ভ্রমন

ঢাকা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার, রুটম্যাপ, ও অন্যান্য তথ্য ২০২২

ঢাকা এক্সপ্রেস পরিবহন ঢাকা এক্সপ্রেস পরিবহনটি সর্বোচ্চ মান-সম্মত সেবা প্রদান করে পুরো বাংলাদেশের একটি জনপ্রিয় ও স্বনামধন্য পরিবহন হিসেবে সুপরিচিতি লাভ করেছে। এ কারণে বাংলাদেশের অধিকাংশ যাত্রীরা ঢাকা এক্সপ্রেস পরিবহন এর মাধ্যমে ভ্রমণ করতে আরাম ও পছন্দ করে. এটি একটি এসি ও নন এসি পরিবহন পরিষেবা । এই পরিবহনটি বাংলাদেশের বিভিন্ন রুটে যেমন ঢাকা থেকে নোয়াখালি, নওগাঁ, বরিশাল-খুলনা ঢাকা সহ বাংলাদেশের অনেক জেলায় যাতায়াত করে থাকে।

ঢাকা এক্সপ্রেস পরিবহন মানুষ কেন বেশি পছন্দ করে: এই পরিবহন এর প্রধান বৈশিষ্ট্য গাড়িটি ঝকঝকে ও সিলিপিং টাইপের এবং লাক্সারিয়াস  সিট ব্যবস্থা । আপনারা  জানেন, ঢাকা এক্সপ্রেস পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, ঢাকা এক্সপ্রেস পরিবহন, চালু রয়েছে। আর এই পরিবহনের ভারা অন্য পরিবহনের চেয়ে খুবই কম । এজন্য বাংলাদেশের অধিকাংশ যাত্রীই ঢাকা এক্সপ্রেস পরিবহন এর মাধ্যমে ভ্রমণ করতে আরামদায়ক, ও স্বাচ্ছন্দ্যবোধ করে।

ঢাকা এক্সপ্রেস পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি ঢাকা এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঢাকা এক্সপ্রেস পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা ঢাকা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে ঢাকা এক্সপ্রেস পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

ঢাকা এক্সপ্রেস পরিবহনের ঢাকা অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

সিরিয়াল নং কাউন্টার সমুহ মোবাইল/ফোন:
০১ ফকিরাপুল বাস স্ট্যান্ড কাউন্টার, ঢাকা মোবাইল: 01683-564838
০২ মিরপুর-১ নং কাউন্টার, ঢাকা মোবাইল: 01911-471347
০৩ সায়দাবাদ বাস ষ্টেশন কাউন্টার, হেড অফিস, ঢাকা মোবাইল: 01970-180607
০৪ এয়ারপোর্ট কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180603
০৫ মিরপুর-১০ নং কাউন্টার, ঢাকা মোবাইল: 01712-082607
০৬ মানিক নগর কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180606
০৭ ঝিগাতলা কাউন্টার, ঢাকা মোবাইল: 01912-226923
০৮ বাড্ডা কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180605
০৯ টঙ্গী কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180601
১০ নর্দা কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180604
১১ মহাখালী বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা মোবাইল: 01819968916
১২ উত্তরা কাউন্টার, ঢাকা মোবাইল: 01970-180602
১৩ কচুক্ষেত কাউন্টার, ঢাকা মোবাইল: 01740-616433
১৪ আদাবর কাউন্টার, শ্যামলী, ঢাকা মোবাইল: 01817-514263

ঢাকা এক্সপ্রেস পরিবহনের নোয়াখালি অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

সিরিয়াল নং কাউন্টার সমুহ মোবাইল/ফোন:
০১ সোনাইমুড়ি বাস ষ্টেশন কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01713-600175
০২ বজরা বাজার বাস ষ্টেশন কাউন্টার, নোয়াখালী মোবাইল: 01828-155858
০৩ চৌমুহনী কাউন্টার, চৌরাস্তার মোড়, নোয়াখালী মোবাইল: 01819-510631

ঢাকা এক্সপ্রেস পরিবহনের লক্ষ্মীপুর অঞ্চলের টিকিট কাউন্টার সমূহ:

নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো আপনাদের সূবির্ধাতে-

সিরিয়াল নং কাউন্টার সমুহ মোবাইল/ফোন:
০১ বটতলী অফিস কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01717-741075
০২ রায়পুর বাস ষ্ট্যাশন কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01919-591982
০৩ হাজির পাড়া কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01713-635092
০৪ চন্দ্রগঞ্জ বাস ষ্টেশন কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01716-228808
০৫ দালাল বাজার বাস স্ট্যান্ড কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01926-959518
০৬ লক্ষীপুর বাস ষ্টেশন কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01735-761301
০৭ মান্দারী বাজার বাস স্ট্যান্ড কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01729-044993
০৮ মজু চৌধুরী হাট কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01718-732709
০৯ জকসিন বাজার কাউন্টার, লক্ষ্মীপুর মোবাইল: 01721-731269

ঢাকা এক্সপ্রেস পরিবহনের রুট সমূহ :

ঢাকা এক্সপ্রেস পরিবহন বাংলাদেশের কতগুলো রুটে চলাচল করে আর তা জানতে চেয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন। সেজন্য আমরা আজকে চেষ্টা করেছি ঢাকা এক্সপ্রেস পরিবহন এর সমস্ত রুট সমূহ তুলে ধরার —

  • ঢাকা থেকে লক্ষ্মীপুর
  • লক্ষীপুর থেকে ঢাকা
  • ঢাকা থেকে নোয়াখালী
  • নোয়াখালী থেকে ঢাকা
  • ঢাকা থেকে মান্দারী বাজার ইত্যাদি রুটে চলাচল করে পরিবহন টি

গাড়ির গুনগতমান :

ঢাকা এক্সপ্রেস অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

ঢাকা এক্সপ্রেস এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button