উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস

লক্ষ্য নিয়ে উক্তি, সেরা কালেকশন 2024

হ্যালো ভিউয়ার্স আজকে আমরা অতিব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা ইতিমধ্যেই অনলাইনে অনুসন্ধান করেছেন, আর তা হচ্ছে লক্ষ্য। মানুষের জীবনের প্রধান বিষয়টি হচ্ছে লক্ষ্য জীবনের যেকোনো একটি বিষয়ের  উপর লক্ষ্য থাকে যে এ বিষয়ের উপর আমাকে সাকসেস হতেই হবে। যার জীবনের লক্ষ্য নেই অর্থাৎ টার্গেট নেই তার জীবনে কখনো সফলতা আসবে না কারণ একটি কাজ লক্ষ্য নিয়ে করলে কোন না কোন একদিন আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। আর এই লক্ষ্য নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস ও উক্তি দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের ভালো লাগবে লক্ষ্য নিয়ে স্ট্যাটাস ও উক্তিগুলো।

লক্ষ্য নিয়ে উক্তি:

লক্ষ্য নিয়ে অনেক মনীষী বিভিন্ন ধরনের উক্তি দিয়েছেন এর মধ্যে থেকে আমরা কিছু সেরা উক্তি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে তাই আর্টিকেলটি স্ক্রিপ করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন।

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না। সে আসে যাতে করে তুমি নতুন পথ খুঁজে পাও।

 — রবার্ট এইচ

লক্ষ্য ঠিক রাখো, কঠোর পরিশ্রম করো, সমালোচনা এড়িয়ে চলো, সফলতা ধরা দিবেই।

— সংগৃহীত

আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে একটি লক্ষ্যকে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়।

 — আলবার্ট আইনস্টাইন

কোন জিনিসের প্রতি তোমার যদি লক্ষ্য থাকে তাহলে তোমাকে সেই লক্ষে পৌছে দেবে তোমার চেষ্টার ফলে।

 — টমাস

যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত পার হয়ে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না।

 — স্টিভ ম্যারাবোলি

প্রতিটি মানুষের লক্ষ্য রয়েছে আর এই লক্ষ্যে প্রতিটি মানুষ প্রতিনিয়তই ছুটছে।

 — আয়মান সাদিক

তোমার লক্ষ্য তোমাকে পৌঁছে দিবে তবে তোমার লক্ষ্য কে মজবুত করে রাখতে হবে।

 — লং

নির্বোধ থাকার চেয়ে নিজেকে গড়ে তোলার জন্য লক্ষ্য নিয়ে কাজ করুন।

 — সোলায়মান সুখন

অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও।

 — ডেনিস ওয়েটলি

প্রতিটি মানুষই চায় এগিয়ে যেতে কিন্তু কেউ যেতে পারে আর কেউ সাফল্যের দ্বারপ্রান্তে যেতে পারে না।

 — টম থাম লিংক

অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না, তবে বর্তমান কে কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতকে বদলাতে পারো।

 — ম্যানচেস্টার রাইটিং অ্যাসোসিয়েশন

যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।

 — মার্টিন লুথার কিং জুনিয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button