হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হচ্ছে আমাদের সমাজ নিয়ে উক্তি ও স্ট্যাটাস। আমরা সবাই সমাজে বসবাস করে থাকি আমরা কেউই সমাজের বাইরে বসবাস করি না আমরা সবাই সমাজের অন্তর্ভুক্ত আর এই সমাজকে নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের উক্তি দিয়ে থাকি তাই আমরা চেষ্টা করেছি কিছু উক্তি তুলে ধরতে, তাই আর্টিকেলটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার পছন্দের স্ট্যাটাসটি পেয়ে যাবেন।
সমাজ নিয়ে উক্তি:
সমাজ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাণী বা উক্তি দিয়েছেন বিশিষ্টজনেরা নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হল —
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয় । এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি-দারোগা চায় ।
— হুমায়ূন আজাদ
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রবেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।
— রবীন্দ্রনাথ ঠাকুর
একটি সফল সামাজিকতার কৌশল সম্ভবত ব্যক্তিগত স্বাধীনতার জন্য অপ্রত্যাশিত উপায় খুঁজে বের করে।
— এরিক হফার
ত্য, সৎ বিশ্বাস, অভিজ্ঞতা, বুদ্ধি, সামাজিকতা এবং শিল্পের চর্চা করুন।
— সংগৃহীত
এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে, তাদের পুত্রটি গুন্ডা । বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাদের সালাম দেয় । মুদিদোকাদার খুশী হয়ে বাকী দেয় । বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বের হতে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে।
— হুমায়ূন আজাদ
সমাজের বাইরে কেউ নাই সবাই সমাজের মধ্যে আবদ্ধ।
— সংগৃহীত
আমি অস্বীকার করি যখন লোকে বলে আমার সামাজিকতা আছে কারণ কারো কাছে সামাজিকতা থাকার জন্য টাকা থাকতে হবে, যা আমার নেই।
— স্কাই ফেরেরা
আজকাল ওয়াইনের গ্লাসের শেষটুকু রেখে দেওয়াকে সামাজিকতা বলা হয়।
— রবার্ট মন্ডভি
জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি । অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে
— হুমায়ূন আজাদ
আমাদের সমাজটা এমন যে, বেশির ভাগ শাস্তিই আমাদের বিনা কারনে পেতে হয়।
— হুমায়ূন আহমেদ