হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এই আর্টিকেলে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনা করব। ভৈরব টু ঢাকা রুটে নিয়মিত বেশ কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করে। ভৈরব টু ঢাকা ভ্রমণের জন্য মানুষ ট্রেন কে বেশি বেচে নেয়। কারণ ট্রেনে ভ্রমণ করতে সবারই ভালো লাগে ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, যানজট বিহীন যাতায়াত করা যায়, ও অনেক কম্পিটেবল মনে হয়।
তাই আপনারা যারা ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী অনলাইনে অনুসন্ধান করতেছেন, তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আপনারা এখান থেকে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পূর্ণ আপডেট তথ্য পেয়ে যাবেন। তাই আর্টিকেলটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন, আশা করি আপনার কাঙ্খিত তথ্যটি পেয়ে যাবেন। তবে হ্যাঁ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন সরাসরি মূল বিষয়ে।
ভৈরব টু ঢাকা ট্রেনের নাম:
ভৈরব টু ঢাকা রুটে ৯টি আন্ত:নগর ট্রেন ও ৯টি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে, নিয়মিত আর এই ট্রেনটির নাম সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।আপনাদের সুবিধার্থে ট্রেনের নামটি নিচে তুলে ধরা হলো —
আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের নাম গুলো:
- মহানগর গোধুলি (৭০৩)
- পার্বত এক্সপ্রেস (৭১০)
- মহানগর এক্সপ্রেস (৭২১)
- এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)
- উপবন এক্সপ্রেস (৭৪০)
- তূর্ণা এক্সপ্রেস (৭৪১)
- এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)
- কালনী এক্সপ্রেস (৭৭৪)
- কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)
মেইল এক্সপ্রেস ট্রেনের নাম গুলো:
- ঢাকা মেইল (০১)
- কর্ণফুলী এক্সপ্রেস (০৩)
- সুরমা মেইল (১০)
- ঢাকা এক্সপ্রেস (১০)
- তিতাস কমিউটার (৩৩)
- তিতাস কমিউটার (৩৫)
- ইশা খান এক্সপ্রেস (৪০)
- চাটলা এক্সপ্রেস (৬৭)
- কুমিল্লা কমিউটার (৮৯)
ভৈরব টু ঢাকা আন্ত:নগর ট্রেনের সময়সূচী:
আপনি যে কোন পরিবহনের ভ্রমণ করেন না কেন আপনাকে অবশ্যই সেই পরিবহনের সময়সূচি জানতে হবে। আর ট্রেনের সময়সূচী তো জানতেই হবে কারণ ট্রেন অন্য পরিবহন এর মত নয় ট্রেন সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দেয়। তাই ট্রেনের সময়সূচি আগে থেকে জেনে রাখতে হয় ও সময়মতো স্টেশনে পৌঁছতে হয় তাই আজকে আমরা চেষ্টা করেছি ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচি তুলে ধরার —
ভৈরব টু ঢাকা আন্ত:নগর ট্রেনের সময়সূচী |
||||
সিরিয়াল নং | ট্রেনের নাম | প্রস্থান | আগমন | ছুটির দিন |
০১ | মহানগর গোধুলি (৭০৩) | ১৯.৪৪ | ২১.২৫ | নাই |
০২ | পার্বত এক্সপ্রেস (৭১০) | ২০.৫৩ | ২২.৪০ | মঙ্গলবার |
০৩ | মহানগর এক্সপ্রেস (৭২১) | ১৭.১০ | ১৯.১০ | রবিবার |
০৪ | এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) | ০৮.১০ | ১০.৪০ | নাই |
০৫ | উপবন এক্সপ্রেস (৭৪০) | ০৪.৪৭ | ০৬.৪৫ | নাই |
০৬ | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | ০৩.২৭ | ০৫.১৫ | নাই |
০৭ | এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) | ১৪.৪৫ | ১৭.০৫ | বুধবার |
০৮ | কালনী এক্সপ্রেস (৭৭৪) | ১০.৪৫ | ১৩.০০ | শুক্রবার |
০৯ | কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) | ১৭.৪৫ | ২০.১০ | শুক্রবার |
ভৈরব টু ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:
নিচে দেওয়া হলো —
ভৈরব টু ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী |
||||
সিরিয়াল নং | ট্রেনের নাম | প্রস্থান | আগমন | ছুটির দিন |
০১ | ঢাকা মেইল (০১) | ০৪.২৭ | ০৬.৫৫ | নাই |
০২ | কর্ণফুলী এক্সপ্রেস (০৩) | ১৬.৩০ | ১৯.৪৫ | নাই |
০৩ | ঢাকা এক্সপ্রেস (১০) | ০৫.০৭ | ১৯.১৫ | নাই |
০৪ | সুরমা মেইল (১০) | ০২.১৭ | ০৬.৪০ | নাই |
০৫ | তিতাস কমিউটার (৩৩) | ০৫.৫৭ | ০৮.৩০ | নাই |
০৬ | তিতাস কমিউটার (৩৫) | ১২.৫৯ | ১৫.১৫ | নাই |
০৭ | ইশা খান এক্সপ্রেস (৪০) | ১৭.৫০ | ২৩.০০ | নাই |
০৮ | চাটলা এক্সপ্রেস (৬৭) | ১৩.৪৮ | ১৫.০০ | মঙ্গলবার |
০৯ | কুমিল্লা কমিউটার (৮৯) | ০৮.৫৮ | ১২.৫০ | মঙ্গলবার |
ভৈরব টু ঢাকা ট্রেনের ট্রেনের ভাড়ার তালিকা:
আমরা দেখি অনেকেই ভৈরব টু ঢাকা ট্রেনের ট্রেনের ট্রেনের সময়সূচী জানে না তখন তারা অনলাইনে সার্চ করে থাকে।তাদেরকে বলবো আপনার ঠিক জায়গায় রয়েছেন। আমরা এখানে চেষ্টা করেছি ভৈরব টু ঢাকা ট্রেনের ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরতে।
সিরিয়াল নং | আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
০১ | শোভন | ৮৫ টাকা |
০২ | শোভন চেয়ার | ১০৫ টাকা |
০৩ | প্রথম আসন | ১৩৫ টাকা |
০৪ | প্রথম বার্থ | ২০৫ টাকা |
০৫ | স্নিগ্ধা | ১৯৬ টাকা |
০৬ | এসি | ২৩৬ টাকা |
০৭ | এসি বার্থ | ৩৫১ টাকা |