আসসালামু আলাইকুম আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলে আলোচনা করব নামাজ নিয়ে উক্তি, স্ট্যাটাস, আমরা যারা মুসলিম আমরা নামাজের প্রতি আমরা সবাই কেয়ারফুল নামাজ হচ্ছে আমাদের মুসলমানদের জান্নাতের চাবি কাটি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এবং নামাজ ছাড়া কখনো কেউ সৎ ঈমানদার হতে পারবে না। সুতরাং নামাজ হচ্ছে মানুষের জীবন গঠনের একটি উত্তম পন্থা। যা আপনাকে সুদ ঘুষ যেনা ব্যাভিচার লুণ্ঠন পাপাচার ইত্যাদির হাত থেকে রক্ষা করবে একমাত্র নামাজ এর মাধ্যমে।
নামাজ আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে ৮০বার নামাজের কথা উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী দয়ার নবী দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তার উম্মতকে নামাজের ব্যাপারে বলে গিয়েছেন তোমরা নামাজ সেরে দিওনা । তাই আমাদের সকলের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ও নামাজের মাধ্যমে এবং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা।
নামাজ নিয়ে স্ট্যাটাস
প্রিয় মুসলিম ভাইয়েরা আপনি কি নামাজ নিয়ে ইসলামিক সুন্দর স্ট্যাটাস অনলাইনে অনুসন্ধান করতেছেন। তাহলে আপনাকে বলব আপনি বর্তমান ঠিক জায়গায় অবস্থান করতেছেন, এই আর্টিকেল থেকে আপনি নামাজ নিয়ে সেরা স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন। তাই আর্টিকেল টি স্কিপ না দিয়ে ভালোভাবে পড়ুন এবং পবিত্র নামাজ নিয়ে সেরা স্ট্যাটাসগুলো সংগ্রহ করুন।
- কোন পাপের কারণে কোন নামাজি জাহান্নামে প্রবেশ করলেও তার সেজদার অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।
– আল হাদিস - সলাতের জন্যে অপেক্ষমাণ ব্যাক্তি সলাতের সমপরিমাণ সওয়াব পাবে।
– হযরত মুহম্মদ (সাঃ) - মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হলো সলাত পরিহার করা।
– হযরত মুহম্মদ (সাঃ) - গ্রীষ্মের উত্তপ্ত দিনগুলোতে সাওম পালন করা এবং রাতের বেলা সলাতে দাঁড়িয়ে থাকা ছাড়া এই পৃথিবীর আর কোন কিছুকে ছেড়ে যেতে আমি দুঃখবোধ করি না।
– আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) - ঘুমের চেয়ে নামাজ উত্তম। সুতরাং, জেগে উঠুন এবং নামাজে দাঁড়িয়ে যান। এর মাধ্যমে আপনি আপনার অহং (ইগো) থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।
– তারিক রামাদান - ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্রচিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ রেখে নামাজ পড়ে সেই মুমিন।
– আল হাদিস - নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়।
– আল হাদিস - কোন ব্যক্তি যখন নামাজে দাড়ায় তখন আল্লাহপাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ থেকে সরে যায়, তখন আল্লাহও মনোযোগ সরিয়ে নেন।
– আল হাদিস - কোন পাপের কারণে কোন নামাজি জাহান্নামে প্রবেশ করলেও তার সেজদার অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।
– আল হাদিস
নামাজ নিয়ে উক্তি
নামাজ হচ্ছে বেহেস্তের চাবি কাটি নামাজ ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ আপনার যদি চাবি হাতে না থাকে তাহলে আপনি কখনো একটি ঘরে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে নামাজকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর এই নামাজ নিয়ে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা বিভিন্ন ধরনের বাণী বা উক্তি দিয়েছেন নিচে তা তুলে ধরা হলো —
- প্রার্থনা হওয়া উচিত দিনের চাবিকাঠি এবং রাতের তালা।
– জর্জ হারবার্ট - নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়।
– আল হাদিস - কোন ব্যক্তি যখন নামাজে দাড়ায় তখন আল্লাহপাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ থেকে সরে যায়, তখন আল্লাহও মনোযোগ সরিয়ে নেন।
– আল হাদিস - কোন পাপের কারণে কোন নামাজি জাহান্নামে প্রবেশ করলেও তার সেজদার অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।
– আল হাদিস - সলাতের জন্যে অপেক্ষমাণ ব্যাক্তি সলাতের সমপরিমাণ সওয়াব পাবে।
– হযরত মুহম্মদ (সাঃ) - মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হলো সলাত পরিহার করা।
– হযরত মুহম্মদ (সাঃ) - গ্রীষ্মের উত্তপ্ত দিনগুলোতে সাওম পালন করা এবং রাতের বেলা সলাতে দাঁড়িয়ে থাকা ছাড়া এই পৃথিবীর আর কোন কিছুকে ছেড়ে যেতে আমি দুঃখবোধ করি না।
– আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) - আপনি যদি শুধুমাত্র কষ্টের সময় প্রার্থনা করেন তবে আপনি সমস্যায় পড়বেন।
– বেনামী - আজ প্রার্থনা করতে ভুলবেন না, কারণ এই সকালে আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগাতে ভোলেননি।
– বেনামী
নামাজ নিয়ে ক্যাপশন
আপনি কি নামাজ নিয়ে ক্যাপশন খুজতেছেন অনলাইনে তাহলে আপনাকে বলব আপনার জন্য মূলত এই আর্টিকেলটি। আপনি এই আর্টিকেল থেকে নামাজ নিয়ে সেরা ক্যাপশন গুলো সংগ্রহ করতে পারবেন, আমরা চেষ্টা করেছি নামাজ নিয়ে সেরা ক্যাপশন গুলো এখানে তুলে ধরার নিচে তা দেওয়া হল —
- আমিই আল্লাহ্ আমি ব্যতীত কোন ইলাহ নেই । অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর ।
– সূরা তোয়া-হা, আয়াতঃ ১৪ - নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলদের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও ।
– সূরা আন নূর, আয়াতঃ ৫৬ - সবাই তার অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না ।
– সূরা আর রুম, আয়াতঃ ৩১ - হে বতসো, নামায কায়েম কর, সৎকাজে আদেশ দাও, মন্দকাজে নিষেধ কর এবং বিপদ আপদে সবর কর । নিশ্চয় এটা সাহসিকতার কাজ ।
– সূরা লোকমান, আয়াতঃ ১৭ - যারা আল্লাহ্র কিতাব পাঠ করে, নামায কায়েম করে, এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না ।
– সূরা ফাতির, আয়াতঃ ২৯