প্রায় ২০-৩০ সেকেন্ড |